সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বঙ্গে ভোটযুদ্ধ (West Bengal Assembly Election 2021) শুরু হয়ে গিয়েছে। রাত পোহালেই দ্বিতীয় দফার নির্বাচন। এই ভোটের মরশুমে মঙ্গলবার গভীর রাতে কামারহাটি (Kamarhati) এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টারে কাদা ছোঁড়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বিভিন্ন জায়গায় থাকা হোর্ডিং-ব্যানার ছেঁড়া হয়েছে বলেও অভিযোগ। যদিও নিজেদের দলের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি কামারহাটির বিজেপি প্রার্থীর।
কামারহাটির তৃণমূল নেতাদের অভিযোগ, মঙ্গলবার রাতে ৯ নম্বর ওয়ার্ডের দিল্লি পাড়ায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কাদা লাগিয়ে দেয় বিজেপির কর্মী-সমর্থকরা। এলাকায় থাকা শাসকদলের পোস্টার, ব্যানার, হোর্ডিং ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়ায় এলাকায়। তৃণমূলের তরফে অভিযোগ করা হয় হার নিশ্চিত জেনে এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছে বিজেপি।
পালটা দিয়েছেন কামারহাটির বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “বিজেপির জয় নিশ্চিত। আমরা জানি আমরা জিতবই। তাই আমাদের অশান্তি ছড়ানোর কোনও কারণ নেই। ওরা নিজেরাই এসব করছে, আবার বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলছে।” উল্লেখ্য, ভোটের মরশুমে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর প্রকাশ্যে আসছে। কোথাও আক্রান্ত হচ্ছে বিজেপি, কোথাও তৃণমূল। বোমাবাজির ঘটনাও প্রকাশ্যে আসছে। রাজনৈতিক সংঘর্ষে প্রাণহানিও হচ্ছে। তা সত্ত্বেও বদলাচ্ছে না পরিস্থিতি। তবে ভোটের আবহে একের পর এক এহেন ঘটনায় প্রশ্নের মুখে কমিশনের ভূমিকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.