শাহাজাদ হোসেন, ফরাক্কা: পঞ্চায়েত যুদ্ধে শাশুড়ি-বউমা! একই বাড়িতে থেকে দু’জন ২ দলের প্রার্থী। রাজনীতির প্রভাব কতটা পড়ছে ব্যক্তিগত সম্পর্কে? একই পরিবারের সদস্যদের মধ্যে এই রাজনৈতিক লড়াইয়ে জয়ের শিরোপা উঠবে কার মাথায় উঠবে? সেদিকেই নজর স্থানীয়দের।
মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বেওয়া – ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি বরুণ ঘোষ। বেওয়া – ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৩২ নম্বর আসনে প্রার্থী হয়েছেন তাঁর মামী জোৎস্না ঘোষ। তৃণমূলের হয়ে মনোনয়ন জমা দিয়েছেন তিনি। থাকেন ফরাক্কার নিশ্চিন্দা গ্রামে। এদিকে ফরাক্কা ব্লকের ১ নম্বর জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন বাসন্তী পাল। তিনি আবার সম্পর্কে জ্যোৎস্নাদেবীর বউমা, বরুণ ঘোষের ভাইয়ের স্ত্রী। কাকিমা শাশুড়ি জ্যোৎস্নার সঙ্গে একই বাড়িতে থাকেন বাসন্তী। দু’জন ২ দলের প্রার্থী হলেও রাজনীতির প্রভাব তাঁদের ব্যক্তিগত সম্পর্কে প্রভাব ফেলেনি এক ফোঁটাও। তবে এই বিষয় নিয়ে শোরগোল পড়েছে এলাকায়।
জোৎস্নাদেবী বলেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভক্ত। বউমা বিজেপির মতাদর্শে বিশ্বাসী। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও এর কোনও প্রভাবই পরিবারে পড়বে না।” বউমা তথা বিজেপির প্রার্থী বাসন্তী পাল বলেন, “আমি কোনওদিন সরাসরি রাজনৈতিক দলের যুক্ত ছিলাম না। স্বামী অমিত ঘোষ বিজেপির একনিষ্ঠ কর্মী। এবার জেলাপরিষদের প্রার্থী হয়েছি। কাকিমা শাশুড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ভোট ময়দানে উনি আমার বিরোধী। কিন্তু বাড়িতে আমরা মা-মেয়ে।” রাজনীতি সম্পর্কে প্রভাব ফেলতে পারবে না এক বিন্দুও, আত্মবিশ্বাসী দু’জনই। হিংসা, অশান্তির মাঝে এ এক অন্য ছবি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.