Advertisement
Advertisement

Breaking News

West Bengal reports 107 new covid cases

Coronavirus Update: ফের চোখ রাঙাচ্ছে করোনা, রাজ্যের দৈনিক সংক্রমণ পেরল একশোর গণ্ডি

গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারাননি কেউ।

West Bengal reports 107 new covid cases in last 24 hours । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:June 10, 2022 8:09 pm
  • Updated:June 10, 2022 8:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে ফের হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ১০০ পেরল আক্রান্তের সংখ্যা। যদিও শুক্রবারেও করোনা প্রাণ কাড়তে পারেনি কারও। তবে স্বস্তি একটাই বৃহস্পতিবারের তুলনায় বাড়ল সুস্থতা।

রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা বাসা বেঁধেছে ১০৭ জনের শরীরে। তার ফলে পজিটিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ২০ হাজার ৩৪। তবে ধারাবাহিকতা বজায় রেখে এদিনও করোনায় মৃত্যুহীন বাংলা। এখনও পর্যন্ত ভাইরাসের থাবায় প্রাণ হারিয়েছেন ২১ হাজার ২০৫ জন। মৃত্যুহার ১.০৫ শতাংশ। তবে গত ২৪ ঘণ্টায় সুস্থতা বাড়ল কিছুটা। একদিনে ৪৯ জন ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন। তার ফলে করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লক্ষ ৯৮ হাজার ২৫৪ জন। কোভিডজয়ীর হার ৯৮.২৯ শতাংশ।

Advertisement

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া না দিয়ে ফের রেল-রাস্তা অবরোধ হাওড়ায়, কড়া পদক্ষেপের পথে প্রশাসন]

২০২০ সালের মার্চ থেকে করোনার থাবায় প্রায় জবুথবু গোটা বিশ্ব। সেই সময় থেকে নমুনা পরীক্ষায় বিশেষ জোর দেন বিশেষজ্ঞরা। তবে করোনার প্রকোপ কিছুটা কমার ফলে নমুনা পরীক্ষায় উদাসীনতা বাড়ে। শুক্রবার রাজ্যে ৭ হাজার ৬৮৯টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৫৩ লক্ষ ৮৯ হাজার ১৫৯টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ১.৩৯ শতাংশ। করোনা মোকাবিলায় টিকাকরণ অত্যন্ত জরুরি। শুক্রবার সারাদিনে ৩৫ হাজার ৬৬২ ডোজ টিকা দেওয়া হয়েছে। প্রিকশন ডোজ দেওয়া হয়েছে ৩০ লক্ষ ৭৯ হাজার ১৭১টি।

গোটা দেশজুড়ে ফের চোখরাঙাচ্ছে করোনা। হু হু করে বাড়ছে সংক্রমণ। এই পরিস্থিতিতে সামান্য উদাসীনতাই ফের বড়সড় বিপদ ডেকে আনতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাই উপযুক্ত কোভিডবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। সংক্রমণ এড়াতে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ তাঁদের।

[আরও পড়ুন: সস্তায় বিমানের টিকিট কাটতে চান? শিখে নিন ৬টি কৌশল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement