Advertisement
Advertisement

Breaking News

Coronavirus Update

Coronavirus Update: একধাক্কায় বেশ খানিকটা ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড গ্রাফ, বাড়ল উদ্বেগ

সংক্রমিতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ল মৃতের সংখ্যাও।

West Bengal reports 313 new covid cases in last 24 hours । Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:August 24, 2022 7:28 pm
  • Updated:August 24, 2022 7:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উদ্বেগ বাড়িয়ে ফের ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড গ্রাফ। গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল দৈনিক সংক্রমণ। বাড়ল মৃতের সংখ্যাও। স্বাভাবিকভাবে কোভিডের বাড়বাড়ন্তে চিন্তিত বঙ্গবাসী।

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩১৩ জন। যা মঙ্গলবারের তুলনায় বেশ কিছুটা বেশি। কারণ, ওইদিন বাংলার ২৭২ জনের শরীরে মিলেছিল ভাইরাসের হদিশ। এখনও পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২১ কোটি ৫ লক্ষ ৫৩৫ জন। সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাস প্রাণ কেড়েছে ৩ জনের। এখনও পর্যন্ত করোনার ছোবলে প্রাণ গিয়েছে ২১ হাজার ৪৪৯ জনের। মৃত্যুহার ১.০২ শতাংশ।

Advertisement

[আরও পড়ুন: ‘আবার বাড়ি!’, কেন অনুব্রতকে একথা বললেন আসানসোল সিবিআই আদালতের বিচারক?]

সংক্রমিত এবং মৃতের সংখ্যার ঊর্ধ্বমুখী গ্রাফ স্বাভাবিকভাবেই বাড়ছে উদ্বেগ। সুস্থতাও বুধবার তেমন সন্তোষজনক নয়। কারণ, এদিন করোনাকে হারিয়েছেন ৪০৭ জন। যা মঙ্গলবারের তুলনায় কিছুটা কম। এখনও পর্যন্ত রাজ্যে করোনা জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ৮০ হাজার ৭০৬। সুস্থতার হার ৯৮.৮২ শতাংশ।

২০২০ সালের প্রায় শুরু থেকে দেশজুড়ে করোনার দাপট লক্ষ্য করা যায়। সেই সময় টেস্টিংয়ের উপর বিশেষ জোর দেওয়া হয়েছিল। মাঝে করোনার বাড়বাড়ন্ত কমে অনেকটাই। তার ফলে টেস্টিংয়ের প্রবণতা কমেছিল খানিকটা। তবে ফের করোনা উপসর্গ দেখা দিলেই পরীক্ষার জোর দেওয়া হচ্ছে। বুধবার এ রাজ্যে মোট ১০ হাজার ১২৪টি নমুনা পরীক্ষা হয়েছে। যা মঙ্গলবারের তুলনায় সামান্য বেশি। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৬২ লক্ষ ২৬ হাজার ৬০৮টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ৩.০৯ শতাংশ। করোনা রুখতে

ভ্যাকসিনেশন বা টিকাকরণের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এদিন ১ লক্ষ ৯৯ হাজার ১৪৪ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রিকশন ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ২৮ লক্ষ ১৭ হাজার ৮৬টি। করোনা সতর্কতায় ফের জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারে দেওয়া হচ্ছে বিশেষ জোর।

[আরও পড়ুন: আসানসোল আদালতে যাওয়ার পথে শক্তিগড়ে প্রাতঃরাশ সারলেন অনুব্রত মণ্ডল, কী খেলেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement