সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এলেও খানিকটা চিন্তায় রাখছিল মৃত্যুহার। কিন্তু এক্ষেত্রে বাংলার করোনা পরিসংখ্যান অনেকটাই স্বস্তিদায়ক। কারণ টানা তিনদিন ধরে রাজ্যে করোনায় একটিও প্রাণ যায়নি।
শুক্রবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৩৭ জন। গতকাল যে সংখ্যাটা ছিল ৫৯। রাজ্যে এখনও পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন ২০ লক্ষ ১৭ হাজার ৭২ জন। যদিও তার মধ্যে প্রায় ৯৯ শতাংশই করোনা মুক্ত হয়ে গিয়েছেন। বুলেটিন বলছে, একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ৮০ জন। এখনও পর্যন্ত বাংলার ১৯ লক্ষ ৯৫ হাজার ১৩৭ জন মানুষ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৯১ শতাংশ। বর্তমানে বাংলায় করোনার পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে ০.২৩ শতাংশে। যার মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৬৬৯ জন। হাসপাতালে ভরতি ৬৯ জন করোনা আক্রান্ত। এখনও পর্যন্ত এ রাজ্যে মারণ ভাইরাসের বলি ২১ হাজার ১৯৭ জন।
করোনা সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষার উপরে বারবার জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। গত ২৪ ঘণ্টায় যেমন রাজ্যে ১৬ হাজার ২৬৯টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৪৬ লক্ষ ৭৬ হাজার ৯৪টি নমুনা পরীক্ষা হয়েছে। টেস্টিংয়ের পাশাপাশি টিকাকরণও চলছে জোরকদমে। ১২-১৪ বছর বয়সিদের টিকাকরণের পাশাপাশি চলছে ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়াও। একদিনে করোনার টিকা নিয়েছেন ২ লক্ষ ১৫ হাজার ২৪১ জন।
উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে নতুন করে করোনা চোখ রাঙালেও মারণ এই ভাইরাসকে নিয়ন্ত্রণে আনতে অনেকটাই সফল ভারত। সেই কারণে আগামী ৩১ মার্চের পর নাইট কারফিউ, কনটেনমেন্ট জোন তৈরির মতো বিধিনিষেধ উঠে যাচ্ছে। তবে চতুর্থ ঢেউ রুখতে মাস্ক পরা ও শারীরিক দূরত্ব বজায় রাখার মতো বিষয়গুলি এখনও মেনে চলতে হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.