সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসের অভিযোগ তো ছিলই, এবার সিউড়িতে বুথ জ্যামের কায়দায় মনোনয়ন কেন্দ্রও জ্যাম করে দিলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা! অন্তত তেমনই দাবি বিরোধীদের। শনিবার সকাল থেকেই বীরভূমের জেলাসদরে মহকুমাশাসকের দপ্তরে মনোনয়ন জমা দিতে হাজার তিনেক মানুষের লাইন পড়ে গিয়েছে। সকলেই নাকি শাসকদলের প্রার্থী হতে চান! কিন্তু, এত প্রার্থী এল কোথা থেকে? বিরোধীদের অভিযোগ, তাঁদের মনোনয়ন পেশ রুখতেই পরিকল্পনামাফিক এই কাণ্ড ঘটিয়েছে শাসকদল।
[বিশ লাখি গাড়িতে চেপে মনোনয়ন জমা, বিতর্কে কল্যাণেশ্বরীর দুই তৃণমূল প্রার্থী]
আগামী মাসে গ্রামবাংলায় ত্রিস্তর পঞ্চায়েতে ভোট হবে। জেলায় জেলায় বিডিও অফিসে শুরু হয়ে গিয়েছে মনোনয়ন জমা নেওয়ার কাজ। কিন্তু, মনোনয়ন পর্বেই রাজ্য জুড়ে অশান্তি চরমে। মনোনয়ন পেশ তো দূর অস্ত, বিরোধীদের বিডিও অফিসের ধারেকাছেই ঘেঁষতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। রীতিমতো দুষ্কৃতী তাণ্ডব চলছে। আক্রান্ত হচ্ছেন বিরোধী দলের প্রার্থীরা। সর্বত্রই শাসকদলের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে। পরিস্থিতি মোকাবিলায় মহকুমাশাসকদের দপ্তরেও মনোনয়ন নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সেইমতো শনিবার সকাল থেকে মনোনয়ন জমা নেওয়া শুরুও হয়েছে। কিন্তু, তাতেও বিপত্তি! তবে আর সন্ত্রাস বা বিরোধী প্রার্থীদের উপর হামলা নয়, বরং শাসকদলের বিরুদ্ধে মনোনয়ন কেন্দ্র জমা করে রাখার অভিযোগ উঠেছে।
[বাঁকুড়ায় সিসিটিভি ক্যামেরার মুড়ে দেওয়া হল ডিএম ও এসডিওর দপ্তর লাগোয়া এলাকা]
সিউড়িতে মহকুমাশাসকে দপ্তর লাগোয়া গ্রামোন্নয়ন ভবনে মনোনয়ন জমা নেওয়ার ব্যবস্থা করেছে বীরভূম জেলা প্রশাসন। কিন্তু, বিরোধীরা আর মনোনয়ন জমা দিতে পারছেন কই! সকাল থেকেই গ্রামোন্নয়ন ভবনের সামনে হাজার তিনেক মানুষের লাইন। সকলের পকেটেই নগদ টাকা ও ভোটার আইডি কার্ড। অভিযোগ, পঞ্চায়েত ভোটে শাসকদলের দলের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে চান তাঁরা। কিন্তু, রাতারাতি শাসকদলের এত প্রার্থী এল কোথা থেকে? একই দিন সকলে মিলে মনোনয়ন জমা দিতেই বা এলেন কেন? বিরোধীদের দাবি, সিউড়িতে মহকুমাশাসকের দপ্তরে সামনে যাঁরা লাইনে দাঁড়িয়েছেন, তাঁরা কেউ শাসকদলের ঘোষিত প্রার্থী নন। সবাই সাধারণ কর্মী কিংবা সমর্থক। বিরোধীর যাতে মনোনয়ন জমা দিতে না পারে, তারজন্য পরিকল্পনামাফিক তাঁদের লাইনে দাঁড় করানো হয়েছে। কারণ, নিয়ম মেনে এতজন প্রার্থীর মনোনয়ন জমা দিতে দীর্ঘ সময় লেগে যাবে। ফলে বিরোধীরা আর মনোনয়ন দেওয়ার সুযোগই পাবে না। সোজা কথায়, বুথ জ্যামের মতো মনোনয়ন কেন্দ্রেও জ্যাম করে দিয়েছে তৃণমূল কংগ্রেস।
[অশান্ত মালবাজারে বন্ধ দোকানপাট, ব্যবসায়ীদের মাথায় হাত]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.