Advertisement
Advertisement
West Bengal records 278 new covid cases in last 24 hours

Coronavirus Update: অব্যাহত ধারা, গত ২৪ ঘণ্টায় আরও নিম্নমুখী রাজ্যের কোভিড গ্রাফ

সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা।

West Bengal records 278 new covid cases in last 24 hours । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:February 20, 2022 6:11 pm
  • Updated:February 20, 2022 9:28 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও নিম্নমুখী রাজ্যের কোভিড (Covid 19) গ্রাফ। গত ২৪ ঘণ্টায় কমল সংক্রমণ। তবে সামান্য বাড়ল মৃতের সংখ্যা এবং পজিটিভিটি রেট।

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৭৮ জন। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে ৪৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৪০ জন আক্রান্ত হওয়ায় দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। এখনও পর্যন্ত বাংলায় মোট ২০ লক্ষ ১৩ হাজার ৩৫৩ জন ভাইরাস আক্রান্ত হয়েছেন। অ্যাকটিভ কেস (Active Case) ৫ হাজার ৫৪০।

Advertisement

[আরও পড়ুন: দীর্ঘদিনের লড়াইয়ে হার, প্রয়াত রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে, টুইটে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর]

গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়েছে খানিকটা। একদিনে মোট ১৩ জন প্রাণ হারিয়েছেন। মৃত্যুর নিরিখে শীর্ষে কলকাতা। রবিবার মৃত্যু হয়েছে ৭ জনের। করোনায় এখনও পর্যন্ত মোট ২১ হাজার ১৩২ জনের প্রাণ গিয়েছে। দৈনিক সুস্থতাও বেড়েছে কিছুটা। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৭৩ জন ভাইরাসকে হারিয়েছেন। তার ফলে করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৮৬ হাজার ৬৮১ জন। সুস্থতার হার ৯৮.৬৮ শতাংশ।

করোনা সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষা এবং টিকাকরণের (Vaccination) উপর জোর দেওয়া হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৭৩৫টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত ২ কোটি ৩৯ লক্ষ ৯৪ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ০.৯০ শতাংশ। একদিনে ২ লক্ষ ৪৯ হাজার ৫০৫ জন টিকা নিয়েছেন। প্রথম ডোজ নিয়েছেন ১৮ হাজার ৭৩৯ জন এবং বাকি ২ লক্ষ ১৫ হাজার ৮৫১ জন দ্বিতীয় ডোজ। তবে লাগামহীন জীবনযাপন বিপদ ডেকে আনতে পারে বলেই মত বিশেষজ্ঞদের। তাই এখনও রাজ্যে জারি কোভিডবিধি। মাস্ক (Mask) এবং স্যানিটাইজার (Sanitizer) ব্যবহারেরও পরামর্শ অভিজ্ঞদের।  

[আরও পড়ুন: Coronavirus: দেশের দৈনিক করোনা আক্রান্ত ২০ হাজারেরও নিচে, চিন্তা মৃতের সংখ্যা নিয়ে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement