সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল৷ বিদ্যাসগর ভবনে সাংবাদিক বৈঠকে ফল প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷ এবার প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল৷ ৫৮ দিনের মাথায় প্রকাশিত হল এবারের ফলাফল৷
৬ লক্ষেরও বেশি ছাত্র-ছাত্রী এবারের পরীক্ষায় কৃতকার্য হয়েছে৷ মোট পাশের হার ৮৩.৭৫ শতাংশ৷ যে দুটি জেলায় ৯০ শতাংশেরও বেশি পাশের হার, সে দুটি হল পূর্ব মেদিনীপুর ও কালিম্পং৷ এবার সংখ্যালঘুদের পাশের হার ৮০ শতাংশ৷ তফশিলি জাতি ও উপজাতিদের পাশের হার ৭৯ শতাংশ৷ প্রায় আড়াই লক্ষ পড়ুয়া ফার্স্ট ডিভিশনে পাশ করেছে৷ ১৮ জেলায় পাশের হারে এগিয়ে ছাত্রীরা৷
[ বন্ধ হবে না বারাকপুরের স্কুল, প্রয়োজনে সেনাকে জমি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর ]
এবাররে উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে জলপাইগুড়ি জেলা স্কুলের গ্রন্থন সেনগুপ্ত তার প্রাপ্ত নম্বর ৯৯.২ শতাংশ৷ কলাবিভাগ থেকে প্রথম হয়েছে সে৷ দ্বিতীয় স্থানে রয়েছে ঋত্বিক কুমার শাহু। সে এবার বিজ্ঞানে বিভাগে প্রথম, প্রাপ্ত নম্বর ৪৯৬। তমলুক হ্যামিলটন হাই স্কুলের ছাত্রটির প্রাপ্ত নম্বর ৪৯৩, অর্থাৎ ৯৮.৬ শতাংশ পেয়েছে সে৷ তৃতীয় স্থান দখল করেছে তিমিরবরণ দাস, বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের ছাত্র সে। রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের শাশ্বত রায়ও একই স্থান দখল করেছে। দু’জনেরই প্রাপ্ত নম্বর ৪৯০। চতুর্থ স্থানে আছে ছয় জন পড়ুয়া৷ যাদবপুর বিদ্যাপীঠের ছাত্রী অভ্রদীপ্তা ঘোষ মেয়েদের মধ্যে প্রথম স্থান দখল করেছে৷ প্রাপ্ত নম্বর ৪৮৬। মেধা তালিকায় পঞ্চম স্থান অধিকার করেছে সে।মেয়েদের মধ্যে যুগ্ম প্রথম হয়েছে রানিবাঁধ হাই স্কুলের অনিমা গড়াই। প্রথম দশে আছে মোট আশি জন পড়ুয়া।
একাধিক ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। ওয়েবসাইটগুলি হল– wbresults.nic.in/, highersecondary/wbhsres.htm, www.knowyourresult.com, wb12.knowyourresult.com, www.indiaresults.com, www.examresults.net, www.westbengaleducation.net, www.results.westbengaleducation.net। এছাড়াও SMS করেও জানা যাবে পরীক্ষার ফল। WB12<RollNo>
লিখে তা পাঠাতে হবে ৫৬২৬৩ নম্বরে।১০.৩০ থেকেই ওয়েবসাইটে ফল দেখা যাবে। সকাল সাড়ে দশটা থেকে বিভিন্ন ডিস্ট্রিবিউশন কেন্দ্রগুলি থেকে স্কুলগুলিকে মার্কশিট দেওয়া হবে। আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে ২৬ ফেব্রুয়ারি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.