Advertisement
Advertisement
West Bengal records 708 fresh covid cases

Coronavirus Update: উৎসবের আগে স্বস্তি, গত ২৪ ঘণ্টায় রাজ্যে সামান্য কমল করোনা আক্রান্তের সংখ্যা

পজিটিভিটি রেট ১.৭৯ শতাংশ।

West Bengal records 708 fresh covid cases in last 24 hours । Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:October 1, 2021 7:31 pm
  • Updated:October 1, 2021 8:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মুখে সামান্য স্বস্তি। রাজ্যে ফের সামান্য কমল করোনা (Coronavirus) সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় কিছুটা হলেও কমল সংক্রমিতের সংখ্যা। পজিটিভিটি রেট ১.৭৯ শতাংশ।

রাজ্য স্বাস্থ্যদপ্তরের দৈনিক বুলেটিন অনুযায়ী, শুক্রবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭০৮ জন। বৃহস্পতিবার সেই সংখ্যাটা ছিল ৭৪৯। সংক্রমণের নিরিখে জেলাগুলির মধ্যে শীর্ষে রয়েছে কলকাতা। তিলোত্তমায় মোট ১৪৬ জন বাসিন্দার শরীরে একদিনে করোনা ভাইরাস থাবা বসিয়েছে। তারপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে দৈনিক আক্রান্ত ১১৬ জন। তার ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৬৯ হাজার ৭৭৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৩ জনের। এখনও পর্যন্ত মোট ১৮ হাজার ৮০৬ জন করোনা আক্রান্তের প্রাণহানি হয়েছে। বর্তমানে রাজ্যে অ্যাকটিভ কেস ৭ হাজার ৫৭১। পজিটিভিটি রেট ১.৭৯ শতাংশ।

Advertisement

[আরও পড়ুন: শাপলা তোলার নেশাই কাল, পুকুরে ডুবে মৃত্যু ৩ শিশুর]

করোনা সংক্রমণ কাদের হয়েছে, তা একমাত্র পরীক্ষার মাধ্যমেই জানা সম্ভব। তাই উপসর্গ দেখামাত্রই পরীক্ষা করানোর কথাই বলেন বিশেষজ্ঞরা। গত ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ৬৬১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে ১ কোটি ৮১ লক্ষ ৮৫ হাজার ৩২২টি নমুনা পরীক্ষা হয়েছে। করোনা ভাইরাসকে হারাতে টিকাকরণই ব্রহ্মাস্ত্র। মোট ৪ লক্ষ ৯৭ হাজার ৬৯৬ জন। তার মধ্যে ৩ লক্ষ ৫৭ হাজার ৩১৮ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লক্ষ ৪০ হাজার ৩৭৮ জনের।

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা কিছুটা হলেও সামাল দেওয়া কিছুটা সম্ভব হয়েছে। এবার আশঙ্কা তৃতীয় ঢেউয়ের। এদিকে, এগিয়ে আসছে উৎসবের মরশুম। তার আগে সামান্য অসাবধানতার ফলে বড়সড় বিপদ হতে পারে বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের। এই পরিস্থিতিতে করোনার কথা ভুলে উৎসবের আনন্দে গা ভাসানো উচিত হবে না বলেই মত তাঁদের। তাই মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারে আরও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। অবশ্যই মেনে চলতে হবে শারীরিক দূরত্ববিধিও।  

[আরও পড়ুন: Durga Puja 2021: হাই কোর্টের পুরনো নির্দেশই বহাল, এবারও পুজোমণ্ডপে দর্শকদের নো এন্ট্রি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement