ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যজুড়ে অব্যাহত করোনার চোখ রাঙানি। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের নিম্নমুখী হার সামান্য স্বস্তি দিলেও এখনই উদ্বেগ যাচ্ছে না। কারণ এদিনও আক্রান্তের সংখ্যা ছাড়ায় হাজারের গণ্ডি।
শুক্রবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১২৮৪ জন। গতকাল যে সংখ্যাটা ছিল চোদ্দশোর বেশি। দৈনিক পজিটিভিটি রেট কমে ৮.৮৭ শতাংশ। এর মধ্যে শুধু কলকাতাতেই একদিনে আক্রান্ত ২৩৫ জন। সংক্রমণের দিক থেকে তিলোত্তমার পরই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে আক্রান্ত ১৫৭ জন। এরপরেই তালিকায় রয়েছে বীরভূম। গত ২৪ ঘণ্টায় সেখানে সংক্রমিত ১৪৭ জন। তবে হঠাৎই চিন্তায় ফেলল জলপাইগুড়ির কোভিড গ্রাফ। রাজ্যের মোট করোনা সংক্রমিতের সংখ্য়া ২০ লক্ষ ৯১ হাজার ৭৬৭ জন। একদিনে সংক্রমিত ৮২ জন।
এখনও মারণ ভাইরাস কাড়ছে প্রাণ। গত ২৪ ঘণ্টাতেই যেমন উত্তর ২৪ পরগনায় মৃত্যু দু’জনের। কলকাতায় প্রাণ হারিয়েছেন একজন। বাংলায় একদিনে মৃত মোট ৬। এখনও পর্যন্ত মারণ ভাইরাসের বলি মোট ২১ হাজার ৩৫২ জন। মৃত্যু হার ১.০২ শতাংশ। বুলেটিন বলছে, একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ২,৪১৮ জন। এখনও পর্যন্ত বাংলার ২০ লক্ষ ৫২ হাজার ৪১২ জন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার ৯৭.১২ শতাংশ। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন ১৭,৫৫৭ জন। আর হাসপাতালে ভরতি ৪৪৬ জন করোনা আক্রান্ত। এদিকে, বর্তমানে রাজ্যের সক্রিয় করোনা রোগী ১৮,০০৩। যা গতকালের তুলনায় সামান্য কমেছে।
কোভিডবিধি উঠে গেলেও সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষা চলছে। একদিনে ১৪ হাজার ৪৭৮টি নমুনা পরীক্ষা হয়েছে। টেস্টিংয়ের পাশাপাশি টিকাকরণও চলছে জোরকদমে। গত ২৪ ঘণ্টায় করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ২ লক্ষ ১০ হাজার ৮৫২ জন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.