Advertisement
Advertisement
West Bengal Lok Sabha Election 2024

বাংলায় ৭ দফায় নির্বাচন, কোন লোকসভা কেন্দ্রে কবে ভোট? রইল পূর্ণাঙ্গ তালিকা

১৮ তম লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। আজ থেকে জারি নির্বাচনী আচরণ বিধি। বাংলায় সাত দফায় নির্বাচন। একনজরে দেখে নিন বাংলার কোন লোকসভা কেন্দ্রে কবে ভোট। 

West Bengal Lok Sabha Election 2024: EC announces date of Lok Sabha election in WB
Published by: Sayani Sen
  • Posted:March 16, 2024 4:14 pm
  • Updated:March 16, 2024 5:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৮ তম লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। আজ থেকে জারি নির্বাচনী আচরণ বিধি। বাংলায় সাত দফায় নির্বাচন। একনজরে দেখে নিন বাংলার কোন লোকসভা কেন্দ্রে (West Bengal Lok Sabha Election 2024) কবে ভোট। 

প্রথম দফা: 
তারিখ :  ১৯ এপ্রিল (শুক্রবার)
কোথায় ভোট: কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। 

Advertisement

দ্বিতীয় দফা:
তারিখ: ২৬ এপ্রিল (শুক্রবার)
কোথায় ভোট: দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট।

তৃতীয় দফা:  
তারিখ:
৭ মে (মঙ্গলবার)
কোথায় ভোট:
মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর।

চতুর্থ দফা:
তারিখ:
১৩ মে (সোমবার)
কোথায় ভোট:
বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম।

[আরও পড়ুন: এবার অনলাইনে ছুটির দরখাস্ত, সরকারি কর্মীদের জন্য বদলে গেল নিয়ম]

পঞ্চম দফা:
তারিখ:
২০ মে (সোমবার)
কোথায় ভোট:
হাওড়া, উলুবেড়িয়া, আরামবাগ, হুগলি, শ্রীরামপুর, বারাকপুর, বনগাঁ।

ষষ্ঠ দফা:
তারিখ:
২৫ মে (শনিবার)
কোথায় ভোট:
পুরুলিয়া, কাঁথি, তমলুক, ঘাটাল, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর।

সপ্তম দফা:
তারিখ:
১ জুন  (শনিবার)
কোথায় ভোট:
দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, যাদবপুর, ডায়মন্ড হারবার, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ।

WB Lok Sabha Election

ভোটগণনা: ৪ জুন (মঙ্গলবার)।

[আরও পড়ুন: প্রকৃত নিয়ন্ত্রণরেখার পরিস্থিতি কেমন? চিনের মোকাবিলায় কতটা তৈরি ফৌজ? জানালেন সেনাপ্রধান]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement