ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন জানিয়েছিল, একদিনে রাজ্যে ৭১ হাজারেরও বেশি করোনা পরীক্ষা হয়েছে। যার জেরে একলাফে অনেকখানি বেড়ে যায় আক্রান্তের সংখ্যা। তবে গত ২৪ ঘণ্টায় ছবিটা সামান্য বদলালো। টেস্টিং তুলনামূলক কমতে নিম্নমুখী সংক্রমণ। তবে উদ্বেগজনক রাজ্যের পজিটিভিটি রেট। সেই সঙ্গে চিন্তা বাড়াচ্ছে হাজারের গণ্ডি পেরনো কলকাতা-সহ পাঁচ জেলার কোভিড গ্রাফ।
সোমবার স্বাস্থ্যদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ২৮৬ জন। গতকাল যে সংখ্যাটা ২৪ হাজার ছাড়িয়েছিল। এর মধ্যে শুধু কলকাতাতেই সংক্রমিত ৫,৫৬৬ জন। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে আক্রান্ত ৪,২৯৭ জন। আরও তিন জেলায় হাজারের গণ্ডি পেরিয়েছে দৈনিক সংক্রমণ। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, এবং পশ্চিম বর্ধমানে একদিনে সংক্রমিত যথাক্রমে ১,২৫৫, ১,৬২৫ এবং ১০০৮ জন। ফলে রাজ্যে মোট সংক্রমণ বেড়ে হল ১৭ লক্ষ ৭৪ হাজার ৩৩২। একলাফে পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ৩৭.৩২ শতাংশ।
এদিকে বাংলায় একদিনে করোনায় প্রাণ হারালেন ১৬ জন। যার মধ্যে শহর কলকাতায় মৃত ৪। রাজ্যে মোট মৃতের সংখ্যা ১৯ হাজার ৯১৭ জন। তবে মারণ ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জয়ীও হচ্ছেন বহু মানুষ। স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮,১৮৭ জন। এখনও পর্যন্ত করোনামুক্ত বাংলার ১৬,৬৫,২২১ জন। সুস্থতার হার ৯৩.৮৫ শতাংশ।
করোনা রোগী চিহ্নিত করতে চলছে টেস্টিংও। তবে চিকিৎসকদের অনেকেই করোনা আক্রান্ত হওয়ায় দেখা দিয়েছে সমস্যা। পরীক্ষার পাঁচদিন পরও অনেক ক্ষেত্রে মিলছে না রিপোর্ট। এমন পরিস্থিতিতে হাতিয়ার টিকাকরণ। আজ থেকে দেশজুড়ে শুরু হয়েছে বুস্টার ডোজের প্রক্রিয়া। স্বাস্থ্যকর্মী, প্রথম সারির করোনা যোদ্ধাদের পাশাপাশি কো-মর্বিডিটি রয়েছে, এমন ষাটোর্ধ্ব ব্যক্তিরাও পাচ্ছেন বুস্টার ডোজ। বাংলাতেও আজ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে বুস্টার ডোজ (Booster Dose) নেওয়ার লাইন পড়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.