Advertisement
Advertisement

Breaking News

West Bengal Lok Sabha Election 2024

আবার উত্তপ্ত ভাঙড়, তৃণমূল কর্মীকে ‘মার’ আইএসএফের, উদ্ধার বোমা

ফিরছে পঞ্চায়েত ভোটের স্মৃতি!

West Bengal Lok Sabha Election 2024: TMC leader allegedly beaten by ISF in Bhangar
Published by: Paramita Paul
  • Posted:May 30, 2024 4:01 pm
  • Updated:May 30, 2024 6:17 pm  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: ফিরছে পঞ্চায়েত ভোটের স্মৃতি! এবার লোকসভা নির্বাচনের (West Bengal Lok Sabha Election 2024) আগে উত্তপ্ত হল ভাঙড় (Bhangar)। বুধবার রাতে স্থানীয় তৃণমূল কর্মী ও তাঁর ভাইকে মারধরের অভিযোগ উঠেছে আইএসএফ কর্মীদের বিরুদ্ধে।

যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই বিধানসভায় যুযুধান চার পক্ষ। এরই মাঝে আইএসএফ ও তৃণমূলের বিবাদের জেরে বারবার উত্তপ্ত হয়ে উঠছে ভাঙড়। বুধবার রাতে ভাঙড়ের ভগবানপুর অঞ্চলের তৃণমূল কর্মী নসীম মোল্লা, তাঁর ভাইকে মারধরের অভিযোগ ওঠে আইএসএফের বিরুদ্ধে। বিনা কারণে তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ করেছেন ভগবানপুর অঞ্চলের তৃণমূল নেতা খইরুল ইসলাম।

Advertisement

[আরও পড়ুন: ‘রেশন দুর্নীতি কী? আমার ধারনা নেই’, ইডি তলবে ‘ষড়যন্ত্র’র গন্ধ পাচ্ছেন ঋতুপর্ণা]

আবার চালতাবেড়িয়া অঞ্চলে এক আইএসএফ কর্মীর বাড়ি থেকে ভোটের আগে বেশ কিছু বোমা, বোমা তৈরির মশলা উদ্ধার করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। এটা নিয়েই আইএসএফের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তিনি বলেন, “ভোটের আগে এলাকায় অশান্তি করতেই আইএসএফ কর্মীরা এলাকায় বোমা, অস্ত্র মজুত করছেন।” অভিযোগ অস্বীকার করেন ভাঙড়ের আইএসএফ নেতা রাইনূর হক। তিনি বলেন, “ভোটের ২৪ ঘন্টা আগে চক্রান্ত করছে তৃণমূল। আইএসএফ এজেন্টরা যাতে বুথে না বসতে পারে সেজন্য মিথ্যা মামলা দেওয়া হচ্ছে ওঁদের নামে। প্রশাসনের ওপর আমাদের আস্থা আছে। প্রশাসন সঠিক তদন্ত করলে তৃণমূলের অভিনয় সবার সামনে ধরা পড়বে।”

[আরও পড়ুন: ‘সন্দেশখালি, কাশ্মীর নিয়ে চুপ কেন?’, রোষানলে পড়ে Rafah পোস্ট মুছেও ট্রোলড মাধুরী দীক্ষিত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement