Advertisement
Advertisement

Breaking News

corona cases

Coronavirus: গত ২৪ ঘণ্টায় রাজ্যে বাড়ল করোনার পজিটিভিটি রেট, স্বস্তি দিচ্ছে সুস্থতার হার

গত বেশ কয়েকদিন ধরে করোনায় মৃত্যুহীন বাংলা।

West Bengal registers 28 new corona cases in last 24 hours | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:April 17, 2022 8:16 pm
  • Updated:April 17, 2022 8:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমাগত কড়া বিধিনিষেধের জেরে আপাতত নিয়ন্ত্রণে রাজ্যের করোনা সংক্রমণ। দু’বছর পর বাংলায় সব করোনাবিধি উঠে গেলেও অবশ্য মাস্ক ও শারীরিক দূরত্ব বজায় রাখার কথা মাথায় রাখতে হবে বলেই জানিয়েছে প্রশাসন। কারণ ইতিমধ্যেই দেশে হানা দিয়েছে ওমিক্রনের নয়া ভ্যারিয়েন্ট XE। তার উপর দিল্লিতে নতুন করে বেড়েছে সংক্রমণ। তবে শনিবারের তুলনায় রবিবারের বুলেটিনে এ রাজ্যে পজিটিভিটি হার বাড়লেও তা বিশেষ উদ্বেগজনক নয়।

রবিবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২৮ জন। করোনার দৈনিক পজিটিভিটি রেট গতকালের তুলনায় বেড়ে ০.৩৪ শতাংশ। রাজ্যে এখনও পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন ২০ লক্ষ ১৭ হাজার ৮০৬ জন। তবে তার মধ্যে প্রায় ৯৯ শতাংশই করোনা মুক্ত হয়ে গিয়েছেন। বুলেটিন বলছে, একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ৪৫ জন। এখনও পর্যন্ত বাংলার ১৯ লক্ষ ৯৬ হাজার ২৯৫ জন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ। হোম আইসোলেশনে রয়েছেন ২৮৬ জন। হাসপাতালে ভরতি ২৫ জন করোনা আক্রান্ত।

Advertisement

[আরও পড়ুন: সন্তান-সহ লিভ-ইন সঙ্গীকে পুড়িয়ে খুন! মহেশতলায় অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য]

বেশ কয়েকদিন ধরে করোনায় মৃত্যুহীন বাংলা। গত ২৪ ঘণ্টায় যেমন রাজ্যে করোনায় কেউ প্রাণ হারাননি। এখনও পর্যন্ত এ রাজ্যে মারণ ভাইরাসের বলি ২১ হাজার ২০০ জন। ফলে ধীরে ধীরে আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছেন রাজ্যবাসী।

তবে কোভিডবিধি উঠে গেলেও সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষা চলছেই। একদিনে ৮ হাজার ১৭৫ টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৪৯ লক্ষ ৩১ হাজার ৮৩১টি নমুনা পরীক্ষা হয়েছে। টেস্টিংয়ের পাশাপাশি টিকাকরণও চলছে জোরকদমে। গত ২৪ ঘণ্টায় করোনার টিকা নিয়েছেন ৪১ হাজার ৩৭৫ জন।

[আরও পড়ুন: দিল্লিতে হনুমান জয়ন্তীর শোভাযাত্রায় সংঘর্ষ ‘আন্তর্জাতিক ষড়যন্ত্র’, দাবি বিজেপি বিধায়কের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement