Advertisement
Advertisement
Caesarean section

সিজার নয়, স্বাভাবিক প্রসবেই জোর, ‘বিপজ্জনক’ প্রবণতা বন্ধ করতে তৎপর স্বাস্থ্যভবন

শিশুর স্বাভাবিক জন্মে উৎসাহ দিতে শুরু হবে অডিট।

West Bengal govt bats for normal delivery। Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Biswadip Dey
  • Posted:March 24, 2022 5:50 pm
  • Updated:March 24, 2022 5:50 pm  

ক্ষীরোদ ভট্টাচার্য: স্বাভাবিক প্রসব সম্ভব হলেও অধিকাংশ বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম সিজার করে শিশুর জন্মে (Baby birth) উৎসাহ দেখায়। এমন ‘বিপজ্জনক’ প্রবণতা বন্ধ করতে কঠোর নিয়ম চালু করতে চলেছে স্বাস্থ্যভবন।

জানা গিয়েছে, এই বিষয়ে শিগগিরি শুরু হবে অডিট। প্রতি মাসের ৫ তারিখের মধ্যে স্বাস্থ্যভবনকে রিপোর্ট দিতে হবে। জানাতে হবে আগের মাসে কতগুলি স্বাভাবিক ও সিজার (Caesarean section) করে শিশুর জন্ম হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: শিয়ালদহ মেট্রো স্টেশনের বাংলা বোর্ড ভুলে ভরা, চালুর আগে বিতর্ক]

স্বাস্থ্যভবনের প্রাথমিক তথ্য অনুযায়ী, সরকারি হাসপাতাল বা মাতৃসদনে শতকরা ৩৩ শতাংশ শিশুর জন্ম হয় সিজারে। তুলনায় বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে ৮৮ শতাংশের বেশি শিশুর জন্ম হয় সিজারের মাধ্যমে। এই প্রবণতা অবিলম্বে কমাতে হবে বলেই জানাচ্ছে স্বাস্থ্য়ভবন।

তাই বুধবার কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের প্রতিনিধিদের ডেকে পাঠানো হয়। এঁদের মধ্যে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং অপরজন পরিচালন কমিটির সদস্য। সেখানেই স্বাস্থ্য অধিকর্তা ও শিশু পরিবার কল্যাণ দপ্তরের বিশেষজ্ঞরা আলোচনা করেন।

[আরও পড়ুন: রামপুরহাট কাণ্ডে নিহতদের পরিবারের পাশে রাজ্য, চাকরি ও আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement