ক্ষীরোদ ভট্টাচার্য: রাজ্য পুলিশের সাহায্যে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে চলেছে নেপাল সশস্ত্র পুলিশ বাহিনী৷ নেপাল সিভিল ও সশস্ত্র পুলিশের পক্ষ থেকে এমনই আবেদন এসেছে রাজ্য স্বরাষ্ট্র দফতরে৷ নেপাল পুলিশ বাহিনী চাইছে, দেশের বিমানবন্দরের নিরাপত্তা, বিপর্যয় মোকাবিলা বা বম্ব ও আইইডি নিষ্ক্রিয় করার পাশাপাশি, কমান্ডো প্রশিক্ষণ ও মাদক পাচার নিযন্ত্রণ করতে পুলিশবাহিনীকে প্রশিক্ষিত করুক পশ্চিমবঙ্গ পুলিশ৷
গত মাসের ১৯ তারিখ রাজ্য স্বরাষ্ট্র দফতরে এমনই বার্তা এসেছে নেপাল পুলিশের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে৷ নবান্ন সূত্রে খবর, প্রতিবেশী রাষ্ট্রের পুলিশ বাহিনীর এই আবেদনে সাড়া দিয়ে বারাকপুর পুলিশ ট্রেনিং স্কুলে আগামী ডিসেম্বর মাস থেকেই প্রশিক্ষণ শুরু হবে৷ চলবে আগামী বছরের জুন-জুলাই মাস পর্যন্ত৷
এবার দেখা যাক কোন কোন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে? প্রতিবেশী রাষ্ট্রের সশস্ত্র পুলিশ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, কাউণ্টার ইনসারজেন্সি, পাহাড়ে চড়া বা সাইবার ক্রাইম বিষয়ে যেমন প্রশিক্ষণ দেওয়া হবে তেমনই ফরেনসিক সায়েন্স, ডিএনএ বিশ্লেষণ নিয়েও বিশেষভাবে প্রশিক্ষিত করে তোলা হবে নেপালের সশস্ত্র ও সিভিল পুলিশবাহিনীকে৷ নেপালকে কেন্দ্র করেই উত্তরবঙ্গ ও অন্যান্য জায়গায় মাদক পাচারের জাল বিস্তার চলছে৷ এই প্রেক্ষিতে প্রতিবেশী রাষ্ট্রের পুলিশের পক্ষ থেকে এমন আবেদন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷ রাজ্য স্বরাষ্ট্র দফতর সূত্রে খবর, ভিআইপি নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ ও বিমানবন্দরের নিরাপত্তার জন্য অন্তত একমাসের প্রশিক্ষণ দেওয়া হবে এসপি পদমর্যাদার আধিকারিকদের৷
এছাড়াও ‘কাউণ্টার ইনসারজেন্সি’র ক্ষেত্রে ইন্সপেক্টর ও ওসি পদমর্যাদার পুলিশকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে৷ একইরকমভাবে ফরেনসিক সায়েন্সে প্রশিক্ষিত করে তোলার জন্য পদস্থ আধিকারিকদের প্রশিক্ষণও দেওয়া হবে৷ এমনকী চরমপন্থীদের মোকাবিলা করার জন্যও প্রশিক্ষণ দেওয়া হবে৷ প্রসঙ্গত, কোথাও কোনও বিস্ফোরক রয়েছে কি না তা খুঁজে বার করতে রাজ্য পুলিশ কুকুরদের বিশেষভাবে প্রশিক্ষিত করে তোলা হয়েছে৷ রাজ্যের বিভিন্ন জায়গায় বিস্ফোরক খুঁজে বার করতে পুলিশ কুকুরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ তাই নেপাল সরকারও চাইছে পুলিশ কুকুরদেরও প্রশিক্ষণ দেওয়া হোক৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.