সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যবাসীর জন্য সুখবর। গত ২৪ ঘণ্টায় আরও কমল দৈনিক করোনা সংক্রমণ। বাড়ল সুস্থতা। ধারা বজায় রেখে বুধবারও ভাইরাসের থাবায় এই রাজ্যে প্রাণ যায়নি কারও।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, বুধবার রাজ্যে ভাইরাস আক্রান্ত হয়েছেন ৩১ জন। যা মঙ্গলবারের তুলনায় কিছুটা কম। বর্তমানে বঙ্গে পজিটিভ কেস ২০ লক্ষ ১৮ হাজার ৪০৫। ধারা বজায় রেখে আজও করোনা এ রাজ্যের কারও প্রাণ কাড়েনি। তার ফলে ভাইরাসের থাবায় প্রাণহারার সংখ্যা অপরিবর্তিত। এখনও পর্যন্ত করোনা ভাইরাস মোট ২১ হাজার ২০২ জনের প্রাণ কেড়েছে। মৃত্যুহার ১.০৫ শতাংশ।
মঙ্গলবারের তুলনায় বুধবার সুস্থতা কিছুটা বেশি। এদিন ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩২ জন। এখনও পর্যন্ত মোট ১৯ লক্ষ ৯৬ হাজার ৭৯২ জন সুস্থ হয়েছেন। সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ।
২০২০ সালে মার্চ মাস থেকে করোনার থাবায় কার্যত জবুথবু হয়ে গিয়েছিল গোটা দেশ। ব্যতিক্রম নয় গোটা বাংলা। ভাইরাস সংক্রমণ রুখতে রাজ্যে নানা বিধিনিষেধ জারি হয়। সেই সময় থেকেই সামান্য উপসর্গ দেখা দিলেই নমুনা পরীক্ষার উপর জোর দেওয়া হয়। গত ২৪ ঘণ্টায় বাংলায় ৬ হাজার ১৯৯টি নমুনা পরীক্ষা হয়। এখনও পর্যন্ত ২ কোটি ৫০ লক্ষ ৮৫ হাজার ৩৬২টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ০.৫০ শতাংশ। টিকাকরণের উপরেও প্রথম থেকেই জোর দেওয়া হয়েছে। একদিনে ৭ হাজার ১৪৫ ডোজ ভ্যাকসিন জেওয়া হয়েছে। প্রিকশন ডোজ দেওয়া হয়েছে ২৫ লক্ষ ৪৯ হাজার ৬৪৭টি। সংক্রমণের ধারা নিম্নমুখী হলেও সতর্কতা অবলম্বনের বার্তা বিশেষজ্ঞদের। মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ তাঁদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.