Advertisement
Advertisement

Breaking News

ভোট হিংসার নয়া নজির, একে অপরের দিকে অ্যাসিড ছুড়ল তৃণমূল-বিজেপি

চরম উত্তেজনা দাঁতনে।

West Bengal panchayat polls: BJP-TMC clash in West Midnapore
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 10, 2018 3:18 pm
  • Updated:April 10, 2018 3:18 pm  

অংশুপ্রতীম পাল, খড়গপুর: ভোট হিংসার নয়া নজির গড়ল পশ্চিম মেদিনীপুরের দাঁতন৷ গোলা-গুলি কিংবা মারধর নয়, এবার একধাপ এগিয়ে একে-অপরের বিরুদ্ধে অ্যাসিড ছুড়ে পঞ্চায়েত ভোটের ‘উৎসবে’ মাতলেন তৃণমূল-বিজেপি কর্মীরা৷

ঘটনার সূত্রপাত চায়ের ঠেকে৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাঁতন মহকুমার মাটিবেড়িয়ে এলাকায় সোমবার সন্ধ্যায় স্থানীয় একটি চায়ের দোকানে বসেছিলেন একদল তৃণমূল কর্মী৷ অভিযোগ, তৃণমূল কর্মীদের দেখে স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী রীতিমতো মারমুখী হয়ে ওঠেন স্থানীয় এক বিজেপি কর্মী৷ শুরুই উভয়ের মধ্যে বচসা৷ রাজনৈতিক আলোচনা পৌঁছে যায় হাতাহাতিতে৷ পরিস্থিতি উত্তেজিত হয়ে উঠতেই তৃণমূল কর্মীদের লক্ষ্য করে সোনার দোকানে রাখা অ্যাসিড ছুড়ে মারেন ওই বিজেপি কর্মী৷ অ্যাসিড লেগে গুরুতর জখম হন দুই তৃণমূল কর্মী৷ অভিযুক্ত বিজেপি কর্মীকে রুখতে পাল্টা অ্যাসিড ছোড়া হয় বলে অভিযোগ৷ ঘটনায় জখম হন দু’পক্ষের বেশ কয়েকজন৷ পরে জখম তৃণমূল ও বিজেপি কর্মীদের স্থানীয় দাঁতন মহকুমা হাসপাতালে ভরতি করা হয়৷

Advertisement

এদিনের এই ঘটার পর তৃণমূলের তরফে থানায় অভিযোগ দায়ের করা হলেও বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ ঠিক কী কারণে এই হামলা, তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ কিন্তু, গ্রামের চায়ের ঠেকে রাজনীতি নিয়ে আলোচনার পরিণতি যে এমন পর্যায়ে পৌঁছে যেতে পারে তা দেখে রীতিমতো বিস্মিত রাজনৈতিক মহল৷ এমনিতেই পঞ্চায়েত নির্বাচন নিয়ে তপ্ত বাংলা৷ চলছে ভোটের লড়াই৷ ক্ষমতা দখলের উৎসব৷ আর এই পরিস্থিতিতে মধ্যে গ্রাম-বাংলার কোণে-কোণে বিভাজনের রাজনীতির বিষ এভাবে ছড়িয়ে পড়তে দেখে উৎকণ্ঠায় পর্যবেক্ষক মহলের একাংশের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement