Advertisement
Advertisement
West Bengal Lok Sabha Election Result 2024

বাংলার রায়: রাজ্যের ৪২ আসনে সিংহভাগ তৃণমূলের, ১২ বিজেপি এবং একটি কংগ্রেসের দখলে

চব্বিশের লোকসভা ভোটে গেরুয়া শিবিরে ধাক্কা, উনিশের তুলনায় আসন কমল বেশ খানিকটা।

West Bengal Lok Sabha Election Result 2024: final result of 42 constituencies

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:June 4, 2024 7:35 am
  • Updated:June 4, 2024 10:42 pm

কেমন হবে বাংলার ফলাফল? কটা আসন নিজেদের দখলে রাখতে পারবে তৃণমূল? বিজেপির ভাগ্যেই বা কী রয়েছে? কোন তারকা প্রার্থী হাসবেন জয়ের হাসি? চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলার ফলাফল সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য জানতে নজর রাখুন লাইভ আপডেটে।

রাত ১০.৩৪: রাজ্যের ৪২ আসনের মধ্যে ১২ টি বিজেপির দখলে। তৃণমূল জয়ী ২৯ আসনে। একটি আসনে জিতলেন কংগ্রেস। প্রার্থী 

Advertisement

রাত ১০.১১: হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর রাতে বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে জয়ী ঘোষণা। 

৯.৫৫: পুরুলিয়া কেন্দ্র থেকে জয়ী বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। 

রাত ৯.৪৫:   গণনায় কারচুপির অভিযোগ প্রার্থীদের। বিষ্ণুপুর, বালুরঘাটের কয়েকটি কেন্দ্রে ভোটগণনা চলছে রাতেও।

রাত ৮.২৪: পাশে অরূপ বিশ্বাস। বিপুল ভোটে জয়ের হার দলীয় কর্মীদের সঙ্গে উচ্ছ্বাসে মাতলেন সায়নী ঘোষ। বললেন, “ঘরের মেয়ে হয়ে উঠব।”
Saayoni Ghosh

রাত ৮.১৮:পুরুলিয়া ও পাড়া বিধানসভার ৪টি করে মোট আটটি বুথের ভিভিপ্যাট ফের গণনার আবেদন শান্তিরাম মাহাতোর। রাজি হয়নি বিজেপি। কমিশনের তরফেও কিছু জানানো হয়নি। আপাতত বন্ধ ভোটগণনা। 
রাত ৮.০৯:
স্ত্রীকে সঙ্গে নিয়ে আসানসোলের জয়ী প্রার্থী হিসাবে সার্টিফিকেট হাতে নিলেন শত্রুঘ্ন সিনহা। 

Shatrughna Sinha
রাত ৮.০৬:
জলপাইগুড়িতে ৮৭ হাজার ৭৩০ ভোটে জয়ী বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়।
রাত ৮:
১ লক্ষ ১৬ হাজার ৩৪৪ ভোটে জয়ী জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান।
সন্ধে ৭.৫৩:
ভোটের ফলপ্রকাশে বিলম্বে ক্ষুব্ধ বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। তিনি বলেন, “আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব গণনা শেষ হোক। প্রশাসন বলছে ১০ হাজার ভোটে এগিয়ে। আমাদের এজেন্টদের হিসাব অনুযায়ী ১৮ হাজার ভোটে এগিয়ে। মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে দিয়েছেন বলেই হয়তো ভোটের ফলাফল জানাতে দেরি হচ্ছে।”

Sukanta Majumdar

সন্ধে ৭.৪৮: মথুরাপুরে জয়ী তৃণমূল প্রার্থী বাপি হালদার। ১ লক্ষ ৯৭ হাজারের বেশি ভোটে জয়ী।
সন্ধে ৭.৪৪:
কোলাঘাট কেটিপিপি গণনাকেন্দ্রের সামনে বিক্ষোভ তৃণমূলের। অভিযোগ, কাউন্টিং এজেন্টদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে। গণনায় কারচুপি হচ্ছে বলেও অভিযোগ তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের।

Debangshu Bhattacharyaসন্ধে ৭.৩২: গণনার শেষলগ্নে কাঁথি, তমলুক এবং বালুরঘাটের ফল নিয়ে বিতর্ক। পুনরায় গণনার দাবি তৃণমূলের।
সন্ধে ৭.২৪:
বাংলায় বিপর্যস্ত বিজেপি। হারের পর শুভেন্দু অধিকারীর তোপ, “লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব বলে আতঙ্কের পরিবেশ তৈরি করে তৃণমূল। ভয়ের পরিবেশে ভোট হয়েছে। ঔদ্ধত্যের পতন জনতার হাতেই হবে। বাংলায় ডবল ইঞ্জিন সরকার তৈরি হলে আরও বেশি উন্নয়ন হত রাজ্যের।”

Suvendu-Adhikari
সন্ধে ৭.২১:
কলকাতা উত্তরে জয়ী তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। বললেন, “দলের অন্যান্য কর্মী এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমার পাশে ছিলেন। জয়ের বিষয়ে নিশ্চিতই ছিলাম।”

Sudip Banerjee
সন্ধে ৭: “আর দলবদল করব না”, হার স্বীকার করে চব্বিশের নির্বাচন থেকে শিক্ষা অর্জুন সিংয়ের।

Arjun-Sing

সন্ধে ৬.৫৪: “জয়ই জবাব। নতুন করে কিছু বলার নেই।” লকেটকে হারানোর পর প্রথম প্রতিক্রিয়া রচনার। 

Rachana Banerjee
সন্ধে ৬.৪৫:
আরামবাগে জয়ী তৃণমূল প্রার্থী মিতালি বাগ।
সন্ধে ৬.৪৪:
রাজ্যে ১৯ জুন পর্যন্ত থাকছে কেন্দ্রীয় বাহিনী। কমিশনের সিদ্ধান্তের বিরোধিতায় সরব মমতা। তাঁর তোপ, “বিজেপির নিরাপত্তার স্বার্থে রাখা হয়েছে। আমার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুলবে না? খরচ বাড়বে না? কেন রাখব? ওই টাকা আমি উন্নয়নের কাজে লাগাতে পারি।”
সন্ধে ৬.৩৬:
“পার্থ জিতেছে, ওর ক্রেডিট। বরানগর জিতব জানতাম। যারা বেইমানি করে তাদের মানুষ পাশে থাকে না। একমাত্র যদি না কোনও কারণ থাকে।” নাম না করে ‘দলবদলু’ তাপস রায়কে তোপ মমতার।
সন্ধে ৬.৩৩:
অধীরগড়ে বিপুল ভোটে জয়ী ইউসুফ পাঠান। তারকা প্রার্থীকে অভিনন্দন মমতার।
সন্ধে ৬.৩১:
মমতা বলে, “সন্দেশখালির মানুষ জবাব দিয়েছেন। মা-বোনেদের স্যালুট। যে বুথে চক্রান্ত করেছিল, সে বুথেও জিতেছে। আমার কাজের দায়িত্ব আরও বেড়ে গেল।” 
সন্ধে ৬.২২:
মমতা বলেন, “সব জোটসঙ্গীর সঙ্গে ফোনে কথা হবে। ফলের জন্য অখিলেশকে অভিনন্দন। রাহুলকে অভিনন্দন বার্তা পাঠিয়েছে। ইন্ডিয়া জোটকে ভাঙতে পারবে না বিজেপি। যাঁদের ফোনে পেয়েছি, তাঁদের অভিনন্দন জানিয়েছি।” আগামিকাল অর্থাৎ বুধবার ইন্ডিয়া জোটের বৈঠকে যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 
সন্ধে ৬.১৫:
আরও একবার বকেয়া ইস্যুতে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। “বাংলার বকেয়া অবিলম্বে ফেরত দিতে হবে। বকেয়া না মেটালে আন্দোলন হবে। লজ্জা থাকলে আমাদের টাকা এখনই ফেরত দেওয়া হোক।”

Mamata-and-Abhishekসন্ধে ৬.১২: বিজেপিকে তোপ দেগে মমতা আরও বলেন, “প্রচারে এসে বলেছিল, আব কি বার ৪০০ পার। এখন নীতীশ আর টিডিপির পা ধরতে হচ্ছে। মোদি-শাহর অহঙ্কার চূর্ণ হয়েছে। এই ফলাফল থেকে বিজেপির শিক্ষা নেওয়া উচিত। একক সংখ্যাগরিষ্ঠ দলের স্বীকৃতি পায়নি বিজেপি। বাংলায় ভোট পরিচালনা করেছে এক গদ্দার। রাজ্য পুলিশকেও কাজে লাগানো হয়নি। জনমতকে মানতে শিখুন।” নরেন্দ্র মোদির অবিলম্বে পদত্যাগ দাবি করেন মমতা। অমিত শাহেরও পদত্যাগ দাবি করেন তিনি। 
সন্ধে ৬.০৬:
বিজেপিকে পরাস্ত করে বিপুল জয় তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসীকে ধন্যবাদ জানালেন মমতা। তিনি বলেন, “রিগিং করে কিছু হয় না। বাংলায় ভোট শতাংশ বেড়েছে। তমলুকে ভোট হয়নি, পুরো রিগিং হয়েছে। কাঁথিতেও কারচুপি হয়েছে। বিজেপি অবজার্ভাররা জেতা জায়গার সার্টিফিকেট দিচ্ছে না। কিছু আসনে তৃণমূলকে জোর করে হারানো হয়েছে।” এক্সিট পোলকে ‘ফালতু সার্ভে’ বলে কটাক্ষ। তিনি বলেন, “আমি মানুষের চোখ বুঝি।” 
বিকেল ৫.৪৫:
মালদহ দক্ষিণে জয়ী কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরী। মালদহ উত্তরে এগিয়ে বিজেপি প্রার্থী খগেন মুর্মু। 
বিকেল ৫.৪৩:
আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে জয়ী বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা।
বিকেল ৫.৪২:
২০ হাজার ২৩৮ ভোটে এগিয়ে আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ।
বিকেল ৫.৪১:
বহরমপুর পুরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখোপাধ্যায় ফুলের মালা দিয়ে বরণ করছেন তারকা প্রার্থী ইউসুফ পাঠানকে।
Yusuf Pathan
বিকেল ৫.৪০:
শ্রীরামপুরে ফের জয়ী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 
বিকেল ৫.৩৮:
যাদবপুরে জয়ী সায়নী ঘোষ, হুগলিতে জয়ী রচনা বন্দ্যোপাধ্যায়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মেদিনীপুরে জয়ী জুন মালিয়া। ৩২ হাজার ১১৯ ভোটে জয়।
বিকেল ৫.১৮:
চতুর্থবার সংসদের পথে। বারাসতে জয়ী তৃণমূলের কাকলি ঘোষ দস্তিদার।

বিকেল ৫.১২: জলপাইগুড়ি কেন্দ্র ফের বিজেপির হাতেই। জিতলেন বিদায়ী সাংসদ জয়ন্ত কুমার রায়। পরাজিত নির্মলচন্দ্র রায়। দার্জিলিংয়ে জয়ী রাজু বিস্তা।
বিকেল ৫.০৮: বাঁকুড়া কেন্দ্রে বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রীকে হারিয়ে জয়ী তৃণমূলের দক্ষ সংগঠক অরূপ চক্রবর্তী।
বিকেল ৪.৪০: বারাকপুরে বড় ব্যবধানে জয়ী তৃণমূলের পার্থ ভৌমিক, পরাস্ত অর্জুন সিং। মথুরাপুর থেকে জিতলেন বাপি হালদার।
বিকেল ৪.৩২: বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে হার দিলীপ ঘোষের। জয়ী তৃণমূলের কীর্তি আজাদ।
বিকেল ৪.২৫: ডায়মন্ড হারবার থেকে রেকর্ড ব্য়বধানে জয়ী। অভিষেকের প্রাপ্ত ভোট ৭ লক্ষ ১০ হাজার ৯৩০। 
বিকেল ৪.১৯: আসানসোল ফের তৃণমূলের। এসএস আলুওয়ালিয়াকে হারিয়ে ৬৪ হাজারের বেশি ভোটে জিতলেন শত্রুঘ্ন সিনহা। বীরভূমে জয়ী শতাব্দী রায়।

Shatrughna

বিকেল ৪.১৫: বহরমপুরে জয়ী ইউসুফ পাঠান, পাঁচবার সাংসদ হয়েই থামতে হল অধীর চৌধুরীকে। ঘাটাল থেকে জয়ী দেব, পরাজিত হিরণ চট্টোপাধ্যায়।
Dev

বিকেল ৪.০২: একাদশ রাউন্ড শেষে ঘাটালে দেব ১ লক্ষ ২০ হাজার ৬৪৬ ভোটে এগিয়ে।

দুপুর ৩.৫৫: দশম রাউন্ড গণনা শেষে বহরমপুর লোকসভার তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান ৫০ হাজার ভোটে এগিয়ে।

দুপুর ৩.৪২: কৃষ্ণনগর থেকে জয়ী তৃণমূলের মহুয়া মৈত্র, জয়নগরের প্রতিমা মণ্ডল। কলকাতা দক্ষিণে জয়ী মালা রায়। 

দুপুর ৩.৩৫: জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের থেকে বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় ৭১৭১০ ভোটে এগিয়ে।

দুপুর ৩.২৮: দশম রাউন্ড শেষে ঘাটালে দেবের প্রাপ্ত ভোট ৪ লক্ষ ৯৪ হাজার ৬০৮, হিরণ পেয়েছেন ৩ লক্ষ ৯২ হাজার ৫৩২। দুজনের ভোটের ব্যবধান ১ লক্ষ ২ হাজার ৭৬।

দুপুর ৩.২১: তেরো রাউন্ড গণনা শেষে বহরমপুর থেকে ৭২ হাজার ভোটে এগিয়ে তৃণমূল ইউসুফ পাঠান।
দুপুর ৩.০৫:
অষ্টম রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগড়ের থেকে ৩২ হাজার ৬২৪ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী মিতালি বাগ।

দুপুর ২.৫২: ডায়মন্ড হারবারের রেকর্ড ভোটে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৬ লক্ষ ৫৮ হাজার ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী।

দুপুর ২.৩৯: যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ ১,৩৯,৭৮৪ ভোটে এগিয়ে।

দুপুর ২.২৮: মথুরাপুরের তৃণমূল প্রার্থী বাপি হালদার অষ্টম রাউন্ড গণনার পর ১ লক্ষ ১৩ হাজার ৫২৩ ভোটে এগিয়ে।
দুপুর ২.২৪:
আট রাউন্ডের পর ভোটগণনা কেন্দ্র থেকে বেরিয়ে গেলেন বিজেপি এজেন্টরা। হার স্বীকার করলেন বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার। তিনি বলেন, “সাধারণ মানুষ যা রায় দিয়েছে, তা মেনে নেওয়া বুদ্ধিমানের কাজ।”
Asim Sarkarদুপুর ২.২১:
হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ২৭ হাজার ২০৬ ভোটে এগিয়ে।
দুপুর ২.১৯:
শ্রীরামপুর লোকসভার তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ১ লক্ষ ১৮ হাজার ভোটে এগিয়ে।
দুপুর ২.১৫:
৭৯ হাজার ৯২৬ ভোটে এগিয়ে হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়।
দুপুর ২.০৯:
জলপাইগুড়ির বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় ৫৮ হাজার ৫৮১ ভোটে এগিয়ে।
দুপুর ২.০৮:
১১ রাউন্ড শেষে বীরভূমের তারকা প্রার্থী শতাব্দী রায় ৮৫ হাজার ৭৬১ ভোটে এগিয়ে।
দুপুর ২.০৬:
মেদিনীপুরে অগ্নিমিত্রা পলকে টেক্কা দিয়ে ৫২ হাজার ৯৭২ ভোটে এগিয়ে জুন মালিয়া।
দুপুর ১.৫৮:
গণনা কেন্দ্রে আসার পর আসানসোলের বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়ার উদ্দেশে ‘জয় বাংলা’ স্লোগান। এলাকায় ব্যাপক উত্তেজনা।

Aluwalia
দুপুর ১.৫৭:
সপ্তম রাউন্ড গণনা শেষে ২৬ হাজার ৭৬০ ভোটে এগিয়ে বিজেপির কার্তিকচন্দ্র পাল। পিছিয়ে তৃণমূলের কৃষ্ণ কল্যাণী। 
দুপুর ১.৫৬:
৬২১ ভোটে এগিয়ে পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো।
দুপুর ১.৫৪:
উলুবেড়িয়ায় তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ ১ লক্ষ ৮ হাজার ৫৪৮ ভোটে এগিয়ে।
দুপুর ১.৫৩:
যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ১ লক্ষ ২৯ হাজার ৭৯৬ ভোটে এগিয়ে।
দুপুর ১.৫১:
ভোটগণনা কর্মীদের নেই পানীয় জল ও খাবারের বন্দোবস্ত। পুরুলিয়ায় থমকে গণনা। 

Purulia

দুপুর ১.৪৩: ৩৪ হাজার ৪৬ ভোটে এগিয়ে ইউসুফ পাঠান।  মেদিনীপুরে জুন মালিয়া এগিয়ে ৪২ হাজার ভোটে। 
দুপুর ১.৪২:
৩২ হাজার ভোটে এগিয়ে কাঁথির তৃণমূল প্রার্থী উত্তম বারিক।
দুপুর ১.৪০: হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ২৪ হাজার ৭৫ ভোটে এগিয়ে।
দুপুর ১.৩৬:
জলপাইগুড়ির বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় ৫১ হাজার ৭৬৫ ভোটে এগিয়ে।
দুপুর ১.৩১:
ডায়মন্ড হারবারে অভিষেকের টার্গেট পার। ৪ লক্ষ ১২ হাজার ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী।
দুপুর ১.২৯: আসানসোল তৃণমূলের জেলা কার্যালয়ে মিষ্টি বিতরণ করছেন তৃণমূলের পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী।
দুপুর ১.২৬: মথুরাপুরের তৃণমূল প্রার্থী বাপি হালদার সপ্তম রাউন্ডের শেষে ১ লক্ষ ১০ হাজার ভোটে এগিয়ে। 
দুপুর ১.২৫:
৯ রাউন্ড ভোটগণনা শেষে শতাব্দী রায় ৭৩ হাজার ৪০০ ভোটে এগিয়ে।
দুপুর ১.১১: ডায়মন্ড হারবার প্রায় ৪ লক্ষ ভোটে এগিয়ে অভিষেক। ভোটগণনার প্রাথমিক ট্রেন্ড দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তৃণমূলের ‘সেনাপতি’। দেখালেন ভিকট্রি সাইন।

দুপুর ১.০৩: বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার ৪০ হাজার ৬৮৪ ভোটে এগিয়ে।
দুপুর ১.০২:
জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের থেকে বিজেপি প্রার্থী জয়ন্তকুমার রায় ৪২ হাজার ৪৮৩ ভোটে এগিয়ে।
দুপুর ১২.৫৯:
সপ্তম রাউন্ড শেষে শতাব্দী রায় ৬০ হাজার ৫০৫ ভোটে এগিয়ে।
দুপুর ১২.৫৭:
মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়া ৩৪ হাজারের বেশি ভোটে এগিয়ে।
দুপুর ১২.৫৬:
শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৯৯ হাজার ৩৩০ ভোটে এগিয়ে।
দুপুর ১২.৫৫:
৬৭ হাজার ১১৩ ভোটে এগিয়ে বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার।
দুপুর ১২.৫৪:
৬১ হাজার ৯৪০ ভোটে এগিয়ে উলুবেড়িয়ার তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ।
দুপুর ১২.৫৩:
চার রাউন্ড গণনা শেষে জলপাইগুড়িতে ৪২ হাজার ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী জয়ন্তকুমার রায়।
দুপুর ১২.৫২:
যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ৯৩ হাজার ৬৭৬ ভোটে এগিয়ে।
দুপুর ১২.৫১:
পঞ্চম রাউন্ড শেষে ঘাটাল লোকসভায় ৫০ হাজার ৭৯৭ ভোটে এগিয়ে ঘাটালের তৃণমূল প্রার্থী দেব।
দুপুর ১২.৫০:
আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ ২৩ হাজার ৬২৯ ভোটে এগিয়ে।
দুপুর ১২.৪৯:
মথুরাপুরের তৃণমূল প্রার্থী বাপি হালদার ৮১ হাজার ৩২৮ ভোটে এগিয়ে রয়েছে। 
দুপুর ১২.৪৮:
দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্তা ১২ হাজার ৯১১ ভোটে এগিয়ে।
দুপুর ১২.৪৭:
৫৩ হাজারেরও বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়।
দুপুর ১২.৪৬:
বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় ৬২ হাজার ১৯৭ ভোটে এগিয়ে।
দুপুর ১২.৪৫:
২৩ হাজার ৬২৯ ভোটে এগিয়ে আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ।
দুপুর ১২.৪৪:
৩ হাজার ৮১২ ভোটে এগিয়ে পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো।
দুপুর ১২.৪৩:
বাঁকুড়ায় ষষ্ঠ রাউন্ড গণনা শেষে তৃনমূলের অরূপ চক্রবর্তী এগিয়ে ১৫ হাজার ০৭৪ ভোটে।
দুপুর ১২.৪২:
বহরমপুরে এগিয়ে তৃণমূলের তারকা প্রার্থী ইউসুফ পাঠান।  পিছিয়ে অধীররঞ্জন চৌধুরী।
দুপুর ১২.৪১: ভোটগণনার তৃতীয় রাউন্ড শেষে তমলুকে বিজেপি ২ হাজার ৫২ ভোটে এগিয়ে।
দুপুর ১২.৪০:
সাইকেলে চড়ে ভোটগণনা কেন্দ্রে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র।
Mahua Maitraদুপুর ১২.৩৯:
২০ হাজারের বেশি ভোটে এগিয়ে মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়া।দুপুর ১২.৩০: এগিয়ে আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা।  
দুপুর ১২.২৯:
১ লক্ষ ভোটের ব্যবধান পেরলেন কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায়।
দুপুর ১২.২৮:
পুরুলিয়ায় ১ হাজার ৫২৯ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো।
দুপুর ১২.২৭:
পঞ্চম রাউন্ড গণনা শেষে বাঁকুড়ায় ১৩ হাজার ৭২ ভোটে এগিয়ে তৃণমূল।
দুপুর ১২.২৬: রায়গঞ্জ কেন্দ্রে বিজেপির কার্তিকচন্দ্র পাল ১২ হাজার ২০০ ভোটে এগিয়ে। পিছিয়ে তৃণমূলের কৃষ্ণ কল্যাণী।
দুপুর ১২.২৫: কৃষ্ণনগরের রানিমাকে টেক্কা দিয়ে এগিয়ে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। 

Mahua Maitraদুপুর ১২.২৪: হুগলিতে ১৭ হাজার ভোটে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। চুঁচুড়ায় শুরু আবির খেলা।

Hooghly Celebrationদুপুর ১২.২৩: শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৭৫ হাজার ৫৩৬ ভোটে এগিয়ে। 
দুপুর ১২.২২:
১১ হাজার ৩১১ ভোটে মেদিনীপুরে এগিয়ে জুন মালিয়া।
দুপুর ১২.২০:
৩২ হাজার ৩৭৯ ভোটে এগিয়ে শত্রুঘ্ন সিনহা।
দুপুর ১২.১৯:
ভোটগণনার প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে মথুরাপুরের তৃণমূল প্রার্থী বাপি হালদার। তাঁর কার্যালয়ের সামনে আগাম জয়ের সেলিব্রেশন।

Mathurapur-Celebrationদুপুর ১২.১৮: আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালী বাগ ২৯ হাজার ভোটে এগিয়ে।
দুপুর ১২.১৭:
১ হাজার ৪৪৬ ভোটে এগিয়ে পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো।
দুপুর ১২.১৬:
পঞ্চম রাউন্ড শেষে শতাব্দী রায় ৫৪ হাজার ৬৩৩ ভোটে এগিয়ে।
দুপুর ১২.১৫:
দ্বিতীয় রাউন্ডের শেষে হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ৪৫ হাজার ৯৬৭ ভোটে এগিয়ে।
দুপুর ১২.১৪:
২৬ হাজার ১৯৭ ভোটে এগিয়ে শত্রুঘ্ন সিনহা।
দুপুর ১২.১৩:
হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ১৭ হাজার ৯৬ ভোটে এগিয়ে।
দুপুর ১২.১২:
ষষ্ঠ রাউন্ড শেষে বোলপুরে তৃণমূল প্রার্থী অসিত মাল ১ লক্ষ ১৪ হাজার ৫৩৩ ভোটে এগিয়ে। বোলপুরে বিভিন্ন জায়গায় শুরু আবির খেলা। 
Birbhumদুপুর ১২.১১: ৩৭ হাজার ২৭১ ভোটে এগিয়ে ঘাটালের তারকা প্রার্থী দেব। 
দুপুর ১২.১০:
শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৭৩ হাজার ৩৩৬ ভোটে এগিয়ে।
দুপুর ১২.০৯:
মেদিনীপুরের তৃণমূলের তারকা প্রার্থী জুন মালিয়া ৫ হাজারের বেশি ভোটে এগিয়ে।
দুপুর ১২.০৭:
২৩ হাজার ৭৯৯ ভোটে এগিয়ে তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা।
দুপুর ১২.০৬: জয় প্রায় নিশ্চিত হতেই গণনাকেন্দ্রে কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায়।

Mala-Roy
দুপুর ১২.০৫:
তিন রাউন্ড গণনা শেষে জলপাইগুড়িতে ৩৫ হাজার ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী জয়ন্তকুমার রায়।
বেলা ১১.৫৮:
ষষ্ঠ রাউন্ড শেষে বোলপুরের তৃণমূল প্রার্থী অসিতকুমার মাল ১ লক্ষ ১৪ হাজার ৫৩৩ ভোটে এগিয়ে।
বেলা ১১.৫৭:
বারাসত লোকসভা কেন্দ্রের বিধাননগর এলাকায় আবির খেলায় মাতলেন তৃণমূল কর্মীরা। থালা বাজিয়ে উল্লাস। 

TMC Celebrationবেলা ১১.৫৬: উলুবেড়িয়ায় তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ ১৪ হাজার ৮৫৩ ভোটে এগিয়ে। 
বেলা ১১.৫৪:
চতুর্থ রাউন্ড শেষে শতাব্দী রায় ৪৯ হাজার ৮৬৯ ভোটে এগিয়ে।
বেলা ১১.৫৩:
দার্জিলিংয়ে ৩ হাজার ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী রাজু বিস্তা।
বেলা ১১.৪৮:
সপ্তম রাউন্ড শেষে পুরুলিয়ার তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো ২ হাজার ৮১৭ ভোটে এগিয়ে।
বেলা ১১.৪৭:
কৃষ্ণনগরে ২৮ হাজার ৬২৪ ভোটে এগিয়ে তৃণমূলের মহুয়া মৈত্র।
বেলা ১১.৪৬:
ষষ্ঠ রাউন্ড শেষে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের জুন মালিয়া এগিয়ে ৪ হাজার ৮৫৪ ভোটে।
বেলা ১১.৪৫:
ভোটগণনার প্রাথমিক ট্রেন্ড দেখে জুতো বদল করলেন পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। সংস্কারের বশে তাঁর এই কাজ, দাবি অনেকের। যদিও প্রার্থীর যুক্তি, “পা কেটে গিয়েছে, তাই জুতো বদল করলাম।”

Jyotirmay-Singh-Mahatoবেলা ১১.৪৪: আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূলের মিতালী বাগ ১৬ হাজার ৫৩৭ ভোটে এগিয়ে। 
বেলা ১১.৪৩:
তৃতীয় রাউন্ড শেষে শতাব্দী রায় মোট ৪০ হাজার ৯৮২ ভোটে এগিয়ে।
বেলা ১১.৪২:
ভোটগণনার প্রাথমিক পর্যায়ে শুনশান বিজেপির মুরলীধর সেন লেনের পার্টি অফিস।

BJP-Party-Office
বেলা ১১.৩৮:
বাঁকুড়ায় এগিয়ে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী।
বেলা ১১.৩৭:
আলিপুরদুয়ার ১ হাজার ৬৩৪ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। 
বেলা ১১.৩৬:
আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালী বাগ ২৪ হাজার ৪০০ ভোটে এগিয়ে।
বেলা ১১.৩৫:
১ লক্ষ ৬১ হাজার ৮৭৯ ভোটে এগিয়ে ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বেলা ১১.৩৪:
২০ হাজার ৭৩০ ভোটে এগিয়ে শত্রুঘ্ন সিনহা।
বেলা ১১.৩৩:
তৃতীয় রাউন্ড শেষে প্রায় ৪ হাজার ভোটে এগিয়ে বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান।
বেলা ১১.২৭:
বর্ধমান পূর্বে এগিয়ে তৃণমূল। 
বেলা ১১.২৬:
হুগলিতে ১৪ হাজার ৫০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
বেলা ১১.২৫: তৃতীয় রাউন্ড শেষে ৭২ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী বাপি হালদার।
বেলা ১১.২৪:
দ্বিতীয় রাউন্ড গণনা শেষে তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের থেকে ২০ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়। 
বেলা ১১.২৩: হুগলিতে ১৪ হাজার ৫০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
বেলা ১১.২২:
মেদিনীপুরে এগিয়ে তৃণমূলের তারকা প্রার্থী জুন মালিয়া।
বেলা ১১.২১:
২৬ হাজার ৫৪৫ ভোটে এগিয়ে শত্রুঘ্ন সিনহা।
বেলা ১১.২০:
চতুর্থ রাউন্ড গণনা শেষে মেদিনীপুরে অগ্নিমিত্রা পল তিন হাজারের বেশি ভোটে এগিয়ে।
বেলা ১১.১৯: শ্রীরামপুর কেন্দ্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৫৬ হাজার ৯৮ ভোটে এগিয়ে।
বেলা ১১.১৮:
১০ হাজার ভোটে এগিয়ে তৃণমূলের তারকা প্রার্থী দেব।
বেলা ১১.১৭:
৮৭৬ ভোটে মেদিনীপুরে এগিয়ে অগ্নিমিত্রা পল।
বেলা ১১.১৬:
সাজদা আহমেদ এগিয়ে ১৩ হাজার ১৬১ ভোটে। 
বেলা ১১.১৫:
তমলুকে এগিয়ে তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য। পিছিয়ে প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২৪০ ভোট পেয়েছেন সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। 
বেলা ১১.১৪:
মেদিনীপুর লোকসভা কেন্দ্রে দ্বিতীয় রাউন্ড শেষে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পল ৩২২ ভোটে এগিয়ে।
বেলা ১১.১৩:
প্রথম রাউন্ড গণনা শেষে হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ২৩ হাজার ২৫ ভোটে এগিয়ে। দ্বিতীয় রথীন চক্রবর্তী।
বেলা ১১.১২:
২৩ হাজার ৯৪৪ ভোটে এগিয়ে শত্রুঘ্ন সিনহা।
বেলা ১১.১১: বাঁকুড়ায় ১০ হাজার ৬৬১ ভোটে এগিয়ে তৃণমূল। 
বেলা ১১.১০: দ্বিতীয় রাউন্ড শেষে বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম ৭৫ হাজার ৫৬০ ভোটে এগিয়ে। পিছিয়ে বিজেপি প্রার্থী রেখা পাত্র। 
বেলা ১১.০৯:
বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল।  উচ্ছ্বসিত কর্মী-সমর্থকরা।
বেলা ১১.০৮:
তৃতীয় রাউন্ড ভোটগণনা শেষে শতাব্দী রায় মোট ৪০ হাজার ৯৮২ ভোটে এগিয়ে।
বেলা ১১.০৭:
দার্জিলিংয়ে এগিয়ে বিজেপি প্রার্থী রাজু বিস্তা।
বেলা ১১.০৬:
৪ হাজার ৩০২ ভোটে এগিয়ে শত্রুঘ্ন সিনহা।
বেলা ১১.০৫:
৩১ হাজার ৬৯২ ভোটে এগিয়ে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
বেলা ১১.০৪:
কান্দি বিধানসভার তৃতীয় রাউন্ড গণনা শেষে ৩ হাজার ৮৭৫ ভোটে এগিয়ে তৃণমূলের তারকা প্রার্থী ইউসুফ পাঠান।
বেলা ১১.০২:
জলপাইগুড়ির বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় ১১ হাজার ৯০৮ ভোটে এগিয়ে।
বেলা ১১.০১:
যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ৩৬ হাজার ১০৭ ভোটে এগিয়ে।
বেলা ১১:
জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল ৫১ হাজার ৪৩২ ভোটে এগিয়ে।
সকাল ১০.৫৭:
৬ হাজার ৯৪৫ ভোটে এগিয়ে তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা।
সকাল ১০.৫৬:
প্রথম রাউন্ড গণনা শেষে ১ হাজার ২০২ ভোটে এগিয়ে তৃণমূলের শান্তিরাম মাহাতোর। 
সকাল ১০.৫৪:
তৃতীয় রাউন্ড শেষে বিজেপি প্রার্থী অমৃতা রায় ১২ হাজার ৭০০ ভোটে এগিয়ে।
সকাল ১০.৫৩:
৩১ হাজার ৬৯২ ভোটে এগিয়ে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
সকাল ১০.৪৮: তৃতীয় রাউন্ড গণনা শেষে বোলপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অসিত মাল ৫১ হাজার ১৫৫ ভোটে এগিয়ে।
সকাল ১০.৪৭: হাওড়ায় তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ৯ হাজার ৪৭০ ভোটে এগিয়ে।
সকাল ১০.৪৬:
৪ হাজার ৩০৪ ভোটে আসানসোলে এগিয়ে বিজেপি।
সকাল ১০.৪৫:
চতুর্থ রাউন্ড গণনায় বারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক ২৩ হাজার ৯৯৬ ভোটে এগিয়ে। 
সকাল ১০.৪৪:
মথুরাপুরে তৃণমূলের বাপি হালদার ৬২ হাজার ভোটে এগিয়ে।
সকাল ১০.৪৩:
বাংলা তৃণমূলেরই, গণনার প্রাথমিক ট্রেন্ডে X হ্যান্ডেলে দাবি শাসক শিবিরের।

সকাল ১০.৪২: বালুরঘাটে পিছিয়ে সুকান্ত মজুমদার। দিলীপ ঘোষকে টেক্কা তৃণমূলের কীর্তি আজাদের।
Dilip Ghoshসকাল ১০.৪১: দ্বিতীয় রাউন্ড শেষে শতাব্দী রায় ১০ হাজার ৭৭৯ ভোটে এগিয়ে।
সকাল ১০.৪০:
প্রথম রাউন্ডের শেষে ৯ হাজার ৩৭৯ ভোটে এগিয়ে তৃণমূল।
সকাল ১০.৩৯:
বর্ধমান পূর্বে ৩৭ হাজার ৮১৮ ভোটে এগিয়ে তৃণমূলের শর্মিলা সরকার।
সকাল ১০.৩৮
: তৃতীয় রাউন্ড গণনা শেষে বারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক ২২ হাজার ৮২৩ ভোটে এগিয়ে। 
সকাল ১০.৩৭:
শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ২১ হাজার ৪৪৬ ভোটে এগিয়ে।
সকাল ১০.৩৬: বর্ধমান পূর্বে ৩৭ হাজার ৮১৮ ভোটে এগিয়ে তৃণমূলের শর্মিলা সরকার।
সকাল ১০.৩৪:
৪ হাজার ৪৯৭ ভোটে এগিয়ে আসানসোলের বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়া।
সকাল ১০.৩৩:
উলুবেড়িয়ায় ৩৮৬ ভোটে পিছিয়ে তৃণমূলের সাজদা আহমেদ।
সকাল ১০.৩২:
কীর্তি আজাদ ২৩ হাজার ২২৩ ভোটে এগিয়ে। পিছিয়ে দিলীপ ঘোষ।
সকাল ১০.২৭:
প্রথম দফা ভোটগণনা শেষে বীরভূমে এগিয়ে ১৫ হাজার ৪০৫ ভোটে এগিয়ে শতাব্দী রায়। 
সকাল ১০.২৬:
প্রথম রাউন্ড গণনা শেষে ১১ হাজার ভোটে এগিয়ে বিজেপি।
সকাল ১০.২৫: প্রথম রাউন্ড গণনার শেষে এগিয়ে আরামবাগে তৃণমূল প্রার্থী মিতালি বাগ।
সকাল ১০.২৪:
বনগাঁয় এগিয়ে বিজেপির শান্তনু ঠাকুর।
সকাল ১০.২৩:
বাঁকুড়ায় ৬ হাজার ৯৪৮ ভোটে এগিয়ে তৃণমূলের অরুপ চক্রবর্তী। 
সকাল ১০.২২: পুরুলিয়ায় পোস্টাল ব্যালট গণনা শেষে তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো ৬টি ভোটে এগিয়ে।
সকাল ১০.২১:
২৮ হাজার ৪৫৮ ভোটে এগিয়ে বসিরহাটের বিজেপি প্রার্থী হাজি নুরুল ইসলাম।
সকাল ১০.২০:
প্রথম রাউন্ড গণনা শেষে নদিয়ার সাতটি বিধানসভা মিলিয়ে সার্বিকভাবে বিজেপি প্রার্থী এগিয়ে। রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার এগিয়ে।
সকাল ১০.১৯:
বেলডাঙায় প্রথম রাউন্ড শেষে ৮১৫ ভোটে এগিয়ে অধীর চৌধুরী। বড়ঞায় ২ হাজার ৩৭৮ ভোটে এগিয়ে তৃণমূল।
সকাল ১০.১৮:
আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বরাইক।
সকাল ১০.১৭: প্রথম রাউন্ড গণনা শেষে ১৮ হাজারের বেশি ভোটে এগিয়ে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র।
সকাল ১০.১৬:  ২৫ হাজার ৫০০ ভোটে এগিয়ে তৃণমূলের প্রতিমা মণ্ডল। 
সকাল ১০.১৫: দ্বিতীয় রাউন্ডে হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় এগিয়ে।
সকাল ১০.১৪: আসানসোলে ৪ হাজার ৮৮৭ ভোটে এগিয়ে বিজেপি।
সকাল ১০.১১:
আসানসোলে ৮ হাজার ৫৬২ ভোট এগিয়ে বিজেপি।
সকাল ১০.১০:
৭ হাজার ২৭৬ ভোটে এগিয়ে বারাসতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার।
সকাল ১০.৯:
প্রথম রাউন্ড গণনা শেষে ৩২ হাজার ভোটে এগিয়ে ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সকাল ১০.৮: মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পল ২ হাজার ৭১৮ ভোটে এগিয়ে।
সকাল ১০.৭: জয়নগর লোকসভা কেন্দ্রে ১১ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল। 
সকাল ১০.৬: বোলপুরের তৃণমূল প্রার্থী অসিত মাল ৪০ হাজার ৮৩৫ ভোটে এগিয়ে। 
সকাল ১০.৫: প্রথম রাউন্ড ভোটগণনা শেষে বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র ৬ হাজার ৫৫৩ ভোটে এগিয়ে।
সকাল ১০.৪:
জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়। 

Amrita Royসকাল ১০.৩: পিছিয়ে বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। 
সকাল ১০.২:
দার্জিলিংয়ে এগিয়ে তৃণমূলের গোপাল লামা।
সকাল ১০.১:
হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ৩ হাজার ৫৯৮ ভোটে এগিয়ে।
সকাল ১০:
চতুর্থ রাউন্ড ভোটগণনা শেষে আসানসোলে ৬ হাজার ৯৫৬ ভোটে এগিয়ে বিজেপি।
সকাল ৯.৫৭:
আরামবাগে ৬ হাজার ৩০৫ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী মিতালি বাগ। 
সকাল ৯.৫৬:
আসানসোল লোকসভায় তৃতীয় রাউন্ড শেষে ২ হাজার ৩১৩ ভোটে এগিয়ে বিজেপি।
সকাল ৯.৫৪:
দ্বিতীয় রাউন্ডে ৫০ হাজার ভোটে এগিয়ে মথুরাপুরের তৃণমূল প্রার্থী বাপি হালদার।
সকাল ৯.৫৩:
১৩ হাজার ভোটে এগিয়ে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
সকাল ৯.৫১:
দ্বিতীয় রাউন্ড শেষ আসানসোল লোকসভা কেন্দ্রে ৮০২ ভোটে এগিয়ে বিজেপি।
সকাল ৯.৪৩:
দ্বিতীয় রাউন্ড ভোটগণনা শেষে ৫ হাজার ৭১৯ ভোটে এগিয়ে তৃণমূল।
সকাল ৯.৪২:
বহরমপুরে এগিয়ে কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী।
সকাল ৯.৪১:
প্রথম রাউন্ড ভোটগণনা শেষে জয়নগরের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল ২ হাজার ৮৯১ ভোটে এগিয়ে। বসিরহাটে এগিয়ে হাজি নুরুল ইসলাম।
সকাল ৯.৪০:
দিলীপ ঘোষের থেকে তৃণমূলের তারকা প্রার্থী কীর্তি আজাদ ৫ হাজার ৮৫৫ ভোটে এগিয়ে। 
সকাল ৯.৩৯:
ভরতপুর বিধানসভার প্রথম রাউন্ড ভোটগণনা শেষে তৃণমূলের তারকা প্রার্থী ইউসুফ পাঠান ১ হাজার ৩৭ ভোটে এগিয়ে।
সকাল ৯.৩৮:
প্রথম রাউন্ডে বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার ৩ হাজার ১০৪ ভোটে এগিয়ে।
সকাল ৯.৩৭:
বড়জোড়া ও খণ্ডঘোষে ২৭৪ ভোটে এগিয়ে বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল।
সকাল ৯.৩৬:
প্রথম রাউন্ড শেষে ১ হাজার ৮৬৩ ভোটে এগিয়ে আসানসোলের বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়া।  
সকাল ৯.৩৫:
শ্রীরামপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মালদহ দক্ষিণে এগিয়ে শ্রীরূপা মিত্র চৌধুরী। 
সকাল ৯.৩৪:
প্রথম রাউন্ড গণনা শেষে যাদবপুরে ১ হাজার ৭৭৭ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। দ্বিতীয় বিজেপি।
সকাল ৯.৩৩:
প্রথম রাউন্ডে কোচবিহার লোকসভা কেন্দ্রে পিছিয়ে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। এগিয়ে তৃণমূলের জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া।
সকাল ৯.২৯:
বালুরঘাটে এগিয়ে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। 
সকাল ৯.২৮:
কান্দি বিধানসভায় প্রথম রাউন্ড ভোটগণনা শেষে ৩ হাজার ৬০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান।
সকাল ৯.২৭:
কাটোয়া বিধানসভায় এগিয়ে বিজেপি।
সকাল ৯.২৬: প্রথম রাউন্ড শেষে আসানসোল লোকসভা কেন্দ্রে ৭ হাজার ভোটে এগিয়ে বিজেপি।
সকাল ৯.২৫:
বর্ধমান দুর্গাপুরের ভাতার, গলসি বিধানসভাতেও এগিয়ে তৃণমূল। মন্তেশ্বরে ৮৭ ভোটে এগিয়ে বিজেপি।
সকাল ৯.২৪:
প্রথম রাউন্ডের শেষে মথুরাপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী বাপি হালদার। ১৮ হাজার ভোটে এগিয়ে। 
সকাল ৯.২৩:
আসানসোলে এগিয়ে তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা। 
সকাল ৯.২২:
বারাকপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক।
সকাল ৯.১৮:
বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ ১ হাজার ৭৯৩ ভোটে এগিয়ে। তিনি বলেন, “পোস্টাল ব্যালট গণনার ফল স্থগিত। কারণ, অনেক পোস্টাল ব্যালটে সই, তারিখ নেই।”
সকাল ৯.১৪:
কাঁথিতে এগিয়ে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। 
সকাল ৯.১৩:
ভোটগণনা কেন্দ্রে কেন শতাব্দী রায়ের নিরাপত্তা কর্মীরা? প্রশ্ন বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের। পালটা বিজেপির বিরুদ্ধে নির্দল প্রর্থীদের কিনে নেওয়ার অভিযোগ শতাব্দী রায়ের।  তিনি বলেন, “সকলেই হাতে গেরুয়া ব্যান্ড নিয়ে আছে।”  
সকাল ৯.০৯:
বহরমপুর লোকসভার বহরমপুর বিধানসভার প্রথম রাউন্ড শেষে কংগ্রেস এগিয়ে। দ্বিতীয় বিজেপি। তৃতীয় স্থানে তৃণমূল। মাত্র ২৬ ভোটে লিড অধীর চৌধুরীর।
সকাল ৯.০৬:
হেস্টিংসে ভোটগণনা কেন্দ্রের বাইরে কাউন্টিং এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। প্রতিবাদে গণনাকেন্দ্রের বাইরে ধরনায় ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। 
সকাল ৯.০৫:
মেদিনীপুরে এগিয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। 
সকাল ৯.০৩:
ঝাড়গ্রামে এগিয়ে তৃণমূল প্রার্থী। বনগাঁয় এগিয়ে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। হাওড়ায় এগিয়ে তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায়। বর্ধমান পূর্বে এগিয়ে তৃণমূলের শর্মিলা সরকার। উলুবেড়িয়ায় এগিয়ে শাসক শিবিরের সাজদা আহমেদ। রানাঘাটে এগিয়ে জগন্নাথ সরকার। শ্রীরামপুরে এগিয়ে বিজেপির কবীর শংকর বোস। 
সকাল ৯.০২:
বোলপুরে এগিয়ে বিজেপির পিয়া সাহা। বীরভূমে এগিয়ে শতাব্দী রায়।
সকাল ৯:
বাঁকুড়ায় এগিয়ে অরূপ চক্রবর্তী। মথুরাপুরে এগিয়ে বিজেপি। জয়নগরে এগিয়ে প্রতিমা মণ্ডল। পুরুলিয়ায় জ্যোতির্ময় সিং মাহাতো। মুর্শিদাবাদে এগিয়ে বিজেপি। জঙ্গিপুরে এগিয়ে কংগ্রেস প্রার্থী মোর্তাজা হোসেন। বালুরঘাটে এগিয়ে সুকান্ত মজুমদার। 
সকাল ৮.৫৮:
বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং কলেজের ভোটগণনা কেন্দ্রে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ।
Saumitra-Khan
সকাল ৮.৫৬:
দমদমে এগিয়ে শীলভদ্র দত্ত। যাদবপুরে এগিয়ে সায়নী ঘোষ। কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তরেও এগিয়ে তৃণমূল প্রার্থীরা।
সকাল ৮.৫৩:
এগিয়ে বিজেপির হিরণ চট্টোপাধ্যায়। হুগলিতে এগিয়ে রচনা বন্দ্যোপাধ্যায়।  
সকাল ৮.৪৯:
হুগলি এইচআইটি কলেজে ভোটগণনা কেন্দ্রে রচনা বন্দ্যোপাধ্যায়। বলেন,রাতে সুন্দর ঘুম হয়েছে। তৃণমূল সবসময় শৃঙ্খলাপরায়ণ। আজও সেটাই বজায় রাখবেন আমাদের কর্মী-সমর্থকরা, আশা করি। টেনশন হচ্ছে না। তবে এতদিন ধরে পরিশ্রম করেছি, একটা তো আশা থাকেই। এটা পরীক্ষা নয়। এই টেনশনটা একটু অন্যরকম। এটা মানুষের পাশে থাকার যুদ্ধ। আমি একশোভাগ আশাবাদী।” তিনি আরও বলেন, “প্রচুর দই, মিষ্টি, ভাত খাওয়া হয়েছে। এবার ডায়েট করতে হবে।”

Rachana Banerjee

সকাল ৮.০৯: অর্জুন সিংকে লক্ষ্য করে ‘পল্টুরাম’ স্লোগান তৃণমূলের। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বারাকপুরের বিজেপি প্রার্থী।   
সকাল ৮.০৩:
বহরমপুর লোকসভার ভোট গণনার বিভিন্ন টেবিলে বিজেপি এজেন্টরা বসতে পারছেন না বলেই অভিযোগ।  জেলা নির্বাচন কমিশনের কাছে নালিশ।  

Complain letter
সকাল ৮:
শুরু হল ভোটগণনা। প্রথমে গোনা হচ্ছে পোস্টাল ব্যালট ও ইটিবিপি। 

সকাল ৭.৫৯: ‘স্ট্রংরুমে ক্যাজুয়াল স্টাফ কেন?’, প্রশ্ন তুলে ঘাটালে স্ট্রংরুমের সামনে উত্তেজনা। মহকুমাশাসকের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। 

সকাল ৭.৫৭: ভোটগণনার আগে নদিয়ার হরিণঘাটায় ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১ রাউন্ড গুলি-সহ গ্রেপ্তার এক।

Arrestসকাল ৭.৩৭: গণনার আগের রাত থেকে ভাঙড়ের চালতাবেড়িয়ার পানাপুকুরে বিস্ফোরণ। গুরুতর জখম ৫। তাঁদের মধ্যে একজন আইএসএফের পঞ্চায়েত সদস্য। পুলিশ সূত্রে খবর, পানাপুকুর এলাকায় বোমা বানানোর সময়ে বিস্ফোরণ ঘটে। আহতদের প্রথমে জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Bhangar

সকাল ৭.৩২: কোচবিহার রাত থেকে অঝোরে বৃষ্টি। সমস্যায় কাউন্টিং এজেন্ট থেকে শুরু করে নিরাপত্তা কর্মীরা।
সকাল ৭.২৭:
ভোটগণনা কেন্দ্রে ঢুকলেন আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা।
Manoj Tigga

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement