Advertisement
Advertisement

Breaking News

বিজেপি কার্যালয় থেকে উদ্ধার ১৭টি তাজা বোমা, গ্রেপ্তার যুব মোর্চা নেতা-সহ ২৫

নলহাটিতে মিছিল করা নিয়ে বিজেপি-পুলিশ খণ্ডযুদ্ধ।

West Bengal panchayat polls: Bombs found in BJP’s Nalhati office, 25 held
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 6, 2018 6:45 pm
  • Updated:June 13, 2019 3:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত ভোটের মনোনয়নকে ঘিরে তুমুল অশান্তি ছড়িয়েছে রাজ্যে। শাসকদলের বিরুদ্ধে মনোনয়ন পেশে বাঁধা দেওয়া ও সন্ত্রাসের অভিযোগ তুলেছে বিরোধীরা। কিন্তু, ঘটনা হল, বীরভূমের নলহাটি বিজেপির দলীয় কার্যালয় থেকেই ১৭টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। মিলেছে বেশ কয়েকটি লাঠি। গ্রেপ্তার বিজেপি যুব সংগঠন যুব মোর্চার এক জেলা নেতা-সহ ২৫ জন। শুক্রবার সকালে ১৪৪ ধারা লঙ্ঘন করে নলহাটি মিছিল বের করেছিল বিজেপি। বাধা দিলে, মিছিলকারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বেঁধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর, তল্লাশি অভিযানে নামে পুলিশ। আর তাতেই নলহাটিতে বিজেপির কার্যালয়ে মেলে বোমা ও লাঠি।

[মনোনয়নের চতুর্থদিনে ধুন্ধুমার নলহাটিতে, বিডিও অফিসের সামনে বোমাবাজি]

Advertisement

উত্তর থেকে দক্ষিণ। পঞ্চায়েত মনোনয়ন পর্বে অশান্তির বিরাম নেই রাজ্যে। বুধবার, চতুর্থ দিনে ধুন্ধুমার কাণ্ড ঘটে বীরভূমের নলহাটির ১ ও ২ নম্বর ব্লকে। ওই দিন বিডিও অফিসে যৌথভাবে মনোনয়ন পেশ করার কথা ছিল কংগ্রেস ও সিপিএমের প্রার্থীদের। অভিযোগ, নলহাটি এক নম্বর ব্লকের বিডিও অফিস খুলতেই পাঁচ-পাঁচটি বোমা পড়ে। দুই নম্বর ব্লকের বিডিও অফিসও ঘিরে ফেলে দুষ্কৃতীরা। লাঠি হাতে শুরু হয়ে যায় টহলদারি। পরিস্থিতি বেগতিক বুঝে আর বিডিও অফিসের দিকে পা বাড়াননি বিরোধী দলের প্রার্থীরা। তাঁদের অভিযোগ, মনোনয়ন তুলতে না দেওয়ার জন্য গ্রামে গ্রামে বহিরাগত দুষ্কৃতীদের জমায়েত করেছে শাসকদল। অন্যদিকে মুরারই এক নম্বর ব্লকের মনোনয়ন জমা দিতে গিয়ে আক্রান্ত হন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সাংসদ ও বীরভূমের প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোম। তাঁর মাথা ফেটে যায়।

[বাঁকুড়ায় আক্রান্ত বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়, ডিএম অফিসের সামনে বেধড়ক মার]

শুক্রবার সকালেও নলহাটিতে পরিস্থিতি ছিল রীতিমতো থমথমে। অশান্তি এড়াতে এলাকায় ১৪৪ ধারা জারি করেছিল পুলিশ। কিন্তু, বিজেপির একটি মিছিলকে কেন্দ্র করে ফের অশান্তি ছড়ায় নলহাটিতে। অভিযোগ, ১৪৪ ধারা লঙ্ঘন করে মিছিল করার চেষ্টা করছিলেন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা। মিছিল আটকায় পুলিশ। এরপরই বিজেপি সমর্থকদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বেঁধে যায়। পুলিশকর্মীদের লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। ঘটনার পর, নলহাটিতে তল্লাশি নামে পুলিশ। বিজেপির কার্যালয় থেকে উদ্ধার হয় ১৭টি তাজা বোমা। বেশ কিছু লাঠিও পাওয়া গিয়েছে বলে খবর। ঘটনায় যুব মোর্চার এক জেলা নেতা-সহ ২৫ জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[মনোনয়ন প্রক্রিয়াকে অবাধ ও শান্তিপূর্ণ করতে হবে, পুলিশকে নির্দেশ হাই কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement