Advertisement
Advertisement
West Bengal Lok Sabha Election 2024

ভোট শুরুর ২০ মিনিটের মধ্যে পুকুরে ইভিএম, ভোটদানে বাধার অভিযোগে উত্তপ্ত কুলতলি

অভিযোগ, ভোট দিতে বাধা দিয়েছে তৃণমূল কর্মীরা।

West Bengal Lok Sabha Election 2024: EVM allegedly thrown at pond in Kultali

কুলতলিতে পুকুরে পড়ল ইভিএম। নিজস্ব চিত্র।

Published by: Paramita Paul
  • Posted:June 1, 2024 7:34 am
  • Updated:June 1, 2024 10:36 am  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: ভোট (West Bengal Lok Sabha Election 2024) শুরুর ২০ মিনিটের মধ্যে উত্তপ্ত জয়নগর লোকসভার কুলতলি (Kultali)। জলে ফেলা হল ইভিএম, ভিভিপ্যাট। পরিস্থিতি সামাল দিতে পুলিশ পৌঁছলে তাদের গাড়ির সামনে গাছের গুড়ি ফেলে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা। অভিযোগ, ভোট দিতে বাধা দিয়েছে তৃণমূল কর্মীরা। যদিও অভিযোগ অস্বীকার করেছে রাজ্য়ের শাসকদল। 

লোকসভা ভোটগ্রহণের শেষপর্বে ফিরল অশান্তির ‘চেনা’ ছবি। ভোট শুরুর আগে থেকেই দফায়-দফায় উত্তেজনার ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায়। এর মধ্য়ে অন্যতম জয়নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কুলতলির মেরিগঞ্জ ২ নম্বর অঞ্চলের ৪০ ও ৪১ নম্বর বুথের ঘটনা। এলাকাবাসীর অভিযোগ, তাদের ভোট দিতে বাধা দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বুথে ঢুকতে বাধা দেওয়া হয়। এর প্রতিবাদেই ইভিএম এবং ভিভিপ্যাট পুকুরে ফেলে দেয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিয়ে পুলিশ এলে তাদের গাড়ির সামনে গাছের গুড়ি ফেলে বিক্ষোভ চলতে থাকে। 

Advertisement

[আরও পড়ুন: সপ্তম দফা LIVE UPDATE: ফের উত্তপ্ত ভোটের ভাঙড়, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে বোমা!]

ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে যান বিজেপি প্রার্থী অশোক কান্ডারী। যান কমিশনের প্রতিনিধিরাও। তদন্ত শুরু করেছে তারা। কারা এই ঘটনা ঘটাল তা খতিয়ে দেখছে কমিশন। বিকল্প ইভিএম এনে শুরু হয়েছে ভোটগ্রহণ। এদিনের ঘটনা পঞ্চায়েত ভোটের ছবি মনে করাচ্ছে বলে মত ওয়াকিবহাল মহলের। সেই ভোটেও ব্যালটবাক্স জলে ফেলা হয়েছিল। 

[আরও পড়ুন: ‘ননসেন্স, দেশবাসীকে বিভ্রান্ত করছেন’, মোদিকে বিঁধতেই মনমোহনকে তোপ বিজেপির

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement