Advertisement
Advertisement

Breaking News

পঞ্চায়েত পুনর্নির্বাচন LIVE UPDATE: বেলা একটা পর্যন্ত সার্বিক ভোটের হার ৪২.৭ শতাংশ

মুর্শিদাবাদের ফরাক্কা থানার মহেশপুরের ১২৩/১ ও ২ নম্বর বুথে দুষ্কৃতীদের হামলা। আহত ২ তৃণমূল কর্মী।

West Bengal Panchayat Polls 2018: Live Updates
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 16, 2018 8:32 am
  • Updated:May 16, 2018 4:44 pm  

কড়া নিরাপত্তায় রাজ্যের ৫৭১টি বুথে শুরু পুনর্নির্বাচন নানা বিতর্কের মাঝে বেনজিরভাবে একসঙ্গে এতগুলি বুথে এর আগে পুনরায় ভোটের নজির নেই। যে বুথগুলিতে পুনরায় ভোটগ্রহণ হবে সেখানে বাড়তি পুলিশ দেওয়া হয়েছে৷ এই নির্বাচনী কেন্দ্রগুলিতে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন একজন এএসআই পদমর্যাদার অফিসার৷

  • বেলা তিনটে পর্যন্ত তেহট্টের দুই ব্লকের তিনটে বুথে ৫০ শতাংশ ভোট পড়েছে।
  • করিমপুর দুই ব্লকের একটি বুথে পুনরায় ভোট হচ্ছে। ৪৫ নং বুথের দক্ষিণপাড়া প্রাথমিক বিদ্যালয়ে তিনটে পর্যন্ত ভোটের হার ৬৫ শতাংশ।
  • নাকাশিপাড়া ব্লকে তিনটে পর্যন্ত আটটি বুথে ৬৭ শতাংশ ভোট পড়েছে।
  • বাঁকুড়া জেলায় দুপুর দু’টো পর্যন্ত ৫৭ শতাংশ ভোট পড়েছে।
  • সাঁকরাইলে আকবর আলি কাজি স্কুলে পুনর্নির্বাচন চলাকালীন ঘটনাস্থল থেকে উদ্ধার পাঁচটি তাজা বোমা। জলে ডুবিয়ে বোমা নিষ্ক্রিয় করে পুলিশ।
  • শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে মালবাজার মহকুমার কুমলাই গ্রাম পঞ্চায়েতের  ২০/২৮ পার্টে।
মালবাজারে ভোটের লম্বা লাইন।
মালবাজারে ভোটের লম্বা লাইন।
  • বেলা একটা পর্যন্ত সার্বিক ভোটের হার ৪২.৭ শতাংশ।
  • মুর্শিদাবাদের ফরাক্কা থানার মহেশপুরের ১২৩/১ ও ২ নম্বর বুথে দুষ্কৃতীদের হামলা। আহত দুই তৃণমূল কর্মী। অভিযোগের তির কংগ্রেস ও সিপিএম কর্মীদের দিকে।
  • বাসন্তীর নির্দেশখালি গ্রামে গুলি  ও আগ্নেয়াস্ত্র  উদ্ধার। তিন মহিলা-সহ গ্রেপ্তার ৪। এলাকায় ভোট শান্তিপূর্ণভাবেই চলছে।
নাকাশিপাড়ার বিলকুমারিতে ভোটের লম্বা লাইন।
নাকাশিপাড়ার বিলকুমারিতে ভোটের লম্বা লাইন।
  • কোলাঘাটের সাগরবাড় গ্রামপঞ্চায়েতের ১৫৪, ১৫৫ নম্বর বুথে দুষ্কৃতীদের তাণ্ডব ঠেকাতে বঁটি হাতে বুথ পাহারায় মহিলারা।
  • কমিশনের বিদ্যুৎব্যবস্থা স্বাভাবিক। যোগাযোগ করা যাবে জেলাগুলির সঙ্গে।
  • বালুরঘাটের পতিরাম মাঝিয়ান ফার্মের ৩ নম্বর বুথে ছাপ্পা ভোট কর্মীদের বের করে দিয়ে। বাম প্রার্থী  অভিজিৎ চৌধুরীকে মারধরের অভিযোগ।
WhatsApp Image 2018-05-16 at 12.29.53 PM
বালুরঘাটে শুনশান বুথ।
  • বেলা এগারোটা পর্যন্ত বাঁকুড়া জেলায় ২৫.৫ শতাংশ গড়ে ভোট পড়েছে।
WhatsApp Image 2018-05-16 at 12.14.01 PM
খাতড়ার সুপুর ১৩ নম্বর বুথে চলছে পুনর্নির্বাচন।
  • বেলা ১১টা পর্যন্ত সার্বিক ভোটের হার ২৭ শতাংশ৷
  • পুনর্নির্বাচনে অশান্ত রতুয়া৷ বাহারালের বাখরায় বন্দুক উঁচিয়ে ব্যালট বাক্স লুঠ দুষ্কৃতীদের৷ আমবাগানে চলছে ছাপ্পা ভোট৷ দেখুন ভিডিও৷

Advertisement
  • প্রিসাইডিং অফিসারের রহস্যমৃত্যুর জের৷ রায়গঞ্জে নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলে এসডিওকে মারধর ভোটকর্মীদের।

[প্রিসাইডিং অফিসারের মৃত্যুর জের, রায়গঞ্জে নিরাপত্তার দাবিতে এসডিওকে মারধর]

  • মুর্শিদাবাদের ফরাক্কার মহেশপুর গ্রাম পঞ্চায়েতের আরসিএইচ বিল্ডিং মাতৃসদনের বুথের বাইরে বোমাবাজি। আহত দুই তৃণমূলকর্মী।
  • দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে বুথের ভিতরে মারপিঠ। গুলি, বোমাবাজির অভিযোগ।
  • উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের হামদাম গ্রামে ভোট পরবর্তী হিংসায় এক ব্যক্তির মৃত্যু মৃতের নাম মহম্মদ তাসিরুদ্দিন ঘটনায় ১ মহিলা-সহ জখম চার আহতরা ইসলামপুর হাসপাতালে ভরতি অভিযোগের তির ফরোয়ার্ড ব্লকের সমর্থকদের দিকে

[রাজ্যে ভোট পরবর্তী হিংসায় বলি আরও ১, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪]

  • মালদহের রতুয়ায় একাধিক বুথের বাইরে সশস্ত্র জমায়েত। ব্যালট বাক্স লুঠের অভিযোগ
  • বাজ পড়ার জেরে ক্ষতিগ্রস্ত নির্বাচন কমিশনের বিদ্যুৎ পরিষেবা। ফলে ভোট প্রক্রিয়া থেকে কার্যত বিচ্ছিন্ন কমিশন।
WhatsApp Image 2018-05-16 at 10.59.29 AM
কাঁথি দেশপ্রাণ ব্লকের রূপপনগর প্রাথমিক বিদ্যালয়ে ভোট চলছে শান্তিপূর্ণভাবে।
  • অসুস্থ হয়ে ভোটারের মৃত্যু মালদহে। মৃতের নাম অজিত মণ্ডল (৪০)। ভোটের লাইনে দাঁড়িয়ে থাকার সময় অসুস্থ বোধ করেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।

[ভোটের লাইনে দাঁড়িয়ে অসুস্থ, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু ভোটারের]

WhatsApp Image 2018-05-16 at 10.40.05 AM
সকাল সাড়ে দশটা পর্যন্ত মালদহে ভোট পড়েছে ৯.৯০ শতাংশ৷
  • কোচবিহারের দিনহাটায় গীতালদহের হরিরহাটে উদ্ধার আগ্নেয়াস্ত্র। পুলিসের তাড়া খেয়ে অস্ত্র ফেলে পালায় দুষ্কৃতীরা।
  • মালদার রতুয়া ১ নম্বর ব্লকের বাঁকড়া এসপিএল প্রাথমিক বিদ্যালয়ের ৭৯ নম্বর বুথে আসেনি কোনও রাজনৈতিক দলের এজেন্ট৷ এখনও শুরু হয়নি ভোট৷

WhatsApp Image 2018-05-16 at 9.56.16 AM

  • ময়ূরেশ্বরের পাহারকাটা বুথে চলছে পুনর্নির্বাচন৷
  • সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১০.৭৫ শতাংশ।
  • মালবাজার মহকুমার মাল ব্লকের তেশিমলায় চলছে ভোট। গত সোমবার এই এলাকায় তৃণমূল ও নির্দলের মধ্যে গণ্ডগোলের জেরে কয়েকজন আহত হয়। সকাল থেকে পুলিশের উপস্থিতিতে চলছে ভোট। রয়েছেন অ্যাডিশনাল এসপি ও এসডিপিও।
  • WhatsApp Image 2018-05-16 at 9.51.51 AM
    আলিপুরদুয়ারের শান্তিদেবী উচ্চ বিদ্যালয়ে চলছে ভোটগ্রহণ৷
  • দেগঙ্গা ৪৮, ৪৯, ২১১ নম্বর বুথের সামনে সন্দেহভাজনদের জটলা হটিয়ে দিল পুলিশ।
  • শিকারপুরে ভোটের লাইনে অস্ত্র-সহ একজনকে গ্রেপ্তার এক।
  • নদিয়ার বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য বিঘ্নিত ভোটগ্রহণ। বৃষ্টি থামার পর ভোট দিতে আসেন মানুষ।
  • দক্ষিণ দিনাজপুরের ৩৫টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে। বৃষ্টির জন্য সেখানেও ব্যহত হয়েছে ভোট প্রক্রিয়া।
  • বাসন্তীতে প্রায় দেড় ঘণ্টা পর শুরু ভোটগ্রহণ। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট দিয়েছেন মাত্র ২১ জন।
  • হাবিবপুরে মোমবাতি জ্বালিয়ে ভোট নেওয়া হচ্ছে।
  • vote-1
    পানাগড় বাজার এলাকায় পুলিশি নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ।
  •  মুর্শিদাবাদের পাটিকাবাড়িতে ভোট শুরু হতে বিলম্ব৷ সোমবারের অশান্তি, ভাঙচুরের চিহ্ন ছড়িয়ে রয়েছে ঘোষ বাউটিপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে৷
  • পুনর্নির্বাচন উত্তর ২৪ পরগনার জ্যাংড়া হাতিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গৌরাঙ্গনগর ২২৬ ও  ২৩৭ নম্বর বুথেও। সকাল থেকে ভোটারদের লম্বা লাইন। সোমবার অশান্তির জেরে অনেকেই ভোট দিতে পারেননি বলে অভিযোগ।
  • সোমবার উত্তর ২৪ পরগনার আমডাঙায় বোমাবাজিতে একজনের মৃত্যু হয়। আজ ১০টি বুথে হচ্ছে ফের ভোটগ্রহণ।
  • [রেললাইনের ধারে মিলল প্রিসাইডিং অফিসারের ক্ষতবিক্ষত দেহ, রায়গঞ্জে চাঞ্চল্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement