Advertisement
Advertisement

Breaking News

বিজেপি প্রার্থীর হাতের আঙুল কেটে ‘শিক্ষা’ তুফানগঞ্জে, গোষ্ঠীদ্বন্দ্বে তপ্ত দিনহাটা

থামছে না ভোট-সংঘর্ষ৷

West Bengal panchayat polls: BJP candidate’s finger chopped off in Tufanganj
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 18, 2018 6:16 pm
  • Updated:April 18, 2018 6:16 pm  

সংগ্রাম সিংহরায়, কোচবিহার: ভোটের উত্তাপে পুড়ছে বাংলা৷ চলছে শাসক-বিরোধী সংঘর্ষ৷ হাই কোর্টে মামলার গেরোয় পঞ্চায়েতের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও বাংলার রাজনীতির ময়দানে থামছে না ভোট-সংঘর্ষ৷ কোথায় পঞ্চায়েত ভোটে প্রার্থী হওয়ায় বিজেপি কর্মীর হাতের আঙুল কেটে নেওয়ার অভিযোগ, কোথাও আবার আদি বনাম নব্য তৃণমূল সংঘর্ষ৷

তুফানগঞ্জ ২নং ব্লকের ফুলবাড়ি গ্রাম পঞ্চায়৷ এবারের পঞ্চায়েত ভোটে বিজেপির হয়ে প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন জমা দেন ইন্দ্র দাস৷ বিজেপির টিকিটে প্রার্থী হওয়ায় ইন্দ্র দাসের বাম হাতের চারটি আঙুল কেটে নেওয়ার অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মী বাবলু দাসের দলবলের বিরুদ্ধে৷
বুধবার সকালের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়লেও শেষ পাওয়া খবর পর্যন্ত থানায় অভিযোগ দায়ের হয়নি৷

Advertisement

তবে, বাঁহাতের আঙুল হারানোর পর ইন্দ্রবাবু অভিযোগ, শনিবার সন্ধ্যায় বাবলু দাসের নেতৃত্বে পাঁচ-ছ’জনের তৃণমূল আশ্রিত একটি দুষ্কৃতী দল ১৩ নম্বর বুথ এলাকার বিজেপির ব্যানার পোস্টার ছিঁড়তে শুরু করে৷ ঘটনার প্রতিবাদ করায় তাঁর উপরও আক্রমণ করা হয়৷ ছুড়ি দিয়ে আঘাত করে তাঁর বাম হাতের চারটি আঙুল কেটে ফেলে৷ প্রথমে তিনি তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি হন৷ পরে আজ সকালে তাঁকে কোচবিহার এমজেএন হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ একই সঙ্গে তার অভিযোগ, ঘটনার পরে তার সঙ্গে দেখা করতে বিজেপির কোনও নেতৃত্ব আসেনি৷ তাঁর চিকিৎসার ব্যবস্থাও করেনি বিজেপি নেতৃত্ব৷ যদিও, তুফানগঞ্জের বিধায়ক ফজল করিম মিঞা ঘটনার কথা অস্বীকার করেছেন৷

অন্যদিকে, পঞ্চায়েত ভোটের মুখে আদি ও নব্য তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার জেলার দিনহাটা ১ নম্বর ব্লকের ভেটাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা৷ গোষ্ঠীদ্বন্দ্বে জেরে দু’পক্ষের কমপক্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে৷ আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ অভিযোগ, এদিন দু’পক্ষের বিরুদ্ধে ব্যাপক বোমাবাজির অভিযোগ ওঠে৷ কমপক্ষে পাঁচটি বাড়ি ও দোকান ভাঙচুর করা হয়েছে এলাকায়৷

তৃণমূল যুব কংগ্রেসের দিনহাটা ১ নম্বর ব্লকের আহ্বায়ক নারায়ণ শর্মা অভিযোগ, এদিন তাঁদের প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করার চাপ দেওয়ার জন্য আদি তৃণমূলের তরফে বাইরে থেকে গুন্ডাবাহিনী এনে পুলিশকে সামনে রেখে লাগাতার বোমাবাজি করে৷ এতে তাঁদের দুই সমর্থক সাধন বর্মন ও বিষ্ণুরূপ দাস আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে আদি তৃণমূল৷ তৃণমূল বিধায়ক জগদীশ বসুনিয়া বলেন, ‘‘এমন ঘটনার কথা আমার জানা নেই৷ খোঁজ নিয়ে যা বলার বলব৷’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement