সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৮ তম লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। আজ থেকে জারি নির্বাচনী আচরণ বিধি। বাংলায় সাত দফায় নির্বাচন। একনজরে দেখে নিন বাংলার কোন লোকসভা কেন্দ্রে (West Bengal Lok Sabha Election 2024) কবে ভোট।
প্রথম দফা:
তারিখ : ১৯ এপ্রিল (শুক্রবার)
কোথায় ভোট: কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি।
দ্বিতীয় দফা:
তারিখ: ২৬ এপ্রিল (শুক্রবার)
কোথায় ভোট: দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট।
তৃতীয় দফা:
তারিখ: ৭ মে (মঙ্গলবার)
কোথায় ভোট: মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর।
চতুর্থ দফা:
তারিখ: ১৩ মে (সোমবার)
কোথায় ভোট: বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম।
পঞ্চম দফা:
তারিখ: ২০ মে (সোমবার)
কোথায় ভোট: হাওড়া, উলুবেড়িয়া, আরামবাগ, হুগলি, শ্রীরামপুর, বারাকপুর, বনগাঁ।
ষষ্ঠ দফা:
তারিখ: ২৫ মে (শনিবার)
কোথায় ভোট: পুরুলিয়া, কাঁথি, তমলুক, ঘাটাল, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর।
সপ্তম দফা:
তারিখ: ১ জুন (শনিবার)
কোথায় ভোট: দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, যাদবপুর, ডায়মন্ড হারবার, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ।
ভোটগণনা: ৪ জুন (মঙ্গলবার)।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.