Advertisement
Advertisement
West Bengal Assembly Election

Bengal Polls: শেষ বাংলার ভোটযুদ্ধ, শান্তিতেই মিটল অষ্টম দফার নির্বাচন

বিকেল ৫টা পর্যন্ত বীরভূমে ভোট পড়ল ৮১.৮৩ শতাংশ। 

West Bengal Elections 8th phase: Bengal Election has ended | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:April 29, 2021 7:02 am
  • Updated:April 30, 2021 8:17 am  

বঙ্গে আজ অষ্টম তথা শেষ দফার ভোট। উত্তর কলকাতা-সহ মোট ৪ জেলার ৩৫ টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ পর্ব। মালদহ, মুর্শিদাবাদ, বীরভূমের বেশ কয়েকজন হেভিওয়েটের ভাগ্য পরীক্ষা আজ। এছাড়া পুনর্নির্বাচন কোচবিহারের শীতলকুচির ১২৬ নং বুথেও। নিরাপত্তায় মোতায়েন মোট ৭৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কোভিডবিধি কড়াভাবে মেনেই গণতান্ত্রিক অধিকার প্রদান করছেন ভোটাররা। ভোটের যাবতীয় খুঁটিনাটি নিয়ে দেখুন LIVE UPDATEসন্ধে ৬.৪০: বিকেল ৫ টা পর্যন্ত ভোটের হার ৭৬.০৭ শতাংশ। মালদায় ৮০.০৬, মুর্শিদাবাদে ৭৮.০৭, কলকাতা উত্তর ৫৭.৫৩, বীরভূম ৮১.৮৭ শতাংশ ভোট পড়েছে।

বিকেল ৬.২৮: বিকেল ৫টা পর্যন্ত বীরভূমে ভোট পড়ল ৮১.৮৩ শতাংশ। 

Advertisement

বিকেল ৪.৩৯: ট্যাংরায় গোবিন্দ খটিক এলাকায় জমায়েত হটাতে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠেছে। যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অকারণেই লাঠি চালিয়েছে বাহিনী। 

বিকেল ৪.২৩: ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপির শিশির বাজোরিয়া-সহ একাধিক নেতা। 

বিকেল ৪.০৮: বিকেল সাড়ে তিনটে পর্যন্ত বাংলায় ভোট পড়ল ৬৮.৪৬ শতাংশ। মুর্শিদাবাদ ও বীরভূমে ভোট পড়েছে ৭৪ শতাংশ ভোট পড়েছে। 

 

দুপুর ৩: বীরভূমের ইলামবাজারে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ। ব্যাপক উত্তেজনা ধরমপুরে। পুলিশের সামনেই তৃণমূল-বিজেপি সংঘর্ষ, বাঁশ নিয়ে তাড়া, ইটবৃষ্টি। এর জেরে প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্য়ায়ের নিরাপত্তা বাড়াল কমিশন। বিজেপি প্রার্থীর অভিযোগ, ”পিসি-ভাইপোর গুন্ডারা হামলা চালিয়েছে।” 

দুপুর ২.১২: মানিকতলা কেন্দ্রের অন্তর্গত তেলেঙ্গাবাগানে অবৈধ জমায়েত। তা হঠাতে লাঠিচার্জ পুলিশের। 

দুপুর ১.৫২: বোমা নয়, সকালে মহাজাতি সদনের সামনে ফেটেছে বড় ধরনের চকলেট বোমা, দাবি কমিশন।  

দুপুর ১.৪৪: দুপুর ১টা পর্যন্ত ভোট সবচেয়ে পড়ল কলকাতায়। মাত্র ৪২ শতাংশ। বীরভূমে ৬০ শতাংশ, মুর্শিদাবাদে ৫৯ শতাংশ ভোট পড়ল।

দুপুর ১.৩৭: ভোটের ডিউটিতে গিয়ে  বীরভূমে তারাপীঠের মন্দিরে পুজো দিয়ে বিতর্কে সিআরপিএফের আইজি। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তাঁর বিরুদ্ধে। রিপোর্ট তলব করল কমিশন। 

দুপুর ১.৩৪: ভোট দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বহরমপুর কাশিমবাজার পৌর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ভোট দিতে পেরে খুশি অধীর চৌধুরী। 

দুপুর ১.১৭: ভোটের মধ্যবেলায় ডোমকলে বোমা নিয়ে দাপাদাপি দুষ্কৃতীদের। এলাকায় আতঙ্ক। উদ্ধার প্রচুর বোমা। 

দুপুর ১: ইলামবাজার এ মণ্ডলের বারুইপুর গ্রামের ১১৫ নং বুথে তৃণমূল কর্মীদের দ্বারা আক্রান্ত বিজেপি কর্মীরা। অভিযোগ পেয়ে বোলপুর বিধানসভার প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় সেখানে গিয়ে কথা বলেন দলীয় কর্মীদের সঙ্গে।

দুপুর ১২.৪৩: জলঙ্গির রায়পাড়া ঘোষপাড়ায় তৃণমূল বনাম জোট-নির্দলের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের জখম ৭ জন।

দুপুর ১২.৩৪: শ্যামপুকুর কেন্দ্রে করোনা রিপোর্ট নিয়ে প্রার্থীদের মধ্যে বচসা। বিজেপি প্রার্থী সন্দীপন বিশ্বাস কোভিড পজিটিভ হয়েও বুথে বুথে ঘুরছেন বলে অভিযোগ তৃণমূল প্রার্থী শশী পাঁজার। রিপোর্ট নেগেটিভ, পালটা দাবি বিজেপি প্রার্থীর। এ নিয়ে বাকবিতন্ডা।

দুপুর ১২.৩৭: গণনাকেন্দ্রের বাইরে প্রচুর বাহিনী থাকবে, তাঁদের করোনা পরীক্ষা বা ভ্যাকসিন নেওয়া নিয়ে কমিশনের কোনও নির্দেশিকা নেই। অথচ প্রার্থী ও এজেন্টদের গণনাকেন্দ্রে ঢোকার উপর শর্ত আরোপ করা হয়েছে। এ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের প্রতিনিধিরা।

 

দুপুর ১২.১৬: নজরবন্দি হয়েই বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে ভোট দিতে বেরলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। বাইকে চড়ে ভোটকেন্দ্রে তিনি, সঙ্গে মেয়েও। 

দুপুর ১২.০৬: মালদহের ভোটে উধাও কোভিডবিধি। করোনা আক্রান্ত আশা কর্মীকে ভোটের কাজ। বুথে কাজ করছেন তিনি। BMHO, BDOকে জানানো সত্ত্বেও গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ। বুথে ছড়াল আতঙ্ক।

বেলা ১১.৪৪: বুথ পরিদর্শনে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর বাধার মুখে বোলপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়।  তাঁকে বুথে ঢুকতে না দেওয়ায় জওয়ানদের সঙ্গে বচসায় জড়ালেন প্রার্থী।

বেলা ১১.৩৩: চৌরঙ্গি কেন্দ্রের এক বুথে ভোট দিলেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকড়। কোভিডবিধি মেনে ভোট হচ্ছে ভালভাবে, মত তাঁর। নির্বাচন কমিশন ও CAPF-এর ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন ধনকড়।

বেলা ১১.৩০: বোলপুর বিধানসভার ইলামবাজারে গন্ডগোল। অভিযোগ, মণ্ডলের বারুইপুরে ১১৫ নং বুথে তৃণমূলের ‘গুন্ডা’বাহিনী বিজেপি কর্মীদের ওপর চড়াও হয়ে হামলা করে। বিজেপির কয়েকজন কর্মী গুরুতর আহত হয়েছে।

বেলা ১১.২১:  মুর্শিদাবাদের জলঙ্গি বিধানসভার ৪৫ নং রাজাপুর প্রাথমিক বিদ্যালয় বুথে বিজেপি কর্মী দিলীপ মণ্ডলকে মারধরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম দিলীপ মণ্ডল রানিনগরের গোধনপাড়া ব্লক হাসপাতলে ভরতি। কেন্দ্রীয় বাহিনী তিনজনকে গ্রেপ্তার করেছে।

বেলা ১১.১৫: কমিশনের নজরদারিতে গৃহবন্দি অনুব্রত মণ্ডল। এখনও ভোট দিতে বেরোননি। দোতলার নিজের ঘরে তিনি গোটা বীরভূমে ভোটের দেখভাল করছেন। ১২টা নাগাদ বেরনোর কথা তাঁর। ভোট দিয়ে বোলপুরের দলীয় কার্যালয়ে বসবেন তিনি। 

বেলা ১১: বেলেঘাটায় বিজেপি-তৃণমূলের মধ্যে সংঘর্ষ। বিজেপি কর্মীকে মাটিতে ফেলে চ্যালাকাঠ দিয়ে মারধর। রক্তাক্ত বিজেপি কর্মী। তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ।

সকাল ১০.৪৫: মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মী, সমর্থকদের। পুলিশের সামনেই তাঁর গাড়িতে হামলা, আক্রান্ত প্রার্থী। তাঁর অভিযোগ, ভোট করতে দিচ্ছে না তৃণমূলের দুষ্কৃতীরা। পালটা তৃণমূলের দাবি, ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে দেখে বিজেপি প্রার্থী অশান্তি করতে এসেছেন। বিজেপি কর্মীদের মারধরে হাত ভেঙেছে তৃণমূল কর্মীর। প্রতিবাদে বুথের সামনে বসে ধরনা কল্যাণ চৌবের। 

সকাল ১০.৪২: বেলগাছিয়া কেন্দ্রে অস্ত্র আমদানির অভিযোগ। একটি গাড়ি করে অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল। হাতেনাতে ধরে তা আটকেছেন বিজেপি প্রার্থী শিবাজি সিংহরায়, দাবি তাঁর।

সকাল ১০.৩৮: মুর্শিদাবাদের বড়ঞা ১৩৩ নং বুথে মজলিসপুরে ড্রোন উড়িয়ে নজরদারি কেন্দ্রীয় বাহিনীর।

সকাল ১০.৩৪: লাগাতার অশান্তির মাঝে বীরভূমে ভোটের হার খুব কম নয়ষ সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল গড়ে ২০. ২৮ শতাংশ। 

সকাল ১০.২০: বীরভূমের ইলামবাজারের ১০৯ নং বুথে রাজনৈতিক অশান্তি। বাঁশ, রড, লাঠির ঘায়ে মাথা ফাটল বিজেপি এজেন্টের, কাঠগড়ায় তৃণমূল। 

সকাল ১০.০২: কমিশনের চোখে ধুলো দিয়ে বুধবার বেশ কিছুক্ষণের জন্য উধাও হয়ে গিয়েছিলেন অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার সকাল থেকেই নজরবন্দি অনুব্রতর বাড়ির সামনে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। রয়েছেন খোদ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

সকাল ৯.৫৯: নানুরের সাওতা গ্রামে বিজেপি প্রার্থী তারক সাহার গাড়ি ভাঙচুর, প্রার্থীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।  ব্যাপক উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল কেন্দ্রীয় বাহিনী।

সকাল ৯.৪৭: সকাল ৯টা পর্যন্ত ভোটদানের গড় হার ১৬.০৪ শতাংশ।

সকাল ৯.৪০: বোলপুর বিধানসভার গোয়ালপাড়ার ১৬৩ নম্বর বুথে প্যাকেটে করে মুড়ি এবং তরকারি দেওয়া হচ্ছে ভোটারদের। প্রভাবিত এভাবে করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

সকাল ৯.৩১: ফের বোমাবাজি রবীন্দ্র সরণিতে। বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের গাড়ি লক্ষ্য করে সরাসরি বোমা ছোঁড়ার অভিযোগ। তাঁকে হত্যার চক্রান্ত চলছে, অভিযোগ প্রার্থীর। এর আগে বোমাবাজির অভিযোগ ওঠে সেন্ট্রাল অ্যাভিনিউতে। পুলিশ কুকুর নামিয়ে শুরু হয়েছে তদন্ত।

সকাল ৯.২০: চৌরঙ্গির তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়কে বুথে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর। মেট্রোপলিটান স্কুলের বুথে ঢুকতে পারলেন না তিনি। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ান তিনি।

সকাল ৯: শীতলকুচিতে পুনর্নির্বাচনের দিনও উত্তেজনা। তৃণমূল প্রার্থী তথা জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়ের সঙ্গে পুলিশের বচসা। তিনি পুলিশকে হুমকি দেন বলে অভিযোগ। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে পার্থপ্রতিমের বক্তব্য, বিজেপি এখানে অশান্তির চেষ্টা করছে।

সকাল ৮.৪৯: বীরভূমের নানুর বিধানসভার সিংগী গ্রামে বিজেপি কর্মীদের গাড়ি ভাঙচুরের অভিযোগ, ব্যাপক উত্তেজনা এলাকায়। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

সকাল ৮.৪৪: নানুরের সন্ত্রস্ত এলাকা বন্দর গ্রামে দীর্ঘক্ষণ পর ভোটগ্রহণ শুরু। ভোটারদের বাধাদানের অভিযোগ ঘিরে তৃণমূল-বিজেপির হাতাহাতি চরম আকার নেয়। শেষপর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শুরু হয় ভোট।

সকাল ৮.১৪: ভোটের সকালে খাস কলকাতায় বোমাবাজি, মহাজাতি সদনের সামনে ২ টি বোমা ফেটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা, এলাকায় আতঙ্ক। ঘটনাস্থলে বাড়তি পুলিশ।

সকাল ৮.১১: কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী অতীন ঘোষকে বুথে বাধা দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। বাকবিতন্ডায় না জড়িয়ে ‘গান্ধীগিরি’র পথে হেঁটে তিনি শান্তভাবে বোঝানোর চেষ্টা করেন। এজেন্টকে ডেকে বুথের খবরাখবর নেন তিনি। 

সকাল ৮.০৫: মানিকতলার ৫৬ নং বুথে বিজেপি এজেন্টকে হেনস্তা, পরিচয়পত্র ছিঁড়ে ফেলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কমিশনে অভিযোগ দায়ের।

সকাল ৮: ময়ূরেশ্বরে ভোট শুরু হতেই উত্তেজনা। বাড়তি জমায়েত হঠাতে লাঠি হাতে পরিস্থিত নিয়ন্ত্রণে নামল কেন্দ্রীয় বাহিনী।

সকাল ৭.৪৮: ভোটের শুরুতেই বীরভূমের নানা জায়গায় রাজনৈতিক অশান্তি। এসবের মাঝে এদিন আরও নজরদারি বাড়ল অনুব্রত মণ্ডলের উপর। 

সকাল ৭.৪৪: বীরভূমের লাভপুরে হাতিয়া গ্রামে বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর। বিজেপির অভিযোগ তৃণমূলের সর্মথকেরা লাভপুর থানার পুলিশ নিয়ে এসে ভাঙচুর করে।

সকাল ৭.৪০: বোলপুরের ১১৪ নং ওয়ার্ডে উত্তেজনা। বিজেপি কর্মীরা ভিড় করে বুথ জ্যাম করছেন, তৃণমূল সর্মথকদের ভোট দিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।  

সকাল ৭.৩৫: মুর্শিদাবাদের হরিহরপাড়ায় রাজনৈতিক অশান্তি। কংগ্রেস কর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ হোসেনপুর এলাকা। 

সকাল ৭.৩০: নির্বিঘ্নে পুনর্নির্বাচন শুরু কোচবিহারের শীতলকুচির ১২৬ নং বুথে। গত ১০ তারিখ এখানে ভোট চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যু হয়। এরপর আজ সেখানে আবার ভোটগ্রহণ চলছে। 

জোড়পাটকির ১২৬ নং বুথে ভোটারদের লাইন

সকাল ৭.২১: সাতসকালেই ভোটের লাইনে মিঠুন চক্রবর্তী। কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের ভোটার তিনি। ভোট দিয়ে বেরিয়ে সকলের উদ্দেশে ‘মহাগুরু’র বার্তা, ”ভালভাবে ভোট দিন, ওটা আপনার অধিকার।”

 

সকাল ৭.১১: ভোট শুরু হতেই বেলেঘাটায় জমায়েত ঘিরে বিশৃঙ্খলা। বুথের সামনে বাজার বসলে তা তুলে দেয় পুলিশ। তা নিয়েই বিক্রেতাদের সঙ্গে পুলিশের বচসা, উত্তেজনা। চলে লাঠিচার্জ, অশান্তি এড়াতে কয়েকজনকে আটক করা হয় বলে অভিযোগ।

সকাল ৭.০৮: বীরভূমের সিউড়ির সদাইপুর গ্রামে ২৮১ নং বুথে অশান্তি। অভিযোগ, বুথে পৌঁছনোর আগেই সাধারণ ভোটারদের ভয় দেখানো, ভোটে বাধাদানের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বুথের বাইরে বোমাবাজি চলে বলেও অভিযোগ। আতঙ্কিত ভোটাররা। 

সকাল ৭.০২: বীরভূমের মুরারইয়ে সাফুয়ায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

সকাল ৬.৫৩: ভোট শুরুর আগে এন্টালি কেন্দ্রে উত্তেজনা। বিজেপি পোলিং এজেন্টকে বাধা, কর্মীদের উপর হামলার অভিযোগ। কাঠগড়ায় শাসকদল। এ নিয়ে কমিশনে অভিযোগ দায়ের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের। পরে বাহিনী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। মধ্য কলকাতার এই কেন্দ্রে রয়েছে বাড়তি নিরাপত্তা। 

সকাল ৬.৫০: মালদহের ইংরেজবাজারে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

সকাল ৬.৪৭: ভোটের সকাল থেকেই উত্তপ্ত অনুব্রতর গড়। বীরভূমের নানুরে ১৩১ নম্বর বুথে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ।

সকাল ৬.৩৮: মালদহের সুজাপুরে ভোট শুরুর আগেই উত্তেজনা। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের বিরুদ্ধে।

সকাল ৬.৩০: বীরভূমের একাধিক বুথে বিজেপির এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ। বেলডি গ্রামের ঘটনায় অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

সকাল ৬.২০: ভোটের আগের রাতে ব্যাপক বোমাবাজি নানুরে। 

সকাল ৬.০০: ডোমকলের সাহবাজপুরে তৃণমূল প্রার্থীর গাড়ির ধাক্কায় মৃত ১, আহত ২। মৃত ব্যক্তি সিপিএম কর্মী বলে দাবি সংযুক্ত মোর্চা নেতৃত্বের।  অভিযোগ, নিয়ম ভেঙে জনসভা করছিলেন ওই তৃণমূল প্রার্থী। সিপিএম কর্মীরা প্রতিবাদ করলে ৩ জনকে গাড়িচাপা দিয়ে খুনের চক্রান্ত করা হয় বলে অভিযোগ।  আহতরা সিপিএম কর্মী।  এই ঘটনায় সকাল থেকে চাপা উত্তেজনা সাহবাজপুরে। 

[আরও  পড়ুন: বাড়তে থাকা সংক্রমণের মধ্যে আশা কোভিড জয়ীরাই, রাজ্যে একদিনে সুস্থ প্রায় ১২ হাজার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement