সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষশেষে উদ্বেগ বাড়াল রাজ্যের কোভিড (Covid-19) গ্রাফ। গত ২৪ ঘণ্টায় একধাক্কায় অনেকটাই বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। কমল দৈনিক মৃতের সংখ্যা। রাজ্যের পজিটিভিটি রেট বেড়ে দাঁড়াল ৮.৪৬ শতাংশ।
রাজ্য স্বাস্থ্যদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ১ হাজার ৯৫৪ জন। সংক্রমণের নিরিখে তারপরেই রয়েছে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন যথাক্রমে ৪৯৬ এবং ১২৬ জন। দৈনিক সংক্রমণের নিরিখে উদ্বেগ বাড়াচ্ছে হাওড়া। এখানে একদিনে সংক্রমিত ২৯৮ জন। তার ফলে গোটা রাজ্যজুড়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ লক্ষ ৩৮ হাজার ৪৮৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ৭ জনের। তার ফলে এখনও পর্যন্ত মোট ১৯ হাজার ৭৬৪ জনের মৃত্যু হয়েছে। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৫১০ জন। বাংলায় মোট করোনাজয়ী ১৬ লক্ষ ৮ হাজার ১১ জন। পজিটিভিটি রেট বেড়ে দাঁড়াল ৮.৪৬ শতাংশ।
করোনা সংক্রমণ রুখতে যত দ্রুত সম্ভব আক্রান্তদের চিহ্নিত করাই লক্ষ্য। তাই জোর দেওয়া হচ্ছে করোনা পরীক্ষায়। গত ২৪ ঘণ্টায় মোট ৪০ হাজার ৮১৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত ২ কোটি ১৩ লক্ষ ৯১ হাজার ৮৭২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। আরও বেশি কোভিড টেস্ট করার পরামর্শ ICMR-এর। ইতিমধ্যেই প্রত্যেকটি রাজ্যের স্বাস্থ্যসচিবকে চিঠি পাঠানো হয়েছে। ভাইরাস মোকাবিলায় টিকাকরণ বাধ্যতামূলক। চলতি বছরের শেষদিনে ৪ লক্ষ ৯৪ হাজার ২৯৮ জন টিকা নিয়েছেন। তার মধ্যে ২৯ হাজার ৫৮৬ জন পেয়েছেন প্রথম ডোজ এবং বাকি ৪ লক্ষ ৬৪ হাজার ৭১২ জন পেয়েছেন টিকার দ্বিতীয় ডোজ।
করোনার নয়া স্ট্রেন ওমিক্রনের দাপটে ত্রস্ত গোটা দেশ। স্বাস্থ্যভবন সূত্রে খবর, বাংলায় নতুন কোনও ওমিক্রন আক্রান্তের খবর নেই। তিনজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। মোট আক্রান্ত এখনও ১৬। ভাইরাসের মোকাবিলায় কলকাতার ১৭টি পয়েন্টকে কনটেনমেন্ট (Containment Zone) করার ভাবনা কলকাতা পুরসভার। প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.