পঞ্চায়েত পুনর্নির্বাচন LIVE UPDATE: বেলা একটা পর্যন্ত সার্বিক ভোটের হার ৪২.৭ শতাংশ
মুর্শিদাবাদের ফরাক্কা থানার মহেশপুরের ১২৩/১ ও ২ নম্বর বুথে দুষ্কৃতীদের হামলা। আহত ২ তৃণমূল কর্মী।
Advertisement
Published by: Sangbad Pratidin Digital
Posted:May 16, 2018 8:32 am
Updated:May 16, 2018 4:44 pm
কড়া নিরাপত্তায় রাজ্যের ৫৭১টি বুথে শুরু পুনর্নির্বাচন।নানা বিতর্কের মাঝে বেনজিরভাবে একসঙ্গে এতগুলি বুথে এর আগে পুনরায় ভোটের নজির নেই। যে বুথগুলিতে পুনরায় ভোটগ্রহণ হবে সেখানে বাড়তি পুলিশ দেওয়া হয়েছে৷ এই নির্বাচনী কেন্দ্রগুলিতে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন একজন এএসআই পদমর্যাদার অফিসার৷
মুর্শিদাবাদের ফরাক্কার মহেশপুর গ্রাম পঞ্চায়েতের আরসিএইচ বিল্ডিং মাতৃসদনের বুথের বাইরে বোমাবাজি। আহত দুই তৃণমূলকর্মী।
দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে বুথের ভিতরে মারপিঠ। গুলি, বোমাবাজির অভিযোগ।
উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের হামদাম গ্রামে ভোট পরবর্তী হিংসায় এক ব্যক্তির মৃত্যু। মৃতের নাম মহম্মদ তাসিরুদ্দিন।ঘটনায় ১ মহিলা-সহ জখম চার। আহতরা ইসলামপুর হাসপাতালে ভরতি।অভিযোগের তির ফরোয়ার্ড ব্লকের সমর্থকদের দিকে।
নদিয়ার বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য বিঘ্নিত ভোটগ্রহণ। বৃষ্টি থামার পর ভোট দিতে আসেন মানুষ।
দক্ষিণ দিনাজপুরের ৩৫টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে। বৃষ্টির জন্য সেখানেও ব্যহত হয়েছে ভোট প্রক্রিয়া।
বাসন্তীতে প্রায় দেড় ঘণ্টা পর শুরু ভোটগ্রহণ। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট দিয়েছেন মাত্র ২১ জন।
হাবিবপুরে মোমবাতি জ্বালিয়ে ভোট নেওয়া হচ্ছে।
মুর্শিদাবাদের পাটিকাবাড়িতে ভোট শুরু হতে বিলম্ব৷ সোমবারের অশান্তি, ভাঙচুরের চিহ্ন ছড়িয়ে রয়েছে ঘোষ বাউটিপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে৷
পুনর্নির্বাচন উত্তর ২৪ পরগনার জ্যাংড়া হাতিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গৌরাঙ্গনগর ২২৬ ও ২৩৭ নম্বর বুথেও। সকাল থেকে ভোটারদের লম্বা লাইন। সোমবার অশান্তির জেরে অনেকেই ভোট দিতে পারেননি বলে অভিযোগ।
সোমবার উত্তর ২৪ পরগনার আমডাঙায় বোমাবাজিতে একজনের মৃত্যু হয়। আজ ১০টি বুথে হচ্ছে ফের ভোটগ্রহণ।