ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড (Covid 19) গ্রাফ। আবারও বাড়ল সংক্রমণ। করোনায় প্রাণহানিও বেড়েছে খানিকটা। স্বাভাবিকভাবেই করোনার বাড়বাড়ন্ত উদ্বেগ বাড়াচ্ছে।
রাজ্য স্বাস্থ্যদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৯৩ জন। যা মঙ্গলবারের তুলনায় বেশ কিছুটা বেশি। পজিটিভ কেস বেড়ে দাঁড়াল ২১ লক্ষ ৩ হাজার ৩২৫। বাড়ল প্রাণহানিও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে প্রাণ হারিয়েছেন ৪ জন। এখনও পর্যন্ত ভাইরাসের থাবায় রাজ্যে মৃত্যু হয়েছে মোট ২১ হাজার ৪২৭ জনের। মৃত্যুহার ১.০২ শতাংশ। ঊর্ধ্বমুখী আক্রান্ত এবং মৃতের সংখ্যা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়াচ্ছে সকলের।
গত ২৪ ঘণ্টায় কমেছে সুস্থতা। এদিন করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬০৭ জন। এখনও পর্যন্ত মোট কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ৭৭ হাজার ২৭৪ জন। সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ। ঊর্ধ্বমুখী কোভিড পরিস্থিতিতে ফের টেস্টিংয়ের উপর জোর দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টা নমুনা পরীক্ষা হয়েছে ৯ হাজার ৭২৩টি। এখনও পর্যন্ত ২ কোটি ৬১ লক্ষ ৬০ হাজার ৭০৬টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ৪.০৪ শতাংশ। যা মঙ্গলবারের তুলনায় বাড়ল বেশ খানিকটা।
করোনা রুখতে টিকাকরণ কর্মসূচির উপর জোর বিশেষজ্ঞদের। বুধবার ২ লক্ষ ৯৪ হাজার ৪৩৩ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রিকশন ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ১৮ লক্ষ ৯৩ হাজার ৩০৭ ডোজ। করোনার বাড়বাড়ন্তের মাঝে সাবধানে থাকার বার্তা বিশেষজ্ঞদের। মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.