Advertisement
Advertisement
corona cases

বাংলায় একলাফে অনেকটা কমল দৈনিক Corona সংক্রমণ, সুস্থতার হার ৯৮.১১%

একদিনে ভাইরাসের বলি ১২ জন।

West Bengal reports 575 new corona cases in last 24 hours | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:August 2, 2021 6:48 pm
  • Updated:August 2, 2021 6:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতিমারী আবহে নতুন করে ছন্দে ফেরার চেষ্টায় বাংলা। তবে প্রতিপদে রয়েছে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার ভয়। এর মধ্যে অবশ্য রাজ্যের স্বাস্থ্যদপ্তর জানাল, গত ২৪ ঘণ্টায় অনেকটাই কমেছে সংক্রমণ। যদিও ঊর্ধ্বমুখী পজিটিভিটি রেট। তবে স্বস্তি দিচ্ছে সুস্থতার হার।

সোমবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার (Corona Virus) কবলে পড়েছেন ৫৭৫ জন। এর মধ্যে শহর কলকাতায় একদিনে আক্রান্ত কমে ৬১ জন। সংক্রমণের নিরিখে এদিনও অবশ্য ফের তিলোত্তমাকে ছাপিয়ে গেল উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে ৮৯ জনের শরীরে মারণ ভাইরাসের হদিশ মিলেছে। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে সংক্রমিতের সংখ্যা ২৮। এখনও চিন্তায় রাখছে দার্জিলিং। রাজ্যের অন্যতম আকর্ষণীয় পর্যটনস্থল দার্জিলিংয়ে ২৪ ঘণ্টায় ৪৯ জন করোনা পজিটিভ হয়েছেন। ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫ লক্ষ ২৯ হাজার ২৯৫ জন। পজিটিভিটি রেট বেড়ে হল ১.৭৩ শতাংশ। একদিনে ভাইরাসের বলি ১২ জন। তার মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন একজন, দক্ষিণ ২৪ পরগনায় করোনার বলি ২জন। এখনও পর্যন্ত রাজ্যে ১৮ হাজার ১৬১ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯-এ। মৃত্যু হার ১.১৯ শতাংশ।

Advertisement

[আরও পড়ুন: প্রকাশ্য রাস্তায় Shootout! অটোয় উঠতেই গুলিবিদ্ধ ব্যক্তি, চাঞ্চল্য চম্পাহাটিতে]

তবে করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ে আশার আলো দেখাচ্ছেন কোভিডজয়ীরাই। গত ২৪ ঘণ্টাতেই যেমন সুস্থ হয়ে উঠেছেন ৭৩৪ জন। এ নিয়ে মোট ১৫ লক্ষ ৩৩১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। ঊর্ধ্বমুখী সুস্থতার হারও। বর্তমানে সুস্থ ৯৮.১১ শতাংশ রাজ্যবাসী। তবে প্রত্যাশামতোই প্রতিদিনই কমছে সক্রিয় রোগীর (Active Case) সংখ্যা। বর্তমানে করোনায় চিকিৎসাধীন ১০ হাজার ৮০৩ জন। করোনা রোগী চিহ্নিত করতে চলছে টেস্টিংও। রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩৩ হাজার ২১৫ জনের। যদিও তা গত কয়েক দিনের তুলনায় খানিকটা কমই।

[আরও পড়ুন: Staff special train-এ সকলকে চড়তে দেওয়ার দাবি, হুগলির একাধিক স্টেশনে যাত্রীবিক্ষোভ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement