Advertisement
Advertisement

Breaking News

বিরোধীদের হাতে থাকা আরও একটি পঞ্চায়েত দখল তৃণমূলের

বাম-বিজেপির ঘরে ভাঙন।

west bengal panchayat polls tmc unified in nadia to counter opposition
Published by: Kumaresh Halder
  • Posted:November 11, 2018 8:54 pm
  • Updated:November 11, 2018 8:54 pm  

নিজস্ব সংবাদদাতা, তেহট্ট: বিরোধীদের দখলে থাকা আরও একটি পঞ্চায়েত ছিনিয়ে নিল তৃণমূল৷ বাম-বিজেপির ঘরে ভাঙন ধরিয়ে ঘাসফুলের পতাকা উঠল মাটিয়ারি পঞ্চায়েতে৷ রবিবার ছুটির দিনে সিপিএমের প্রধান, উপ-প্রধান, বিজেপির এক সদস্য-সহ ছ’জন নাম লেখালেন তৃণমূলে৷ কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে কালীগঞ্জ ব্লকের ১১ আসন বিশিষ্ট মাটিয়ারি পঞ্চায়েতের একজন বিজেপি ও পাঁচজন সিপিএমের সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন৷ এদিন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে এই ছয় পঞ্চায়েত সদস্যের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়৷

[চলন্ত ট্রেন থেকে পড়ে গেলেন যাত্রী, রেলের তৎপরতায় রক্ষা]

Advertisement

এদিনের এই দলবদল প্রসঙ্গে মাটিয়ারি পঞ্চায়েতের প্রধান শ্রাবণী বর্মণ বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় কাজে উৎসাহিত হয়ে ও উন্নয়নের কাজ করতে তৃণমূলে যোগদান করলাম।’’ একই কথা জানান উপ-প্রধান সিদ্দিকা বেগম, বিজেপির সদস্য নয়নমণি সরকার-সহ যোগদান করা পাঁচ সদস্য।

[গৃহবধূর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা তমলুকে, খুনের অভিযোগ পরিবারের]

স্থানীয় ও প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ১১ আসন বিশিষ্ট মাটিয়ারি পঞ্চায়েতের তৃণমূলের দখলে ছিল তিনটি, বিজেপির দু’টি, নির্দল একটি ও সিপিএমের দখলে ছিল পাঁচটি আসন৷ এদিন সিপিএমের পাঁচজন, বিজেপির একজন সদস্য যোগদান করায় মোট ন’জন সদস্য নিয়ে সংখ্যাগরিষ্ঠ হল তৃণমূল৷ পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ৩৪ শতাংশ আসনে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে তৃণমূল৷ ফলাফল প্রকাশের পর দেখা যায়, নদিয়ায় ১৮৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৭৩টি তৃণমূলের দখলে যায়৷ বামফ্রন্টের দখলে যায় ৫০টি৷ কংগ্রেসের ১৪টি ও অন্যান্যরা ৫০টি দখল নেয়৷ কিন্তু, পরবর্তী সময়ে দলভাঙনের জেরে প্রায় ৯০ শতাংশ গ্রাম পঞ্চায়েত চলে যায় তৃণমূলের দখলে৷

[উর্দি পরে রাস্তায় গড়াগড়ি মদ্যপ পুলিশ কর্মীর, বিতর্ক বালুরঘাটে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement