সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এত আয়োজনের পরও রোখা গেল না রক্তপাত৷ নবম পঞ্চায়েত নির্বাচনে অব্যাহত মৃত্যুমিছিল৷ কোথায় গণপিটুনি দিয়ে খুন, কোথায় আবার জীবন্ত জ্বালিয়ে হত্যা৷ আজ, সোমবার বাংলার নানা প্রান্তে এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷
[ নামখানায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বাম দম্পতির, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক ]
এদিন ভোট সন্ত্রাসে প্রথম জোড়া মৃত্যুর খবর পাওয়া যায়, কাকদ্বীপের নামখানায়৷ সেখানে জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে বেঘোরে প্রাণ হারালেন সিপিএম কর্মী দেবু দাস ও তাঁর স্ত্রী ঊষা দাস। বুদাখালি গ্রাম পঞ্চায়েতে তাঁদের বাড়িতে দুষ্কৃতীরা আগুন জ্বালিয়ে দেয় বলে অভিযোগ৷ তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে শাসক দল৷ রবিবার গভীর রাতের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নামখানা এলাকায়৷
আজ পঞ্চায়েত ভোটের শেষ বেলায় গুলিবিদ্ধ হয়েছে প্রাণ হারান দুই সিপিএম কর্মীর৷ জানা গিয়েছে, মৃতদের নাম অপু মান্না ও যোগেশ্বর ঘোষ৷ অভিযোগ, নন্দিগ্রামের হাঁসচড়া গ্রামপঞ্চায়েতে ভোট লুঠের চেষ্টা করছিল একদল দুষ্কৃতী৷ ভোট লুট ঠেকাতে প্রতিরোধ গড়ে তোলেন দুই বাম প্রার্থী৷ অভিযোগ, ভোট লুটে বাধা পেয়ে গুলি ছুড়তে থাকে দুষ্কৃতীরা৷ মাথায় গুলি লেগে মাটিয়ে লুটিয়ে পড়েন তাঁরা৷ পরে তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি৷ সোমবার এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ বাম কর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ ভোটের দিনে পাঁচ কর্মীর মৃত্যুর ঘটনায় সিপিএমের তরফে তীব্র নিন্দা জানানো হয়েছে৷
[ পঞ্চায়েত ভোট ২০১৮ LIVE: কুলতলিতে খুন তৃণমূল কর্মী, এখনও পর্যন্ত ভোটের বলি ৮ ]
শান্তিপুরে বুথ দখল করতে গিয়ে গণপিটুনিতে মৃত্যু হয় এক এমএ পড়ুয়ার৷ জানা যাচ্ছে ওই যুবকের নাম সঞ্জিত প্রামাণিক৷ বাসিন্দাদের অভিযোগ, শাসক দলের আশ্রিত লোকজন এলাকার একটি বুথ দখল করতে আসে। পরে বাকি স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে তাঁদের তাড়া করে। সকলেই পালিয়ে যেতে সমর্থ হলেও তিনজন ধরা পড়ে। তাদের বেধড়ক মারধর করা হয়। ফেলে রাখা হয় রাস্তার ধারে। এর জেরেই মৃত্যু হয় ওই যুবকের। জানা যাচ্ছে, ওই যুবক এম এ পাশ করে গৃহশিক্ষকতা করছিলেন। তিনি তৃণমূলের কর্মী ছিলেন, চাকরির আশায় শাসকদলে নাম লেখান। আজ পরিবারের লোকেরা খবর পান, তাঁদের বাড়ির ছেলের মৃত্যু হয়েছে। ঘটনায় ভেঙে পড়েছে পুরো পরিবার। এদিন, নদিয়ার নাকাশিপাড়া এলাকায় বোমার আঘাতে মৃত্যু হয় ভোলা দফাদার নামের এক তৃণমূল কর্মীর৷ জানা গিয়েছে, বাম কর্মী সমর্থকদের ছোড়া বোমার আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই তৃণমূল কর্মী৷ এদিন, বেতাইয়ে তৃণমূল কর্মী কৃষ্ণপদ সরকার নামের আরও এক জনের মৃত্যু হয়েছে বলে খবর৷
[ জলপাইগুড়িতে দাউদাউ করে জ্বলল ব্যালট, রাজারহাটে ভেজানো হল জল ঢেলে ]
এদিন মুর্শিদাবাদের বেলডাঙায় বোমা, গুলিতে জখম হয়ে মৃত্যু হয় এক বিজেপি কর্মীর৷ অভিযোগ, বোমা বাঁধতে গিয়েই ওই বিজেপি কর্মী তপন মণ্ডলের মৃত্যু হয়েছে৷ উত্তর ২৪ পরগনার আমডাঙায় খুন হন এক সিপিএম কর্মী । কুলতলিতে তৃণমূলকর্মী গুলিবিদ্ধ হয়ে মৃত, অভিযোগ এসইউসি-র দিকে৷ মুর্শিদাবাদের নওয়দা এলাকায় গুলিতে নির্দল প্রার্থীর সমর্থকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ উত্তর দিনাজপুরে ভোটের ডিউটি চলাকালীন রাজ্য পুলিশের এসআই নীতীশ দাসের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.