সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলায় সবুজ ঝড়। চব্বিশের লোকসভা ভোটে(West Bengal Lok Sabha Election Result 2024) ৪২- এর মধ্য়ে ২৯ আসন গিয়েছে তৃণমূলের ঝুলিতে। কোনওমতে ১২টি আসন নিজেদের দিকে আনতে পেরেছে বিজেপি। একটি আসনে জয় পেয়েছে কংগ্রেস। এবারও খাতা খুলতে পারেনি বামেরা।
একনজরে রাজ্যের ৪২ আসনের ফলাফল।
কোচবিহার – জগদীশ বর্মা বসুনিয়া (তৃণমূল) ৩৯, ২৫০
আলিপুরদুয়ার – মনোজ টিগ্গা (বিজেপি) ৭৫,৪৪৭
জলপাইগুড়ি – জয়ন্ত রায় (বিজেপি) ৮৬,৬৯৩
দার্জিলিং – রাজু বিস্তা (বিজেপি) ১,৭৮,৫২৫
বালুরঘাট – সুকান্ত মজুমদার (বিজেপি) (এখনও চূড়ান্ত ফল জানা যায়নি)
রায়গঞ্জ – কার্তিক পাল (বিজেপি) ৬,৮১৯৭
মালদহ উত্তর – খগেন মুর্মু (বিজেপি) ৭৭,৭০৮
মালদহ দক্ষিণ – ঈশা খান চৌধুরী (কংগ্রেস) ১,২৮,৩৬৮
মুর্শিদাবাদ – আবু তাহের খান (তৃণমূল) ১, ৬৪,২১৫
জঙ্গিপুর – খলিলুর রহমান (তৃণমূল) ১, ১৬, ৬৩৭
কৃষ্ণনগর – মহুয়া মৈত্র (তৃণমূল) ৫৬, ৭০৫
রানাঘাট – জগন্নাথ সরকার (বিজেপি) ১,৮৬,৮৯৯
বনগাঁ – শান্তনু ঠাকুর (বিজেপি) ৭৩,৬৯৩
বসিরহাট – হাজি নুরুল ইসলাম (তৃণমূল) ৩,৩৩, ৫৪৭
বারাসত – কাকলি ঘোষ দস্তিদার (তৃণমূল) ১, ১৪, ১৮৯
বারাকপুর – পার্থ ভৌমিক (তৃণমূল) ৬৪, ৪৩৮
দমদম – সৌগত রায় (তৃণমূল) ৭০,৬৬০
হাওড়া – প্রসূন ব্যানার্জি (তৃণমূল) ১,৬৯,৪৪২
উলুবেড়িয়া – সাজদা আহমেদ (তৃণমূল) ২,১৮,৬৭৩
হুগলি – রচনা বন্দ্যোপাধ্যায় (তৃণমূল) ৭৬,৮৫৩
আরামবাগ – মিতালি বাগ (তৃণমূল) ৬,৩৯৯
কলকাতা উত্তর – সুদীপ বন্দ্যোপাধ্যায় ৯২,৫৬০
কলকাতা দক্ষিণ – মালা রায় (তৃণমূল) ১,৮৭,২৩১
যাদবপুর – সায়নী ঘোষ (তৃণমূল) ২,৫৮,২০১
ডায়মন্ড হারবার – অভিষেক বন্দ্যোপাধ্যায় (তৃণমূল) ৭, ১০, ৯৩০
জয়নগর – প্রতিমা মণ্ডল (তৃণমূল) ৪,৭০,২১৯
মথুরাপুর – বাপি হালদার (তৃণমূল) ২,১০,৫৭
তমলুক – অভিজিৎ গাঙ্গুলি (বিজেপি) ৭,৭৭,৩৩
কাঁথি – সৌমেন্দু অধিকারী (বিজেপি) ৪৭,৭৬৪
মেদিনীপুর – জুন মালিয়া (তৃণমূল) ২৭,১৯১
ঘাটাল – দেব (তৃণমূল) ১,৮২,৮৬৮
বীরভূম – শতাব্দী রায় (তৃণমূল) ১,৯৭,৬৫০
বোলপুর – অসিত মাল (তৃণমূল) ৩,২৭,২৫৩
বাঁকুড়া – অরূপ চক্রবর্তী (তৃণমূল) ৩২,৭৭৮
বিষ্ণুপুর – সৌমিত্র খাঁ (বিজেপি) ৫,৫৬৭
পুরুলিয়া – জ্যোতির্ময় সিং মাহাতো (বিজেপি) ১৭,০৭৯
ঝাড়গ্রাম – কালীপদ সোরেন (তৃণমূল) ১,৭৪,০৪৮
বর্ধমান পূর্ব – শর্মিলা সরকার (তৃণমূল) ১,৬০,৫৭২
বর্ধমান দুর্গাপুর – কীর্তি আজাদ (তৃণমূল) ১,৩৭,৯৮১
আসানসোল – শত্রুঘ্ন সিনহা (তৃণমূল) ৫,৯৫,৬৪
শ্রীরামপুর- কল্যাণ বন্দ্যোপাধ্যায় (তৃণমূল) ১,৭৪,৮৩০
বহরমপুর – ইউসুফ পাঠান (তৃণমূল) ৮৫,০২২
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.