Advertisement
Advertisement

Breaking News

মনোনয়ন পেশকে ঘিরে অগ্নিগর্ভ কাটোয়া, দাঁইহাটে তৃণমূল-বিজেপির খণ্ডযুদ্ধ

কাটোয়া ২ নম্বর ব্লকে আপাতত বন্ধ মনোনয়ন পেশ।

West Bengal panchayat polls: TMC-BJP clash in Katwa
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 5, 2018 5:43 pm
  • Updated:June 22, 2019 12:57 pm  

ধীমান রায়, কাটোয়া: পঞ্চায়েতে মনোনয়ন পেশকে ঘিরে অগ্রিগর্ভ বর্ধমানের কাটোয়া। তৃণমূল ও বিজেপির তুমুল সংঘর্ষ। চলল গুলিও। বৃহস্পতিবার সকালে দাইঁহাটে কাটোয়া নম্বর ব্লক অফিসে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন বিজেপি প্রার্থীরা। অভিযোগ, তাঁদের বাধা দেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। এই নিয়ে দু’পক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ বেধে যায়। কোনওমতে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। কাটোয়া ২ নম্বর ব্লকের বিডিও আপাতত মনোনয়ন জমা নেওয়া হচ্ছে না। বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) রাজনারায়ণ মুখোপাধ্যায় জানিয়েছেন, এলাকার শান্তি-শৃঙ্খলা ফেরাতে সবদলের প্রতিনিধিদেরই বৈঠকে ডাকা হবে।

[মনোনয়নের চতুর্থদিনে ধুন্ধুমার নলহাটিতে, বিডিও অফিসের সামনে বোমাবাজি]

Advertisement

পঞ্চায়েত ভোটের মনোনয়নকে ঘিরে রাজ্যে জুড়ে অশান্তি আবহ। কাঠগড়ায় শাসকদল। অভিযোগ, উত্তর থেকে দক্ষিণ, কোথাও বিরোধীদের মনোনয়ন পেশ করতে দিচ্ছেন না শাসকদলের কর্মীরা। বিরোধী দলের প্রার্থীদের রীতিমতো মারধর করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে কাটোয়া দাঁইহাটে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে বলে অভিযোগ। তবে এক্ষেত্রে বিজেপি কর্মীরা পালটা মারের নীতিতে নেওয়া পরিস্থিতি আরও ঘোরাল হয়ে ওঠে। কাটোয়া ২ নম্বর ব্লক অফিসে সামনে বিজেপি ও তৃণমূলের সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ বেধে যায়। চলে গুলিও। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে, যে আপাতত কাটোয়া নম্বর ব্লকে মনোনয়ন জমা নেওয়া কাজ বন্ধ রাখা হয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা ফেরাতে সর্বদল বৈঠক ডাকা সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। অনেকের হাতেই লাঠি ছিল। বিজেপি প্রার্থী দাবি, বিডিও অফিসের সামনে তাঁদের পথ আটকান তৃণমূল কর্মী সমর্থকরা। এই নিয়ে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে। দু’দলের সমর্থকের মধ্যে সংঘর্ষও হয়। কিন্তু, সংখ্যায় কম থাকায় তখনকার মতো রণে ভঙ্গ দেন বিজেপি কর্মীরা। এই ঘটনার কিছুক্ষণ পর বেশ কয়েকটি গাড়িতে ফের কাটোয়া নম্বর ব্লকে বিডিও-র দপ্তরের উদ্দেশ্যে রওনা দেন প্রায় শ’খানেক বিজেপি কর্মীদের। দাঁইহাট মোড়ের কাছে বিজেপি সমর্থকদের আটকায় পুলিশ। অল্প দূরেই দাঁড়িয়েছিলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। অভিযোগ, পুলিশের কাছে বাধা পেয়ে শাসকদলের কর্মীদের লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে দেন পদ্মশিবিরে কর্মী-সমর্থকরা। চলে গুলিও। কোনওমতে পরিস্থিতি সামলা দিতে গিয়ে কার্যত হিমশিম খায় পুলিশ। পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) রাজনারায়ণ মুখোপাধ্যায় জানিয়েছেন, আপাতত কাটোয়া ২ নম্বর ব্লক অফিসের মনোনয়ন জমা নেওয়ার কাজ বন্ধ রাখা হয়েছে। সর্বদল বৈঠক ডাকা হবে।

[সংবিধান বিপন্ন হলে আমরা রাজ্যপালের কাছেই যাব: মুকুল রায়]

বিজেপির পূর্ব বর্ধমান জেলা সভাপতি (গ্রামীণ) কৃষ্ণ ঘোষ জানিয়েছেন, মনোনয়ন পেশ করতে গেলে, মারধর করে বিজেপি প্রার্থীদের কাগজপত্র কেড়ে নিয়েছেন তৃণমূল কর্মীরা। গুলি চলেছে। দুজন মহিলা প্রার্থী-সহ বিজেপির ৭ জন আহত হয়েছেন। অন্যদিকে দাঁইহাটের ঘটনায় দায় বিজেপির ঘাড়েই চাপিয়েছেন কাটোয়ার তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ। অন্যদিকে কাটোয়া এক নম্বর ব্লকেও সিপিএম প্রার্থীদের মনোনয়ন পেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

ছবি: জয়ন্ত দাস

[উন্নয়নকে যাঁরা স্তব্ধ করতে চাইছে মানুষ তাঁদের জব্দ করবে, হুঁশিয়ারি পার্থর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement