সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড (Covid 19) গ্রাফ। গত ২৪ ঘণ্টায় আবারও বাড়ল সংক্রমণ। স্বাভাবিকভাবেই পজিটিভিটি রেটও বেড়েছে কিছুটা। যা উদ্বেগ বাড়াচ্ছে প্রায় সকলেরই। তবে সামান্য কমল মৃতের সংখ্যা।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৬৯ জন। দৈনিক সংক্রমণের নিরিখে সবচেয়ে এগিয়ে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ৬৫৯ জন। তারপরই রয়েছে কলকাতা। সেখানে ৬৫৪ জন নতুন করে কোভিড আক্রান্ত। তার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৭৯ হাজার ২৫৪ জন। তবে মৃতের সংখ্যা কমেছে কিছুটা। গত ২৪ ঘণ্টায় করোনার বলি ৩৪ জন। এখনও পর্যন্ত মোট ২০ হাজার ৪৪৫ জনের প্রাণহানি হয়েছে। অ্যাকটিভ কেস (Active Case) ৬৭ হাজার ৩৬৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হারও বেশ সন্তোষজনক। করোনাকে হারিয়েছেন ১৭ হাজার ৭৩৪ জন।
করোনার টেস্ট এবং ভ্যাকসিনেশনের (Vaccination) উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টা ৬৭ হাজার ৮৬২টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ৭.৩২ শতাংশ। সাধারণতন্ত্র দিবসে ৬ লক্ষ ৩৩ হাজার ৩৬০ জন টিকা নিয়েছেন। তার মধ্যে ৭৫ হাজার ৪৯ জন প্রথম ডোজ নিয়েছেন। বাকি ৫ লক্ষ ৫ হাজার ৬৭৭ জন টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন।
করোনার চোখরাঙানি অব্যাহত। এই পরিস্থিতিতে সামান্য বেসামাল মনোভাবই বড়সড় বিপদ ডেকে আনতে পারে বলেই মত বিশেষজ্ঞদের। তাই কঠোরভাবে কোভিডবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন তাঁরা। মাস্ক (Mask) এবং স্যানিটাইজারের যথাযথ ব্যবহারের উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। রাজ্যজুড়ে জারি রয়েছে বিধিনিষেধও। তবে স্কুল (School) খোলার দাবিতে সরব অনেকেই। স্কুল আদৌ খুলবে কিনা, তা নিয়ে রয়েছে মতবিরোধও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.