Advertisement
Advertisement
West Bengal Civic Poll

দোরগোড়ায় পুরভোট, নজরদারির জন্য প্রতি পুরসভায় পর্যবেক্ষক নিয়োগ মমতার

প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর ২৪ পরগনার একাধিক পুরসভার কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

West Bengal Civic Poll: Mamata Banerjee to appoint observer in every Municipality | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:November 17, 2021 5:43 pm
  • Updated:November 17, 2021 6:00 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরভোট সম্মুখে। অথচ, একাধিক পুরসভার কাজ নিয়েই সন্তুষ্ট নয় আমজনতা। বুধবার মধ্যমগ্রামের প্রশাসনিক বৈঠক থেকে এ নিয়ে উষ্মা প্রকাশ করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একপ্রকার হুঁশিয়ারির সুরে কাউন্সিলর তথা ওয়ার্ড কো-অর্ডিনেটরদের বলে দিলেন, “ভাল কাজ করলে পুরস্কার পাবেন। কাজ না করলে ভেবে দেখতে হবে।” শুধু তাই নয়, পুরভোটের আগে আগে সব পুরসভায় পর্যবেক্ষক নিয়োগেরও সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।

West Bengal Civic Poll: Mamata Banerjee to appoint observer in every Municipality

Advertisement

বুধবারের প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় নাম ধরে ধরে উত্তর ২৪ পরগনার একাধিক পুরসভার কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। ব্যারাকপুর, টিটাগড়, কামারহাটি, নোয়াপাড়া, উত্তর দমদম-সহ জেলার একাধিক পুরসভার কাজে যে তিনি খুশি নন, তা স্পষ্ট করে দিয়েছেন মমতা। নাম ধরে ধরেই পুরসভার প্রশাসকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “পুরসভা নিয়ে অসুবিধা হচ্ছে। আপনারা এলাকা ঘুরে দেখছেন না। এলাকার কাজকে গুরুত্ব দিচ্ছেন না। ফোন খোলা রাখতে হবে। অনেকেই ফোন ধরেন না।” এরপরই পুরসভার সম্ভাব্য প্রার্থীদের উদ্দেশে হুঁশিয়ারির সুরে তৃণমূলনেত্রী (TMC) বলেন,”মানুষ কিন্তু জবাব দিতে ছাড়ে না। ভাল কাজ করলে পুরস্কার পাবেন। কাজ না করলে ভেবে দেখতে হবে।”

[আরও পড়ুন: স্পিকারকে অসম্মান! ইডি ও সিবিআইয়ের দুই আধিকারিকের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস বিধানসভায়]

এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, পুরসভার কাজ খতিয়ে দেখার জন্য প্রতি পুরসভায় একজন করে পর্যবেক্ষক নিয়োগ করা হবে। যাঁদের কাজ হবে পুর এলাকার মানুষের সমস্যার কথা শোনা। এই পর্যবেক্ষকরা পুর এলাকায় ঘুরে পুরসভা এবং কাউন্সিলরদের কাজের খতিয়ান সংগ্রহ করবেন। এবং সেই তথ্য পৌঁছে দেবেন নবান্নে (Nabanna) মুখ্যমন্ত্রীর কাছে। অর্থাৎ, বকলমে পুর প্রশাসক এবং ওয়ার্ড কাউন্সিলরদের উপর নজরদারি চালাবেন পর্যবেক্ষকরা।

[আরও পড়ুন: SSC গ্রুপ ডি কর্মী নিয়োগে বেনিয়ম, ২৫ জন চাকরিজীবীর বেতন বন্ধের নির্দেশ হাই কোর্টের]

এদিন, পুরপ্রশাসক তথা ওয়ার্ড কো-অর্ডিনেটরদের উদ্দেশে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, “পুরসভায় কী এমন কাজ আছে? আপানারা পুর এলাকা ঘুরে দেখছেন না কেন?” সেই সঙ্গে জানিয়ে দিয়েছেন, আলো, জল ও রাস্তা ঠিক রাখাই পুরপ্রশাসকদের প্রথম কাজ হওয়া উচিত। কাউন্সিলর এবং কো অর্ডিনেটরদের উদ্দেশে মমতার পরামর্শ, এলাকার বিধায়ক, সাংসদদের সঙ্গে যোগাযোগ রাখুন। মানুষের কাজ করুন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement