কল্যাণ চন্দ্র, বহরমপুর: ইহলোকের মায়া ছেড়ে পরলোকে পাড়ি দিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুব্রত সাহা। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। রাজ্যের মন্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল।
সম্প্রতি গলব্লাডার অপারেশন হয় তাঁর। কলকাতায় ছিল বেশ কয়েকদিন। সুস্থ হয়ে বুধবারই মুর্শিদাবাদে ফেরেন। ঠিকঠাকই ছিলেন। বৃহস্পতিবার সকালে আচমকাই বুকে ব্যথা অনুভব করেন মন্ত্রী। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তড়িঘড়ি তাঁকে ওই হাসপাতালের আইসিইউতে নিয়ে যাওয়া হয়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় চিকিৎসা। তাতেও শেষরক্ষা হল না। ওই হাসপাতালেই প্রাণ হারান মন্ত্রী সুব্রত সাহা।
একসময় মুর্শিদাবাদ জেলার তৃণমূল সভাপতি ছিলেন সুব্রত সাহা। তিনিই প্রথম তৃণমূলের প্রতীকে জয়ী হন। সাগরদিঘির বিধায়ক ছিলেন সুব্রতবাবু। রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও ছিলেন তিনি। আচমকা সুব্রতবাবুর মৃত্যুর মতো কঠিন বাস্তবকে মানতে পারছেন না কেউই। রাজ্যের মন্ত্রীর প্রয়াণে চোখের জলে ভাসছেন তাঁর পরিবারের লোকজন। শোকস্তব্ধ রাজনৈতিক মহলও। রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর প্রয়াণে টুইটে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
It is with great grief that I condole the death of my colleague, compatriot and MoS Subrata Saha.
His unwavering commitment to people of Bengal will never be forgotten.
I pray his soul rests in peace, may his family find strength in this time of grief.
— Mamata Banerjee (@MamataOfficial) December 29, 2022
মন্ত্রীকে শ্রদ্ধাজ্ঞাপন করতে মুর্শিদাবাদে যাচ্ছেন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.