Advertisement
Advertisement
Covid19

Coronavirus Update: গত ২৪ ঘণ্টায় রাজ্যে ফের নিম্নমুখী কোভিড গ্রাফ, কমল দৈনিক সংক্রমণ

ধারা বজায় রেখে ফের করোনায় মৃত্যুহীন বাংলা।

West Bengal reports 53 new covid cases in last 24 hours । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:June 6, 2022 8:15 pm
  • Updated:June 6, 2022 8:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিম্নমুখী রাজ্যের কোভিড (Covid19) গ্রাফ। গত ২৪ ঘণ্টায় কমল সংক্রমণ। ধারা বজায় রেখে ফের করোনায় মৃত্যুহীন বাংলা। বাড়ল সুস্থতাও।

রাজ্য স্বাস্থ্যদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫৩ জন। যা রবিবারের তুলনায় কিছুটা কম। বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ১৯ হাজার ৬৮৬ জন। ধারাবাহিকতা বজায় রেখে গত ২৪ ঘণ্টায় ফের করোনায় মৃত্যুহীন বাংলা। স্বস্তি জোগাচ্ছে সুস্থতা। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩৯ জন। যা রবিবারের তুলনায় বেশ কিছুটা বেশি। এখনও পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৯৮ হাজার ৬৯।

Advertisement

[আরও পড়ুন: অবলুপ্ত রিক্রুটমেন্ট বোর্ড, এবার থেকে গ্রুপ ডি পদে সরাসরি কর্মী নিয়োগ করবে না রাজ্য]

গত ২০২০ সালের মার্চ থেকে করোনার দাপটে ত্রস্ত গোটা বিশ্ব। বাংলাও ভাইরাসের করাল থাবা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেনি। বাংলাতেও দাপট দেখায় ভাইরাস। বহু মানুষের প্রাণ কাড়ে। করোনা মোকাবিলায় সেই সময় টেস্টিংয়ের উপর বিশেষ জোর দেওয়া হয়। সামান্য উপসর্গ দেখা দিলেই পরীক্ষা করে নিশ্চিত হওয়ার পরামর্শই দিচ্ছিলেন চিকিৎসকরা। তবে বর্তমানে করোনার নিম্নমুখী কোভিড গ্রাফের ফলে নমুনা পরীক্ষায় বেড়েছে অনীহা। তবে সোমবার ৪ হাজার ৮১৬টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৫৩ লক্ষ ৫৯ হাজার ৩৯টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিট রেট ১.১০ শতাংশ। টিকাকরণের উপরেও রয়েছে বিশেষ নজর। সোমবার ৫ হাজার ৮৮৩ ডোজ টিকা দেওয়া হয়েছে। প্রিকশন ডোজ দেওয়া হয়েছে ৩০ লক্ষ ২ হাজার ৭০৯টি।

উদ্বেগ বাড়িয়ে ফের মুম্বইতে থাবা চওড়া করছে করোনা। বি টাউনে ইতিমধ্যেই ডালপালা মেলতে শুরু করেছে ভাইরাস। শনিবার করোনা আক্রান্ত হয়েছিলেন কার্তিক আরিয়ান। রবিবার শাহরুখ খান এবং ক্যাটরিনা কাইফের করোনা সংক্রমিত হওয়ার খবর প্রকাশ্যে আসে। আপাতত সকলেই রয়েছেন নিভৃতবাসে। যদিও বাংলায় কোভিড গ্রাফ নিম্নমুখী। তা সত্ত্বেও এই পরিস্থিতিতে চিকিৎসকরা আবারও সতর্কতা জারি করেছেন। ভিড় জায়গায় সঠিকভাবে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারে পরামর্শ বিশেষজ্ঞদের।

[আরও পড়ুন: জঙ্গলে নিয়ে গিয়ে কিশোরীকে ‘গণধর্ষণ’, মোবাইলে ভিডিও রেকর্ড, গ্রেপ্তার ২ অভিযুক্ত]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement