Advertisement
Advertisement
West Bengal Panchayat Election 2023

West Bengal Panchayat Election 2023: পঞ্চায়েতে ‘গৃহযুদ্ধ’! TMC প্রার্থী শাশুড়ি, বিজেপির প্রতীকে লড়ছেন বউমা

কী বলছেন দুই প্রার্থী?

West Bengal Panchayat Election 2023: Mother in law TMC candidate, Woman files nomination as BJP candidate | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 16, 2023 1:55 pm
  • Updated:June 16, 2023 4:12 pm

শাহাজাদ হোসেন, ফরাক্কা: পঞ্চায়েত যুদ্ধে শাশুড়ি-বউমা! একই বাড়িতে থেকে দু’জন ২ দলের প্রার্থী। রাজনীতির প্রভাব কতটা পড়ছে ব্যক্তিগত সম্পর্কে? একই পরিবারের সদস্যদের মধ্যে এই রাজনৈতিক লড়াইয়ে জয়ের শিরোপা উঠবে কার মাথায় উঠবে? সেদিকেই নজর স্থানীয়দের।

মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বেওয়া – ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি বরুণ ঘোষ। বেওয়া – ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৩২ নম্বর আসনে প্রার্থী হয়েছেন তাঁর মামী জোৎস্না ঘোষ। তৃণমূলের হয়ে মনোনয়ন জমা দিয়েছেন তিনি। থাকেন ফরাক্কার নিশ্চিন্দা গ্রামে। এদিকে ফরাক্কা ব্লকের ১ নম্বর জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন বাসন্তী পাল। তিনি আবার সম্পর্কে জ্যোৎস্নাদেবীর বউমা, বরুণ ঘোষের ভাইয়ের স্ত্রী। কাকিমা শাশুড়ি জ্যোৎস্নার সঙ্গে একই বাড়িতে থাকেন বাসন্তী। দু’জন ২ দলের প্রার্থী হলেও রাজনীতির প্রভাব তাঁদের ব্যক্তিগত সম্পর্কে প্রভাব ফেলেনি এক ফোঁটাও। তবে এই বিষয় নিয়ে শোরগোল পড়েছে এলাকায়।

Advertisement

[আরও পড়ুন: মনোনয়ন প্রত্যাহারের জন্য হুমকি চিঠি, প্রাণে মেরে ফেলার হুমকি! আতঙ্কে ঘরছাড়া তেহট্টের সিপিএম প্রার্থী]

জোৎস্নাদেবী বলেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভক্ত। বউমা বিজেপির মতাদর্শে বিশ্বাসী। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও এর কোনও প্রভাবই পরিবারে পড়বে না।” বউমা তথা বিজেপির প্রার্থী বাসন্তী পাল বলেন, “আমি কোনওদিন সরাসরি রাজনৈতিক দলের যুক্ত ছিলাম না। স্বামী অমিত ঘোষ বিজেপির একনিষ্ঠ কর্মী। এবার জেলাপরিষদের প্রার্থী হয়েছি। কাকিমা শাশুড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ভোট ময়দানে উনি আমার বিরোধী। কিন্তু বাড়িতে আমরা মা-মেয়ে।” রাজনীতি সম্পর্কে প্রভাব ফেলতে পারবে না এক বিন্দুও, আত্মবিশ্বাসী দু’জনই। হিংসা, অশান্তির মাঝে এ এক অন্য ছবি।

[আরও পড়ুন: জেলবন্দি স্বামীকে আড়ালে রেখেই নির্দল প্রার্থী TMC বিধায়ক জীবনকৃষ্ণর স্ত্রী]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement