ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েক দিনে রাজ্যের ঊর্ধ্বমুখী সুস্থতার হার আশার আলো দেখালেও মারণ ভাইরাস কেড়েই চলেছে রাজ্যবাসীর প্রাণ। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান বলছে, রবিবারের মতো সোমবারও অতিমারীতে মৃত্যু হয়েছে ১৪৭ জনের। তবে ২৪ ঘণ্টায় বাংলায় সংক্রমিতের সংখ্যা সামান্য কম। যদিও রবিবারের তুলনায় বেশ খানিকটা কম করোনার স্যাম্পেল টেস্টও।
এদিন রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার কবলে পড়েছেন ১৯,০০৩ জন। এর মধ্যে শহর কলকাতায় একদিনে আক্রান্ত ৩,৮৯৯ জন। সংক্রমণের নিরিখে এদিন ফের তিলোত্তমাকে ছাপিয়ে গেল উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে ৪,২২০ জনের শরীরে মারণ ভাইরাসের হদিশ মিলেছে। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে সংক্রমিতের সংখ্যা ১,২৬৯। হাওড়া ও হুগলিতে একদিনে আক্রান্ত যথাক্রমে ১,২৭১ ও ১,০৮৬ জন। উল্লেখযোগ্যভাবে দৈনিক সংক্রমণ বাড়ছে নদিয়ায়। একদিনে এই জেলায় আক্রান্ত ১,০৪৭ জন। রাজ্যের অন্যতম আকর্ষণীয় পর্যটনস্থল দার্জিলিংয়েও কমছে না সংক্রমণ। ২৪ ঘণ্টায় ৭২৮ জন করোনা পজিটিভ সেখানে। ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১১ লক্ষ ৫২ হাজার ৪৩৩ জন। একদিনে ভাইরাসের বলি ১৪৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে ১৩ হাজার ৪৩১ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯-এ।
দেশের অন্যান্য রাজ্যের মতো বাংলাতেও বেশ কয়েকদিন ধরে বেড়েই চলেছিল অ্যাকটিভ কেসের সংখ্যা। কিন্তু কড়া বাধানিষেধ জারি হওয়ার পর ধীরে ধীরে কমছে সংক্রমণ। বর্তমানে করোনায় চিকিৎসাধীন ১ লক্ষ ৩১ হাজার ৫৬০। তবে করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ে আশার আলো দেখাচ্ছেন কোভিড জয়ীরাই। গত ২৪ ঘণ্টাতেই যেমন সুস্থ হয়ে উঠেছেন ১৯,১০১ জন। এ নিয়ে মোট ১০ লক্ষ ৭ হাজার ৪৪২ জন করোনাজয়ী। বর্তমানে সুস্থতার হার ৮৭.৪২ শতাংশ। দেশজুড়ে টিকাকরণের পাশাপাশি চলছে টেস্টিংও। ব্যতিক্রম নয় বাংলাও। রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৬০ হাজার ১৬ জনের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.