ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরেই প্রায় তিন হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল বাংলার দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাটা। রাজ্যজুড়ে মারণ ভাইরাসের দাপট নতুন করে ফেলে চিন্তায়। তবে গত ২৪ ঘণ্টায় সামান্য কমল সংক্রমণ। যদিও বেশ উদ্বেগজন ঊর্ধ্বমুখী পজিটিভিটি রেট। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের নিরিখে কলকাতাকেও ছাপিয়ে গেল উত্তর ২৪ পরগনা।
সোমবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১৯১৫ জন। গতকাল যে সংখ্যাটা পৌঁছে গিয়েছিল প্রায় তিন হাজারের কাছে। দৈনিক পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ২১ শতাংশ। এর মধ্যে শুধু কলকাতাতেই একদিনে আক্রান্ত ৪৯৮ জন। তবে সংক্রমণের দিক থেকে একদিনে তিলোত্তমাকেও টপকে গেল উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে আক্রান্ত ৫৪৮ জন। দক্ষিণ ২৪ পরগণা এবং হুগলিতে সংক্রমিত যথাক্রমে ১৭২ ও ১০৬ জন। তালিকায় এরপরই রয়েছে পশ্চিম বর্ধমান। সেখানে একদিনে ৯২ জনের শরীরে থাবা বসিয়েছে কোভিড। ফলে রাজ্যের মোট করোনা সংক্রমিতের সংখ্য়া ২০ লক্ষ ৫৩ হাজার ৬২৬ জন।
এদিকে এখনও মারণ ভাইরাস কাড়ছে প্রাণ। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে তিনজনের। এ রাজ্যে মারণ ভাইরাসের বলি মোট ২১ হাজার ২৪৬ জন।
স্বাস্থ্যদপ্তরের শেষ পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে রাজ্যের ১১ টি জেলার সংক্রমণের হার ১০ শতাংশের উপরে। সেই তালিকার শীর্ষে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা। সেখানকার পজিটিভিটি রেট ২৪.৭৭ শতাংশ। উত্তর ২৪ পরগনার ক্ষেত্রে তা ২৩.৬৫ শতাংশ। যা রীতিমতো উদ্বেগজনক।
বুলেটিন বলছে, একদিনে রাজ্যে কোভিড (COVID-19) থেকে সুস্থ হয়েছেন ৯৬৭ জন। এখনও পর্যন্ত বাংলার ২০ লক্ষ ৮ হাজার ১৭১ জন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার ৯৭.৭৯ শতাংশ। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন ২৩,৫৭৬ জন। আর হাসপাতালে ভরতি ৬৩৩ জন করোনা আক্রান্ত। এদিকে, বর্তমানে রাজ্যের সক্রিয় করোনা রোগীর সংখ্য়া বেড়ে দাঁড়ল ২৪,২০৯ জনে।
কোভিডবিধি উঠে গেলেও সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষা চলছে। একদিনে ৮ হাজার ৯৯৬টি নমুনা পরীক্ষা হয়েছে। টেস্টিংয়ের পাশাপাশি টিকাকরণও চলছে জোরকদমে। গত ২৪ ঘণ্টায় করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ১৮ হাজার ১২৪ জন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.