সংবাদ প্রতিদিন ব্যুরো: প্রথাগত পেশার নিরাপত্তা, মোটা বেতন নয়। বরং সেই রাস্তা থেকে সরে এসে এবার ঝুঁকি নিয়ে নিজের নিজের ইচ্ছেপূরণ করতেই বেশি আগ্রহী এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Exam 2023) শীর্ষস্থানে থাকা ছাত্রছাত্রীরা। ৯৯.২ শতাংশ নম্বর নিয়ে ২০২৩ সালে উচ্চমাধ্যমিকে প্রথম স্থানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন (Narendrapur Ramkrishna Mission) বিদ্যালয়ের শুভ্রাংশু সর্দার। দ্বিতীয় স্থানে ২ জন – বাঁকুড়ার সুষমা এবং উত্তর দিনাজপুরের আবু সামা। তাদের প্রাপ্ত নম্বর ৪৯৫। তৃতীয় হয়েছে চারজন – বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২ ছাত্রী – শ্রেয়া মল্লিক ও অনুসূয়া সাহা। এছাড়া মেধাতালিকায় রয়েছে তমলুক হ্যামিল্টন হাই স্কুলের চন্দ্রবিন্দু মাইতি, কামাখ্যাগুড়ি গার্লস হাই স্কুলের পিয়ালি দাস। ৪৯৪ নম্বর পেয়েছে তারা। এমন সাফল্যে খুশি ছাত্রছাত্রীরা মন খুলে জানাল নিজেদের ইচ্ছের কথা।
রাজ্যের মধ্যে প্রথম স্থানে থাকা শুভ্রাংশু সর্দার ইকো-সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে। অর্থনীতি, অঙ্ক, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিসটিক্স – এই চারটি ছিল তার নির্বাচিত বিষয়। প্রত্যেকটি বিষয় নিঃসন্দেহে কঠিন এবং একইসঙ্গে নম্বর তোলার। আর সেই ঝুঁকিটাই নিয়েছিল বজবজ মহেশতলার বাসিন্দা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র শুভ্রাংশু। তাতেই এল প্রত্যাশিত সাফল্য। ৫০০র মধ্যে ৪৯৬ নম্বর পেয়ে এবারের উচ্চমাধ্যমিকের রাজ্যে প্রথম (First) স্থান অধিকার করল এই মেধাবী ছাত্র।
শুভ্রাংশুর লক্ষ্য অর্থনীতি (Economics) নিয়ে পড়াশোনা করে গবেষণার রাস্তায় হাঁটা। শুধু পড়াশোনা নয়, অন্যান্য একাধিক ক্ষেত্রে শুভ্রাংশু আগ্রহী এবং সেটাই তার মনের দরজা খুলে দিয়েছে। নিজেকে এবং নিজের চাওয়াপাওয়া নিয়ে লক্ষ্য অত্যন্ত সচেতন। সাফল্যের সিংহভাগ কৃতিত্ব সে দিয়েছে স্কুলকে। তার কথায়, ”এই স্কুল তো ছাত্র তৈরি করে না, মানুষ তৈরি করে।” পড়াশোনার বাইরে ‘জোনাকি’ নামে এক ব্যান্ডের লিড সিঙ্গার সে। চন্দ্রিল ভট্টাচার্য তার প্রিয় গায়ক।
৪৯৫ নম্বর পেয়ে দ্বিতীয় দু’জন। বাঁকুড়া (Bankura) বঙ্গ বিদ্যালয়ের সুষমা খাঁ। আপাতত ভূগোল নিয়ে স্নাতকে পড়াশোনা করে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হতে চায় সুষমা। আর উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) আবু সামা ইংরাজি নিয়ে পড়াশোনা করে রাজনীতিতে যোগ দিতে চায়।
৪৯৪ নম্বর নিয়ে এবার রাজ্যের মধ্যে যুগ্ম তৃতীয় (Third) স্থান দখল করলেন বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয় ছাত্রী শ্রেয়া মল্লিক। জানা গিয়েছে, ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ে এই ছাত্রী আগামীতে ইংরেজি নিয়ে পড়াশোনা করে উচ্চশিক্ষিত হতে চায়। বালুরঘাট উত্তমাশা এলাকায় বাড়ি শ্রেয়ার। বাবা বালুরঘাট জজ কোর্টের সাধারণ একজন মুহুরি হিসেবে কাজ করেন। শ্রেয়ার মা জানান, আগামীতে তার মেয়ে বালুরঘাট কলেজ থেকেই তার ইংরেজি অনার্স নিয়ে উচ্চশিক্ষা করতে চায়। পরিবারের আর্থিক অবস্থা খুব একটা স্বচ্ছল না হওয়ার কারণেই বাড়ির পরিজনদের চিন্তার ভাঁজ পড়েছে কপালে।
একই স্কুলের ছাত্রী অনুসূয়া সাহাও তৃতীয় হয়েছে। তার বাড়ি হিলির বাবুপাড়া এলাকায়। প্রথম দশের মধ্যে মেধা তালিকার থাকার কথা থাকলো তৃতীয় হওয়ায় ভীষণ খুশি অনুসূয়া ও তার পরিবার। সে পড়াশোনা করেছে কলা বিভাগে। সংস্কৃতে ১০০, ভূগোলে ৯৮, ইংরেজিতে ৯৯, বাংলায় ৯৯, দর্শনে ৯৮ নম্বর পেয়েছে। বড় হয়ে শিক্ষকতা করার ইচ্ছা প্রকাশ করেছে অনুসূয়া। ভবিষ্যতে ভূগোল নিয়ে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে তার।
উচ্চমাধ্যমিকে তৃতীয় হয়েছে তমলুক হ্যামিলটন হাই স্কুলের চন্দ্রবিন্দু মাইতি। তমলুকের শংকরআরা এলাকার বাসিন্দা সে। পাশাপাশি তৃতীয় স্থানাধিকারী কামাখ্যাগুড়ি গার্লস হাই স্কুলের পিয়ালি দাস।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.