Advertisement
Advertisement

Breaking News

বনধ

কালিয়াচকে গাড়িতে ভাঙচুর চালাচ্ছে পুলিশ! ভাইরাল ভিডিও অস্বস্তি বাড়াচ্ছে প্রশাসনের

ভিডিও প্রকাশ্যে আসতেই মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন মহম্মদ সেলিম, সোমেন মিত্র।

West Bengal cops seen vandalising vehicles in Maldah
Published by: Tiyasha Sarkar
  • Posted:January 8, 2020 7:17 pm
  • Updated:January 9, 2020 8:13 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্মঘটকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল মালদহের কালিয়াচকের সুজাপুর। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে ধর্মঘট সমর্থকরা। একাধিক গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। এরপরই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর একটি ভিডিও। যা প্রকাশ্যে আসার পরই পুলিশের ভূমিকা নিয়ে মুখ খুলেছেন সোমেন মিত্র থেকে মহম্মদ সেলিম। কি ছিল সেই ভিডিওতে?

ধর্মঘটের সকালে কালিয়াচকে গাড়ি ভাঙচুরের যে ভিডিও প্রকাশ্যে আসে সেখানে দেখা যায় যে, পুলিশের উর্দিধারীরাই লাঠি, লোহাড় রড দিয়ে একের পর এক ভাঙচুর চালাচ্ছে গাড়িতে। কোনও গাড়ির সামনের কাঁচ ভেঙে দেওয়া হচ্ছে। কোনও গাড়ির অন্য অংশে ভাঙচুর চালানো হয়। এই ভিডিও প্রকাশ্যে আসতেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন পলিটব্যুরো সদস্য তথা সিপিএম নেতা মহম্মদ সেলিম। গাড়ি ভাঙচুরের ঘটনায় সরাসরি মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তোলেন তিনি। তাঁর কথায়, মুখ্যমন্ত্রীর প্ররোচনাতেই ধর্মঘটে এত অশান্তি।

Advertisement

[আরও পড়ুন: ফেসবুক বন্ধুদের বিকৃত লালসার শিকার কলেজছাত্র! যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ২]

একইভাবে এই ঘটনার তীব্র নিন্দা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই পুলিশ গুন্ডামি করেছে। তদন্ত করা হোক। তাঁর কথায়, যোগী প্রশাসনও এর থেকে কম আক্রমণাত্মক। ভিডিওটি প্রকাশ্যে আসার পর মালদহের জেলা পুলিশ সুপার জানান, সুজাপুরে ধর্মঘট সমর্থকদের উপর চড়াও হওয়ায় অভিযুক্ত পুলিশকর্মীদের শনাক্ত করা হয়েছে। তদন্ত করা হচ্ছে। প্রসঙ্গত, ধর্মঘটকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই উত্তপ্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে। জেলায় জেলায় অবরোধ চলে সকাল থেকেই। শিয়ালদহের বিভিন্ন শাখায় দীর্ঘক্ষণ বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এরপর বেলা বাড়তেই রণক্ষেত্র্রের চেহারা নেয় কালিয়াচকের সুজাপুর। অবরোধ তুলতে গেলে পুলিশ এবং ধর্মঘটীদের ধস্তাধস্তি। পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। ইটের ঘায়ে মাথা ফাটে এক পুলিশকর্মীর। আগুন ধরিয়ে দেওয়া হয় বেশ কয়েকটি গাড়িতে। করা হয় বোমাবাজি। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে পুলিশ। সূত্রের খবর, শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলিও চালানো হয়। ঘটনার পর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও এখনও থমথমে এলাকা। 

দেখুন ভিডিও: 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement