Advertisement
Advertisement

মুর্শিদাবাদে ফের আক্রান্ত কংগ্রেস, হাসপাতালে বিধায়ক আবু তাহের খানের উপর হামলা

বিধায়কের নিরাপত্তারক্ষী শূন্যে গুলি চালিয়েছেন বলে অভিযোগ।

West Bengal panchayat polls: Congress MLA attacked in Murshidabad
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 12, 2018 4:46 pm
  • Updated:January 10, 2019 4:23 pm  

কল্যাণ চন্দ, মুর্শিদাবাদ: ফিরোজা বেগমের পর এবার আবু তাহের খান। মুর্শিদাবাদে ফের আক্রান্ত কংগ্রেস বিধায়ক। নওদার আক্রান্ত বিধায়ক মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতিও বটে। বৃহস্পতিবার দুপুরে নওদা আমতলা গ্রামীণ হাসপাতালে শাসকদলের কর্মীরা বিধায়কের উপর হামলা চালিয়েছেন অভিযোগ। হাসপাতালে চত্বরে সংঘর্ষে জড়িয়ে পড়েন কংগ্রেস ও তৃণমূল সমর্থকরা। সূত্রের খবর, পরিস্থিতি বেগতিক বুঝে কংগ্রেস বিধায়কের দেহরক্ষী শূন্যে গুলিও চালান। ঘটনার প্রতিবাদে মুর্শিদাবাদের নওদায় আমতলা রাজ্য সড়ক অবরোধ করেন কংগ্রেসের কর্মী-সমর্থকরা। এদিকে আবার বিধায়কের বিরুদ্ধেই দলের কর্মীদের উপর হামলা ও গুলি চালানোর পালটা অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।

[গাড়ি থেকে নামিয়ে মার বিধায়িকা ফিরোজা বেগমকে, প্রতিবাদে পথ অবরোধ কংগ্রেসের]

Advertisement

পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে জুড়ে অশান্তির আবহ। প্রায় সর্বত্রই বিরোধীদের উপর হামলা ও মনোনয়নপেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। পরিস্থিতি এমনই, যে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত রাজ্যে পঞ্চায়েত ভোট প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাই কোর্ট। জানা গিয়েছে, দিন কয়েক মুর্শিদাবাদের নওদায় আক্রান্ত হন স্থানীয় পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী হাবিব শেখ। আমতলা গ্রামীণ হাসপাতালে ভরতি তিনি। বৃহস্পতিবার দুপুরে তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন নওদার বিধায়ক ও মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সভাপতি আবু তাহের খান। বিধায়কের অভিযোগ, হাসপাতালে তাঁর উপর হামলা চালান শাসকদলের কর্মী-সমর্থকরা। লাঠি দিয়ে মারধর করা হয়। তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে নওদার আমতলা গ্রামীণ হাসপাতালে। হাসপাতাল চত্বরেই সংঘর্ষে জড়িয়ে পড়েন কংগ্রেস ও তৃণমূল সমর্থকরা। সূত্রের খবর, বিধায়ককে বাঁচাতে শূন্যে গুলিও চালান তাঁর দেহরক্ষী। আর তাতেই পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। শেষপর্যন্ত, বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে কংগ্রেস বিধায়ককে উদ্ধার করে। এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। আমতলা গ্রামীণ হাসপাতালে বসেছে পুলিশ পিকেট। এদিকে, বিধায়ক উপর হামলার প্রতিবাদে নওদার আমতলার রাধানগরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় কংগ্রেস সমর্থকরা। কংগ্রেস বিধায়ক আবু তাহের খানের উপর হামলার অভিযোগ অবশ্য অস্বীকার করেছে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। তাঁদের পালটা অভিযোগ, বৃহস্পতিবার সকালে বিধায়কের বাড়ির পাশে ঝামেলা হয়েছিল। সেই ঝামেলার সূত্র ধরে গন্ডগোল পাকানোর চেষ্টা করেছিলেন আবু তাহের খানই। তাঁর নিরাপত্তারক্ষীর ছোড়া গুলিতে আহত হয়েছেন শাসকদলের বেশ কয়েকজন কর্মী।

[বিজেপি প্রার্থীকে টাকার টোপ দিয়ে মনোনয়ন তুলে নেওয়ার হুমকি]

মঙ্গলবার মুর্শিদাবাদের রানিনগরে আক্রান্ত হয়েছিলেন কংগ্রেস বিধায়ক ফিরোজা বেগম। সকালে মনোনয়ন জমা দিতে গিয়ে আক্রান্ত হন কংগ্রেস প্রার্থী-সহ বেশ কয়েজন কর্মী-সমর্থক। খবর পেয়ে ঘটনাস্থলের দিকে যাচ্ছিলেন রানিনগরের বিধায়ক। অভিযোগ, মাঝপথে ফিরোজা বেগমের গাড়ি আটকান শাসকদলের কর্মী-সমর্থকরা। গাড়ি থেকে নামিয়ে বিরোধী দলের এই মহিলা বিধায়ককে মারধর করা হয়। তাঁর গাড়িতেও ভাঙচুর চলে।

[উন্নয়নের ফিরিস্তি নিয়ে পঞ্চায়েতে তৃণমূলের প্রচারসঙ্গী ক্লাবও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement