Advertisement
Advertisement

Breaking News

corona cases

COVID-19: পরপর দু’দিনে বাংলায় করোনার বলি সাতজন, শুধু কলকাতাতেই একদিনে আক্রান্ত ২২৪ জন

গত ২৪ ঘণ্টায় বাড়ল করোনা সংক্রমিতের সংখ্যা।

West Bengal logs more than 1200 new corona cases, 7 deaths in last 24 hours | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:July 26, 2022 7:26 pm
  • Updated:July 26, 2022 8:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যজুড়ে এখনও দাপট কমেনি করোনার। চলতি মাসের বেশিরভাগটাই দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা হাজারের বেশি। চিন্তায় ফেলছে রাজ্যের বর্তমান সক্রিয় রোগীর সংখ্যাও। পরপর দু’দিন মারণ ভাইরাসের বলি সাতজন। যদিও গত ২৪ ঘণ্টায় সামান্য কমল পজিটিভিটি রেট।

মঙ্গলবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১২৩২ জন। গতকাল যে সংখ্যাটা নেমেছিল এগারোশোর নিচে। দৈনিক পজিটিভিটি রেট ৯.০৫ শতাংশ। এর মধ্যে শুধু কলকাতাতেই একদিনে আক্রান্ত ২২৪ জন। সংক্রমণের দিক থেকে একদিনে তিলোত্তমার পরই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে আক্রান্ত ১৮৫ জন। এরপরেই তালিকায় রয়েছে বীরভূম। গত ২৪ ঘণ্টায় সেখানে সংক্রমিত ১১৪ জন। তবে স্বস্তিজনকভাবে এ রাজ্যের বাকি সব জেলায় একদিনে সংক্রমিতের সংখ্যা একশোর নিচে। রাজ্যের মোট করোনা সংক্রমিতের সংখ্য়া ২০ লক্ষ ৮৭ হাজার ৭১৫ জন।

Advertisement

[আরও পড়ুন: ‘চাকরি দেওয়ার জন্য উনি নাম চান, সুপারিশ করি’, SSC দুর্নীতিতে পার্থর বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল নেতা]

এখনও মারণ ভাইরাস কাড়ছে প্রাণ। গত ২৪ ঘণ্টাতেই যেমন কলকাতায় মৃত্যু দু’জনের। বাংলায় একদিনে মৃত ৭। এখনও পর্যন্ত মারণ ভাইরাসের বলি মোট ২১ হাজার ৩৩৪ জন। মৃত্যু হার ১.০২ শতাংশ। বুলেটিন বলছে, একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ২,৫৯৫ জন। এখনও পর্যন্ত বাংলার ২০ লক্ষ ২৫ হাজার ৯৪ জন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার ৯৭.৯৬ শতাংশ। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন ২০,৮১৮ জন। আর হাসপাতালে ভরতি ৪৬৯ জন করোনা আক্রান্ত। এদিকে, বর্তমানে রাজ্যের সক্রিয় করোনা রোগী ২১,২৮৭। যা গতকালের তুলনায় সামান্য কমেছে।

কোভিডবিধি উঠে গেলেও সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষা চলছে। একদিনে ১৩ হাজার ৬১৬টি নমুনা পরীক্ষা হয়েছে। টেস্টিংয়ের পাশাপাশি টিকাকরণও চলছে জোরকদমে। গত ২৪ ঘণ্টায় করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ৪ লক্ষ ৩২ হাজার ৯৯৯ জন।

[আরও পড়ুন: পূনর্মূল্যায়ণে মাধ্যমিকের মেধাতালিকা বদল, প্রথম দশে আরও ১৮ পড়ুয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement