Advertisement
Advertisement

Breaking News

corona cases

COVID-19: বাংলায় বাড়ছে সুস্থতার হার, করোনা সংক্রমণে লাগাম টানতে জোরকদমে চলছে টিকাকরণ

গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে একজনের।

West Bengal logs 272 fresh corona cases and 1 death in last 24 hours | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:August 23, 2022 8:21 pm
  • Updated:August 23, 2022 8:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা অতিমারীর আতঙ্ক কাটিয়ে এবার ধুমধাম করে দুর্গাপুজো পরিকল্পনা রাজ্যে। আর তাই তার আগেই টিকাকরণে অনেকখানি এগিয়ে যাওয়াই লক্ষ্য। সেই লক্ষ্যে জোরকদমে চলছে বুস্টার ডোজ অভিযানও। রাজ্যের স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যানও বলে দিচ্ছে, মারণ ভাইরাসের বিরুদ্ধে ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছে বাংলা।

মঙ্গলবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২৭২ জন। গতকাল যদিও সংখ্যাটা নেমেছিল দু’শোর নিচে। দৈনিক পজিটিভিটি রেট কমে হয়েছে ২.৭২ শতাংশ। স্বস্তি দিয়ে সব রাজ্যেই একশোর নিচে দৈনিক আক্রান্তের সংখ্যা। কলকাতায় একদিনে আক্রান্ত ৯১ জন। সংক্রমণের দিক থেকে তিলোত্তমার পরই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে আক্রান্ত ৩৯ জন। এরপরেই তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় সেখানে সংক্রমিত ২০ জন। রাজ্যের মোট করোনা সংক্রমিতের সংখ্য়া ২১ লক্ষ ৫ হাজার ২২২ জন।

Advertisement

[আরও পড়ুন: পুজোয় অনুদানের ২৫৮ কোটিতে কী কী উন্নতি হত রাজ্যে? হিসাব দিল BJP, পালটা জবাব তৃণমূলের]

তবে এখনও মারণ ভাইরাস কাড়ছে প্রাণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে একজনের। তিনি হাওড়ার বাসিন্দা। এখনও পর্যন্ত মারণ ভাইরাসের বলি মোট ২১ হাজার ৪৪৬ জন। মৃত্যু হার ১.০২ শতাংশ। বুলেটিন বলছে, একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ৪২৯ জন। এখনও পর্যন্ত বাংলার ২০ লক্ষ ৮০ হাজার ২৯৯ জন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৮.৮২ শতাংশ। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন ৩,২৯৬ জন। আর হাসপাতালে ভরতি ১৮১ জন করোনা আক্রান্ত। এদিকে, বর্তমানে রাজ্যের সক্রিয় করোনা রোগী কমে হয়েছে ৩,৪৭৭।

কোভিডবিধি উঠে গেলেও সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষা চলছে। একদিনে ১০ হাজার ৮টি নমুনা পরীক্ষা হয়েছে। টেস্টিংয়ের পাশাপাশি টিকাকরণও চলছে জোরকদমে। গত ২৪ ঘণ্টায় করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে ২ লক্ষ ৬৫ হাজার ৫০৭ জন।

[আরও পড়ুন: সর্ষের মধ্যেই ভূত! পুরুলিয়ার সরকারি হোমে যৌন হেনস্তা, গ্রেপ্তার শিশুসুরক্ষা আধিকারিকই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement