Advertisement
Advertisement
Malay Ghatak

‘ইডিকে কী জানিয়েছি বলব না, তবে আমি সুস্থই’, কয়লা কাণ্ডে তলব নিয়ে মন্তব্য মলয় ঘটকের

গত ২৯ মার্চ মলয় ঘটককে ইডি তলব করেছিল বলে শোনা গিয়েছিল।

West Bengal Minister Malay Ghatak speaks over ED summon | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 30, 2023 8:37 pm
  • Updated:March 30, 2023 8:40 pm  

শেখর চন্দ, আসানসোল: ইডির তলব ও হাজিরা এড়ানো নিয়ে জল্পনা জিইয়ে রাখলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক (Malay Ghatak)। আদৌ তলব করা হয়েছিল কি না, বা কোন কারণ দেখিয়ে হাজিরা এড়ালেন তা স্পষ্ট করলেন না তিনি। তবে কানাঘুষো শোনা যাচ্ছিল, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজির এড়িয়েছেন মলয় ঘটক। যদিও মন্ত্রীর দাবি, তিনি সম্পূর্ণ সুস্থ।

ইডি সূত্রে জানা গিয়েছিল, কয়লা কাণ্ডে রাজ্যের শ্রম, আইন ও বিচারমন্ত্রী মলয় ঘটককে ২৯ শে মার্চ ও তাঁর আপ্তসহায়ককে ২৩ মার্চ দিল্লিতে তলব করা হয়েছে। কিন্তু ২৯ তারিখ মলয়বাবু হাজিরা দেননি। শোনা যায়, ইডি আধিকারিকদের চিঠি পাঠিয়েছেন তিনি। আসানসোলে দলের একটি কার্যালয়ে সাংবাদিক বৈঠকে এবিষয়ে মুখ খুললেন মলয় ঘটক। তিনি বলেন, “এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে আমি কী লিখে পাঠিয়েছি, তা জানাবো না। শরীর আমার খারাপ নয়, আমি ভাল আছি।”

Advertisement

[আরও পড়ুন: ‘বাম আমলেও সুপারিশে চাকরি হয়েছে, আমি প্রমাণ’, উদয়নের সুরে সুর মেলালেন তাপস চট্টোপাধ্যায়]

এর আগে ইডি মলয় ঘটককে তলব করেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবর হয়েছিল। তখন তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তাঁকে ফোন করে খবরটা কতটা সত্যি তা যাচাই করে নিতে। তবে সেই কথা তিনি এদিন স্বীকার করেননি। শুধু জোর গলায় সুস্থ আছেন বলে দাবি করেন তিনি।

[আরও পড়ুন: ‘শেখানো নয়, রাজনৈতিক প্রজ্ঞা থেকে কথা বলি’, শুভেন্দুকে কড়া জবাব পার্থ চট্টোপাধ্যায়ের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement