Advertisement
Advertisement
বেতন

দীর্ঘ আন্দোলনে জয়, বেতন বাড়ল এসএসকে-এমএসকে শিক্ষকদের

জেনে নিন এবার কত টাকা বেতন পাবেন শিক্ষক-শিক্ষিকারা৷

West Bengal government hikes SSK, MSK teachers' salary

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:July 29, 2019 2:30 pm
  • Updated:July 29, 2019 2:30 pm  

দীপঙ্কর মণ্ডল:  রাজ্যের সবস্তরের শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়ে নজর দিয়েছে রাজ্য সরকার৷ প্রাথমিকের পর এবার বাড়ল এসএসকে এবং এমএসকে শিক্ষকদের বেতন৷ সোমবার এসএসকে-এমএসকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ বৈঠকেই মেলে সবুজ সংকেত৷ তিনি জানান, চলতি বছরের ১ এপ্রিল থেকে কার্যকর হবে বর্ধিত বেতনক্রম৷ দীর্ঘ আট বছর পর বেতন বৃদ্ধি হওয়ায় খুশি শিক্ষকরা৷

[আরও পড়ুন: তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ঢোলাহাট, বোমাবাজিতে আহত শিশু]

দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি-সহ একাধিক সুবিধার দাবিতে আন্দোলন করেছেন এসএসকে-এমএসকে স্তরের ৩০ হাজার শিক্ষক-শিক্ষিকা৷ কিছুদিন আগেই নিজেদের দাবি নিয়ে বিকাশ ভবনের সামনে দীর্ঘ অবস্থানেও বসেছিলেন এমএসকে এবং এসএসকের প্রার্থীরা৷ সেই আন্দোলনের জেরেই নড়েচড়ে বসে রাজ্য সরকার৷ সোমবার এসএসকে ও এমএসকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নির্ধারিত সূচি অনুযায়ী চলে বৈঠক৷ ওই বৈঠক শেষে এসএসকে-এমএসকের সহায়ক-সম্প্রসারকদের বেতন বাড়ানোর সিদ্ধান্তের কথা জানান তিনি৷

Advertisement

[আরও পড়ুন: কালচিনিতে গাড়ি-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, মৃত শিশুকন্যা-সহ ৪]

এসএসকের শিক্ষকরা এতদিন ৫৯৫৪ টাকা বেতন পেতেন৷ নয়া নিয়মানুযায়ী তা বেড়ে হল ১০ হাজার টাকা৷ এসএসকে প্রধানরা প্রতি মাসে বেতন হিসাবে পাবেন ১০ হাজার ৩৪০টাকা। অন্যদিকে, এমএসকে শিক্ষকদের বেতন ৮৯০০ টাকা থেকে বেড়ে দাঁড়াল ১৩ হাজার টাকা৷ এমএসকের প্রধানরা পাবেন ১৪ হাজার টাকা। এছাড়াও শিক্ষামন্ত্রী জানান, এতদিন পঞ্চায়েত দপ্তরের অধীনে ছিলেন এসএসকে এবং এমএসকের সহায়ক-সম্প্রসারকরা। এবার সরাসরি রাজ্যের শিক্ষাদপ্তরের অধীনে আনা হল তাঁদের।

[আরও পড়ুন: নকল চাল বিক্রির অভিযোগ, কেরল পুলিশের জালে বর্ধমানের চালকল মালিক]

সম্প্রসারকের পদ থেকে এবার এসএসকে এবং এমএসকে প্রার্থীরা পাবেন শিক্ষকের মর্যাদা৷ বেতনবৃদ্ধি, শিক্ষকের মর্যাদা এবং অন্যান্য সুযোগসুবিধা পেয়ে স্বাভাবিকভাবেই খুশি সম্প্রসারক-সহায়করা৷ এর আগে ১৪ দিন ধরে টানা অনশনের পর বেতনবৃদ্ধিতে শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতি বিজ্ঞপ্তি আকারে পেয়ে আন্দোলন থেকে সরে এসেছিলেন প্রাথমিক শিক্ষকরা৷ এবার সেই আন্দোলনের পথে হেঁটেই নিজেদের দাবি আদায় করে নিলেন এসএসকে-এমএসকে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement