Advertisement
Advertisement

Breaking News

West Bengal Lok Sabha Election 2024

সৌমিত্র খুনি! ভোটের সকালে দাম্পত্য জীবনের যন্ত্রণার কাহিনি শোনালেন সুজাতা

ঠিক কী বললেন সুজাতা ?

West Bengal Lok Sabha Election 2024: TMC candidate Sujata Mondal lashes out at Saumitra Khan
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 25, 2024 12:05 pm
  • Updated:May 25, 2024 2:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের সকালেও বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের(Sujata Mondal) নিশানায় সৌমিত্র খাঁ। প্রাক্তন স্বামীকে খুনি বলে তোপ দাগলেন তিনি। ভোটের সকালে ফের পুরনো দাম্পত্য জীবনের যন্ত্রণার কাহিনি তুলে ধরলেন সুজাতা।

দেশজুড়ে চলছে অষ্টাদশ লোকসভা নির্বাচন(West Bengal Lok Sabha Election 2024)। আজ অর্থাৎ শনিবার ষষ্ঠ দফায় বিষ্ণুপুর আসনে ভোট। ওই আসনে বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ(Saumitra Khan)। তৃণমূলের হয়ে লড়ছেন তাঁরই প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। ভোটের সকালে বাড়ি থেকে বেরিয়েই প্রতিপক্ষ তথা প্রাক্তন স্বামীকে নিশানা করলেন তিনি। সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ তুললেন তিনি। এদিন সুজাতা দাবি করেন, বর্তমান স্ত্রীর সঙ্গে সৌমিত্রর যোগাযোগ বহুদিনের। সুজাতার দাবি, বর্তমান স্ত্রীর প্রথম স্বামীর মৃত্যুতে হাত রয়েছে সৌমিত্রর। এমনকী ওই মহিলার কারণেই সৌমিত্রর সঙ্গে তাঁর সংসার ভেঙেছে বলে দাবি করেন তিনি। মধ্যরাতে তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি তিনি জানান, জয় নিয়ে নিশ্চিত।

Advertisement

[আরও পড়ুন: মানহানি মামলায় দোষী সাব্যস্ত মেধা পাটেকর, কী অভিযোগ সমাজকর্মীর বিরুদ্ধে?]

তবে ভোটের সকালে অন্য মেজাজে দেখা গেল সৌমিত্র খাঁকে। বুথে নয়, সকালে হোটেলের ব্যলকনিতে দেখা গেল তাঁকে। সেখান থেকেই তিনি জানালেন, বিষ্ণুপুর এলাকার মানুষ তাঁর সঙ্গে আছে। এর বেশ কিছুক্ষণ পর বেরিয়ে মন্দিরে যান তিনি। প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনেই সৌমিত্র-সুজাতার সম্পর্কের সমীকরণ ছিল অন্য। স্বামীর হয়ে চুটিয়ে প্রচার করেছিলেন সুজাতা। এবার তাঁরাই প্রতিপক্ষ। একে অপরের বিরোধী। ভোটযুদ্ধে কে এগোবে? গড় ধরে রাখতে পারবেন সৌমিত্র? নাকি প্রাক্তন স্বামীকে পিছনে ফেলে এগিয়ে যাবেন সুজাতা, স্পষ্ট হবে ৪ জুন।

[আরও পড়ুন: ষষ্ঠ দফা: ধনীতম প্রার্থীর সম্পত্তি ১২৪১ কোটি, সবচেয়ে গরিব প্রার্থী মাত্র ২ টাকার মালিক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement