Advertisement
Advertisement
ছত্রধর মাহাতো

প্রাক্তন মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলার অভিযোগে ধৃত, ১০ বছর পর মুক্ত ছত্রধর মাহাতো

২০০৯ সালে গ্রেপ্তার করা হয়েছিল তাঁকে।

West bengal govt to realease Chatradhar mahato today
Published by: Tiyasha Sarkar
  • Posted:February 1, 2020 6:27 pm
  • Updated:February 2, 2020 10:57 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০ বছর পর মুক্ত ছত্রধর মাহাতো। ২০১৯ সালে ছত্রধর মাহাতোর যাবজ্জীবন কারদণ্ডের সাজা রদ করে কলকাতা হাই কোর্ট। সাজা কমিয়ে দশ বছর করা হয়। হাইকোর্টের নয়া নির্দেশ অনুযায়ী শেষ সাজার মেয়াদ।

২০০৮ সালে শালবনীতে জিন্দল কারখানার শিল্যান্যাস সেরে মেদিনীপুরে ফেরার পথে ৬০ নং জাতীয় সড়কে মাওবাদীদের ল্যান্ডমাইন বিস্ফোরণের মুখে পড়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কনভয়৷ এরপরই শুরু হয় তদন্ত। সেই ঘটনায় জড়িত সন্দেহে ২০০৯ সালে গ্রেপ্তার করা হয় জনসাধারণের কমিটির প্রধান মুখ ছত্রধর মাহাতো-সহ বেশ কয়েকজনকে। পরবর্তী সময়ে ইউএপিএ ধারাতেও দোষী সাব্যস্ত করা হয় ছত্রধর মাহাতকে। ২০১৫ সালের ১২ মে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ছত্রধরকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয় মেদিনীপুর আদালত।

Advertisement

[আরও পড়ুন: বাবা-মাকে বেহুঁশ করে বাড়ি থেকে দুধের শিশু চুরি, খালে মিলল দেহ]

মামলা চলাকালীন ২০১৯ সালে আগষ্ট মাসে হাইকোর্টের তরফে রদ করা হয় ছত্রধর মাহাতোর যাবজ্জীবন কারাদন্ডের সাজা। সাজা কমিয়ে ১০ বছর করার কথা ঘোষণা করে আদালত। সেই সঙ্গে তখনই সাজার মেয়াদ কমানো হয় মাওবাদী কার্যকলাপে জড়িত থাকায় অপরাধী সুখশান্তি বাস্কে, শম্ভু সোরেন, সগুন মুর্মুর। বেকসুর খালাস করা হয় রাজা সরখেল ও প্রসূন চট্টোপাধ্যায়কে। প্রসঙ্গত, মামলা চলাকালীন মৃত্যু হয়েছিল হামলায় জড়িত এক দোষীর। 

[আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি যুবকের, আতঙ্কে আত্মঘাতী ছাত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement