সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের মরশুমে হু হু করে বাড়ছে রাজ্যের সংক্রমণের মাত্রা। শুক্রবারই বঙ্গে ভোট প্রচারে লাগাম টেনেছে নির্বাচন কমিশন। আর সন্ধেতেই স্বাস্থ্যদপ্তরের দেওয়া পরিসংখ্যানে স্পষ্ট হয়ে গেল, ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমণ ছিল এযাবৎকালের মধ্যে সর্বাধিক। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। উদ্বেগ দ্বিগুণ করছে নিম্নমুখী সুস্থতার হার।
এদিন স্বাস্থ্যদপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার (Corona Virus) কবলে পড়েছেন ৬,৯১০ জন। যার মধ্যে শহর কলকাতায় একদিকে আক্রান্ত ১,৮৪৪ জন। সংক্রমণের নিরিখে প্রত্যাশিতভাবেই দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে ১,৫৯২ জনের শরীরে মারণ ভাইরাসের হদিশ মিলেছে। দক্ষিণ ২৪ পরগনা একদিনে সংক্রমিতের সংখ্যা ৪০২। হাওড়ায় একদিনে আক্রান্ত ৪২০ জন। উল্লেখযোগ্যভাবে দৈনিক সংক্রমণ বেড়েই চলেছে বীরভূমে। একদিনে সেখানে আক্রান্ত ৩৭৪ জন। এদিকে, পর্যটকের সংখ্যা বাড়তে কোভিড আক্রান্ত বাড়ছে দার্জিলিংয়েও। ২৪ ঘণ্টায় সেখানে ১২৬ জনের শরীরে থাবা বসিয়েছে এই ভাইরাস। ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ৬ লক্ষ ৪৩ হাজার ৭৯৫ জন।
গত কয়েকদিনের মতোই উদ্বেগ বাড়িয়ে ফের একলাফে অনেকখানি বাড়ল রাজ্যের অ্যাকটিভ কেসও। বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৪১ হাজার ৪৭। একইসঙ্গে এই ভাইরাস এখনও কেড়ে চলেছে মানুষের প্রাণও। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনার বলি ২৬ জন। এখনও পর্যন্ত রাজ্যে ১০ হাজার ৫০৬ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯-এ।
তবে করোনা ভাইরাস সঙ্গে লড়াইয়ে ভরসা জোগাচ্ছেন কোভিডজয়ীরাই। গত ২৪ ঘণ্টাতেই যেমন সুস্থ হয়ে উঠেছেন ২,৮১৮ জন। এ নিয়ে মোট ৫ লক্ষ ৯২ হাজার ২৪২ জন করোনাজয়ী। উদ্বেগ বাড়িয়ে সুস্থতার হার গতকালের তুলনায় ফের কমল। বর্তমানে ৯১.৯৯ শতাংশ মানুষ মারণ ভাইরাস থেকে মুক্তি পেয়েছেন। দেশজুড়ে টিকাকরণের পাশাপাশি চলছে টেস্টিংও। বাংলাতেও বেড়েছে টেস্টিংয়ের গতি। রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৪০ হাজার ১৫৩ জনের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.