Advertisement
Advertisement

Breaking News

West Bengal reports 2237 new covid cases in last 24 hours

Coronavirus Update: নামল রাজ্যের কোভিড গ্রাফ, দৈনিক সংক্রমণের নিরিখে উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা

গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ৭ জনের।

West Bengal reports 2237 new covid cases in last 24 hours । Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:July 22, 2022 6:31 pm
  • Updated:July 22, 2022 7:01 pm  

ক্ষীরোদ ভট্টাচার্য: নিম্নমুখী রাজ্যের কোভিড গ্রাফ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২২৩৭ জন। যা বৃহস্পতিবারের তুলনায় বেশ কিছুটা কম। দৈনিক সংক্রমণের নিরিখে যদিও উত্তর ২৪ পরগনাকে ছাপিয়ে গিয়েছে কলকাতা। তবে বাড়ল প্রাণহানি। একদিনে মারণ ভাইরাসের বলি ৭ জন। পজিটিভিটি রেট কিছুটা কমে দাঁড়াল ১৪.৭ শতাংশ।

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন মোট ২২৩৭ জন। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা। সেখানে আক্রান্ত ৪১৯ জন। ৩৯০ জন আক্রান্ত হওয়ায় দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। তৃতীয় বীরভূম। সেখানে ২৩৭ জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিশ। পশ্চিম বর্ধমানে সংক্রমণ দু’শো ছুঁইছুঁই। হুগলিতে আক্রান্ত হয়েছেন ১০০ জন। সংক্রমণ এদিন একশো পেরোয়নি মালদহ, পূর্ব বর্ধমান, জলপাইগুড়ি, দক্ষিণ ২৪ পরগনা জেলার। দার্জিলিং, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়ার সংক্রমণ ৮০ পেরোয়নি। ষাটেরও কম সংক্রমিতের হদিশ মিলেছে দক্ষিণ দিনাজপুর ও নদিয়ায়। হাওড়া, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, কোচবিহার, পূর্ব মেদিনীপুর, আলিপুরদুয়ার, বাঁকুড়ার সংক্রমণ এদিন চল্লিশ পেরোয়নি। আক্রান্তের নিরিখে একেবারেই তালিকার নিচের দিকে জায়গা করে নিয়েছে ঝাড়গ্রাম ও কালিম্পং। কারণ, সেখানে আক্রান্ত যথাক্রমে ৫ ও ৪ জন।

Advertisement

[আরও পড়ুন: দেহে সুতোটুকু নেই, ক্যামেরায় পোজ রণবীরের! বললেন ‘হাজার মানুষের সামনে নগ্ন হতে পারি’]

সংক্রমিত কিছুটা কমলেও উদ্বেগ বাড়াচ্ছে প্রাণহানি। শুক্রবার করোনায় প্রাণ হারিয়েছেন ৭ জন। যা বৃহস্পতিবারের তুলনায় কিছুটা কম। কারণ, ওইদিন আক্রান্ত হন ছ’জন। এখনও পর্যন্ত করোনা প্রাণ কেড়েছে মোট ২১ হাজার ৩০৭ জনের। মৃত্যুহার ১.০২ শতাংশ।

[আরও পড়ুন: SSC নিয়োগ দুর্নীতি মামলা: ইডি জেরার মাঝে অসুস্থ পার্থ, চিকিৎসার ব্যবস্থা করলেন তদন্তকারীরাই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement