Advertisement
Advertisement
West Bengal reports 26 new covid cases in last 24 hours

Coronavirus Update: ফের কমল কোভিড সংক্রমণ, বাংলায় একদিনে আক্রান্ত ২৬ জন

আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে কমল পজিটিভিটি রেট।

West Bengal reports 26 new covid cases in last 24 hours । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:April 21, 2022 7:16 pm
  • Updated:April 21, 2022 7:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিম্নমুখী রাজ্যের কোভিড (Covid 19) গ্রাফ। গত ২৪ ঘণ্টায় ফের কমল সংক্রমণ। বাংলায় একদিনে আক্রান্ত ২৬ জন। আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে কমল পজিটিভিটি রেটও। 

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ জন। যা বুধবারের তুলনায় সামান্য কম। বর্তমানে পজিটিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ১৭ হাজার ৯০০। ধারা অব্যাহত রেখে বৃহস্পতিবারও করোনায় মৃত্যুহীন বাংলা। এখনও পর্যন্ত করোনা ২১ হাজার ২০০ জনের প্রাণ কেড়েছে। বঙ্গে ভাইরাসের থাবায় মৃত্যুহার ১.০৫ শতাংশ।

Advertisement

[আরও পড়ুন: জন্মদিনের পার্টিতে ডেকে মাদক খাইয়ে কিশোরীকে ‘ধর্ষণ’, কোন্নগরে আটক ৪ নাবালক ‘বন্ধু’]

করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণাধীন। আক্রান্তের গ্রাফও বেশ নিম্নমুখী। তবে এই পরিস্থিতিতেও সাধারণ মানুষকে স্বস্তি জোগাচ্ছে সুস্থতা। করোনা ভাইরাসকে হারিয়ে একদিনে সুস্থ হয়েছেন ৩৯ জন। যদিও তা বুধবারের তুলনায় কিছুটা কম। এখনও পর্যন্ত ১৯ লক্ষ ৯৬ হাজার ৪৫৫ জন ভাইরাসকে জয় করেছেন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮.৯৪ শতাংশ।

গত ২০২০ সালের, মার্চ মাস থেকে করোনায় থাবায় কার্যত বিপর্যস্ত গোটা দেশ। করোনা সংক্রমণ রুখতে প্রথম থেকেই নমুনা পরীক্ষার উপরেই জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৯ হাজার ৫৭৮টি। এখনও পর্যন্ত মোট ২কোটি ৪৯ লক্ষ ৬৫ হাজার ৯৯৩টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ০.২৭ শতাংশ। একদিনে ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৯৪ হাজার ৩৭৯। প্রিকশন ডোজ দেওয়াও শুরু হয়ে গিয়েছে। এদিন ২২ লক্ষ ৮৭ হাজার ৮১৩টি প্রিকশন ডোজ নিয়েছেন। 

[আরও পড়ুন: যৌনতা নিয়ে ছুঁতমার্গ দূর করতে ‘সাহসী’ ব্যবসা, বাড়িতে সেক্স টয় পৌঁছে দেবেন দম্পতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement