শাহজাদ হোসেন, ফরাক্কা: জোরকদমে চলছে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Vote 2023) প্রচার। বৃষ্টি উপেক্ষা করে বাম-ডান-বিজেপি-তৃণমূল সব দলের কর্মী সমর্থকরা জোরকদমে ঝাঁপিয়ে পড়েছেন নির্বাচনী প্রচারে। তারই মধ্যে নিখোঁজ পোস্টার নিয়ে সরগরম মুর্শিদাবাদের সামশেরগঞ্জের তিনপাকুড়িয়া গ্রামপঞ্চায়েতের বিভিন্ন এলাকা। ৭৪ নম্বর বুথের কংগ্রেস প্রার্থী আব্দুল বারিককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পোস্টারে উল্লেখ করা হয়েছে। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।
কংগ্রেস প্রার্থী আব্দুল বারিক সম্পর্কে জেলা পরিষদের চার নম্বর আসনে কংগ্রেস প্রার্থী আনারুল হক বিপ্লবের ভাই। দলবিরোধী কাজে যুক্ত থাকার অভিযোগে মুর্শিদাবাদ জেলা পরিষদের বিদায়ী জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের কর্মাধ্যক্ষ আনারুল হককে শাসকদল এবার প্রার্থী করেনি। তারপরেই ক্ষোভে তৃণমূল ছাড়েন আনারুল। সূত্রের খবর, দাদার হাত ধরে কংগ্রেসে যান আব্দুল বারিকও। কংগ্রেসে যোগদান করার পরই আনারুল হককে জেলা পরিষদের প্রার্থী করে কংগ্রেস।
আব্দুল বারিককে তিনপাকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের ৭৪ নম্বর বুথে কংগ্রেসের প্রার্থী করা হয়। নির্বাচন ঘোষণার পর থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা এলাকাতে দাপিয়ে প্রচার করছেন। তবে গত কয়েকদিন কংগ্রেস প্রার্থী আব্দুল বারিকের মুখ কেউ দেখতে পাননি বলে অভিযোগ। আর তারপরেই বুধবার সকালে কে বা কারা তিনপাকুড়িয়া গ্রামপঞ্চায়েতের বিভিন্ন এলাকাতে বাড়ির দেওয়ালে কংগ্রেস প্রার্থীর ‘নিখোঁজ সংবাদ’ জানিয়ে পোস্টার লাগিয়ে দেয়।
পোস্টারে লেখা রয়েছে, “আমাদের প্রার্থীকে খুঁজে পাওয়া যায় না। কেউ যদি দেখে থাকেন তাহলে আমাদেরকে জানাবেন।” স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা আব্দুল শেখ বলেন, “কে বা কারা ওই পোস্টার লাগিয়েছে তা আমাদের জানা নেই। আমরা দলের প্রার্থীদের প্রচার নিয়ে ব্যস্ত রয়েছি। কংগ্রেস প্রার্থী নিখোঁজ কিনা তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই।” যদিও কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের দাবি, “কংগ্রেসকে কালিমালিপ্ত করার জন্য তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে এধরনের পোস্টার লাগিয়েছে। প্রার্থী আব্দুল বারিক এলাকাতে নিয়মিত প্রচার করছেন। পরাজয়ের আশঙ্কায় তৃণমূল ভোটারদের বিভ্রান্ত করতে এধরণের ঘটনা ঘটিয়েছে৷”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.